- ডোমেইন(Domain) কী ? ডোমেইন কয় ধরনের হয়ে থাকে ?
- আন্তার্জাতিক ও বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন ?
- ডোমেইন কিনার আগে কি কি জানা জরুরী ?
- ডোমেইন কিনার সঠিক নিয়ম ?
- ডোমেইন ও হোস্টিং কি এবং কোনটির মূল্য কত ?
#বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিভাবে কিনবেন ?
নগদ, বিকাশ, উপায় এবং বাংলাদেশের বিভিন্ন পেমেন্ট সাইট থেকে কিভাবে ডোমেইন ও হোস্টিং কিনবেন । অনেক ডোমেইন ও হোস্টিং কোম্পানি রেজিস্ট্রার আছে যেগুলো ডলার এর মাধ্যমে কিনতে হয় । এখন আমি আপনাদের মাঝে আলোচনা করবো কিভাবে আপনি খুব সহজে বাংলাদেশের বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রার থেকে ডোমেইন কিভাবে ক্রয় করবেন ।
বাংলাদেশী জনপ্রিয় ডোমেইন হোস্টিং রেজিস্ট্রার নির্বাচন করুন :
নিচে এই লিংঙ্ক গুলোতে ক্লিক করে আপনি খুব সহজেই ডোমেইন,হোস্টিং,SEO যেকোনো কিছু আপনি এখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন ।
#বাংলাদেশ রেজিস্ট্রার থেকে ডোমেইন ও হোস্টিং কিনলে কী কী সুবিধা পাবেন?
1. বাংলায় চ্যাট মাধ্যমে যোগাযোগের সুবিধা :
- লাইভ চ্যার্ট এর মাধ্যমে আপনি যা কিছু জানার ডোমেইন বিক্রিতার কাছ থেকে জেনে নিতে পারে ।
- ডোমেইন কিনা বা ডোমেইন এর কোনো তথ্য জানা, ডোমেইনে কোনো সমস্যা হলে তা সমাধান করা ইত্যাদি সম্পর্কে আপনি চ্যার্ট করে জানতে পারবেন ।
- আপনি বাংলায় লাইভ চ্যাট করে খুব সহজেই আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ।
2. বাংলাদেশী পেমেন্ট সাপোর্ট সুবিধা :
- আপনি বিকাশ,নগদ, রকেট এবং বাংলাদেশের বিভিন্ন পেমেন্ট সাইট থেকে খুব সহজেই ডোমেইন বা হোস্টিং কিনে টাকা পরিশোধ করতে পারবেন ।
- আপনি উপরে ডোমেইন রেজিস্ট্রার থেকে ডোমেইন বা হোস্টিং কিনলে আপনার কোনো কার্ড্ বা ডলার ছাড়াই কিনতে পারবেন ।
- ডোমেইন বা হোস্টিং পেমেন্ট সেটআপ এর আরেকটি সুবিধা হলো অটো পেমেন্ট সেটআপ এটির মাধ্যমে আপনি অটোতে পেমেন্ট করতে পারবেন ।
3. লোকাল SEO সুবিধা :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!