জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবো

   

জিমেইল পাসওয়ার্ড্ ভুলে গেলে কী করবেন । ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড্ কিভাবে  রিসেট করবো ।মোবইল বা কম্পিউটার দিয়ে জিমেইল পাসওয়ার্ড্ কিভাবে পরিবতর্ন্ করবেন ।    জিমেইল পাসওয়ার্ড্ ভুলে গেলে কী করবো ? পরিবর্তন

  1. সঠিক ভাবে জিমেইল (Gmail) একাউন্ট খোলার নিয়ম । 
  2. Compose এর মাধ্যমে মেইল কিভাবে পাঠাবেন । 
  3. Gmail এ Index, Starred, Snoozed, Chart, Sent, Drafts, Important, Schedule, All Mail, Spam, Trash, Categories, Manage Labels এর সঠিক ব্যবহার ।  
  4. যেকোনো ID & Password ভুলে গেলে কিভাবে বের করবেন ।

জিমেইল পাসওয়ার্ড্ ভুলে গেলে কী করবেন || ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড্ কিভাবে  রিসেট করবো || মোবইল বা কম্পিউটার দিয়ে জিমেইল পাসওয়ার্ড্ কিভাবে পরিবতর্ন্ করবেন ।   

নতুন ভাবে পাসওয়ার্ড(Password) দেওয়ার উপায় : 

Gmail Login করুন : 

প্রথমে আপনি আপনার জিমেইলটি লগইন করে নিন অথবা এই লিংঙ্কে ক্লিক করুন LInk :(https://mail.google.com)

ইমেইল বা ফোন নম্বর দিন : 

আপনার ফোন নম্বর বা জিমেইল ঠিকানাটি দিন যেটা দিয়ে আপনি জিমেইল একাউন্ট খুলেছেন ।

Forgot Password : 

আপনি আপনার পাসওয়ার্ড্ ভুলে গেছেন এবং এতে আপনি একটি নতুন পাসওয়ার্ড্ আনার সহজ উপায় হল । আপনার ফোন নম্বর বা ইমেইল ঠিকানা দেওয়া পর নিচে Forgot password লিংঙ্কে ক্লিক করুন । 

মোবাইল OTP(কোড) : 

Forgot password যাওয়ার পর OTP code এর জন্য আপনাকে আপনার মোবইল নম্বর বা ইমেইল ঠিকানাটি দিতে হবে যেটাতে আপনার OPT কোডটি পাঠাবে । 

New Password Set : 

OTP কোড পাওয়ার পর সেটি বসানোর পর নতুন পাসওয়ার্ড্ দেওয়ার জন্য একটি Box আসবে সেখানে আপনার নতুন পাসওয়ার্ড্ বসান ।আপনার পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরে হতে হবে আর অবশ্যই একটি শক্ত পাসওয়ার্ড্ দেওয়ার চেষ্টা করুন । 

এখন আপনার জিমেইলটি আগের মতো খুলে যাবে । 


জিমেইল(Gmail)পাসওয়ার্ড্ কিভাবে পরিবর্তন করবেন ?

উপরে দেখেছেন জিমেইল পাসওয়ার্ড্ ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড্ তৈরি করতে হয় এখন আপনার দেখবেন কিভাবে জিমেইল পাসওয়ার্ড্ পরিবর্ত্ন করতে হয় । 

মোবইল দিয়ে পাসওয়ার্ড্ পরিবর্তন করার নিয়ম : 

জিমেইল লগইন করুন: প্রথমে আপনার জিমেইল টি লগইন করে নিন । আপনার ডান পাশে থাকা জিমেইলে আপনার যে ছবিটি আছে সেটিতে ক্লিক করুন । 

Manage Your Google Account : 

আপনার ছবির নিচে Manage you google Account এ ক্লিক করুন । 

Security :

 Manage you google account যাওয়ার পর নিচে security তে ক্লিক করুন । এখন এখানে একটু নিচে আসলে Password নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন ।

New Password & Confirm NewPassword : 

Password এ আসার পর এখানে New Password এ ৮ অক্ষরে একটি শক্ত পাসওয়ার্ড্ দিন এবং Confirm New password এ একই পাসওয়ার্ড্ দিন তারপর Change Password এ ক্লিক করুন । 

মোবইল এর মতো কম্পিউটার দিয়ে আপনি আপনার Password Change করতে পারেন ।    


Post a Comment

0 Comments