ডোমেইন কিনার আগে কি কি জানতে হবে ?

ডোমেইন ও হোস্টিং কি||নগদ,বিকাশে পেমেন্ট করে ডোমেইন কিনার নিয়ম||কম টাকায় ডোমেইট ও হোস্টিং কিভাবে কিনবেন ডোমেইন কোনটির মূল্য কত||ডোমেইন কিনার সঠিক নিয়ম

  1. ডোমেইন(Domain) কী ? ডোমেইন কয় ধরনের হয়ে থাকে ?
  2. আন্তার্জাতিক ও বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন ?
  3. বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন খুব সহজেই ?
  4. ডোমেইন কিনার সঠিক নিয়ম ?
  5. ডোমেইন ও হোস্টিং কি এবং কোনটির মূল্য কত ?

ডোমেইন কিনার আগে কোন কোন বিষয় গুলো জানা জরুরী ? 
ডোমেইন কিনার আগে আপনাকে কিছু বিষয়ে জানা জরুরী । ভালো রেজিস্ট্রার কোম্পানি থেকে যদি ডোমেইন না কিনেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক সমস্যা পড়তে পারেন ।কোন কোম্পানি গুলো থেকে   আপনি ডোমেইন ও হোস্টিং কিনলে আপনি ভালো সেবা ও আপনার ডোমেইন নিরাপত্তা পাবেন ।
ডোমেইন কিনার আগে কোন বিষয় গুলো জানা জরুরী তা নিচে দেওয়া হলো :  

1. ডোমেইন নাম নির্বাচন করা : 

  • আপনি যদি কোনো ব্যবসা বা  ব্লগ ওয়েবসাইটে জন্য ডোমেইন সেট করতে চান সেজন্য আপনার ব্যবসা সাথে মানানসই হতে পারে এমন নাম নির্বাচন করা । 
  • ছোট শব্দে এবং সহজে মনে রাখা যায় এমন ডোমেইন এর জন্য নাম বেছে নিন । 
  • আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু উপর ভিত্তি করে ডোমেইনের নাম নির্বাচন করুন । 

2. নতুন ডোমেইনের মূল্য ও রিনিউর মূল্য কত দেখে নিন :

  • ভালো মানের ও কম দামে পাওয়া যায় এমন ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন । 
  • ডোমেইন কেনার সময় দেখা যায় প্রথমে কম দামে পাওয়া গেলেও পরবর্তীতে আপনি যখন ডোমেইন রিনিউয়াল করতে যাবেন তখন দেখতে পারবেন রিনিউয়াল করার সময় ডাবল দাম দিয়ে কিনতে হয়
  • ডোমেইন এর মেয়াদ সাধারণত ১ বছর থাকে । আপনি যখন ১ বছর পর রিনিউ করতে যাবেন তখন রিনিউর মূল্য কত সেটি চ্যার্ট  করে তাদের কাছ থেকে জেনে নিন ।  
  • কোনো অতিরিক্ত ফ্রি লুকানো আছে কিনা সেটি দেখে নিন ।  

3. জনপ্রিয় রেজিস্ট্রার থেকে ডোমেইন কিনুন :

  • আর্ন্তজাতিক ও বাংলাদেশের বিভিন্ন সাইট থেকে আপনি খুব সহজেই ডোমেইন কিনতে পারবেন । 
  • ডোমেইন কিনার আগে ডোমেইন রেজিস্ট্রার এর মূল্য, গোপনীয়তা সুরক্ষা আছে কিনা, বিশ্বস্ততা আছে কিনা সঠিক ভাবে যাচাই করে তারপর ডোমেইন কিনুন । 
  • কোথায় আপনি ভালো ডোমেইন পাবেন এবং কিভাবে তাদের সাইটে প্রবেশ করবে এর সকল তথ্য এই লিংঙ্ক থেকে পাবেন ।

4. কাস্টমার সাপোর্ট্ ও ট্রান্সফার সুবিধা:

  • সাপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা সাপোর্ট বা  তাদের সাথে যোগাযোগ করে পাওয়া যায় কিনা তা দেখুন । 
  • আপনি যোকোনো করণে অন্য রেজিস্ট্রারে ট্রান্সফার করা যায় কিনা তা জেনে নিন ।  

5. ডোমেইন এক্সটেনশন নির্বাচন করুন :

  • আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য অনুযায়ী এক্সটেনশন নির্বাচন করুন যেমন : .com, .net, .org, info, bd ইত্যাদি । 

6. ডোমেইনে মেয়াদ ও অটো রিনিউ :

  • আপনি ডোমেইন কত সময়ের জন্য নিবেন যেমন: ১মাস, ৬ মাস, বা ১ বছর নেওয়া যায় । 
  • আপনার ডোমেইন ঠিকানার মেয়াদ শেষ হওয়ার আগে আপনার ডোমেইনটি রিনিউ করে নিন না হলে পরবর্তীকে অন্য কেই কিনে নিতে পারে । 


Post a Comment

0 Comments