চাকরি জন্য সিভি কিভাবে তৈরি করবো ?

সিভি কি || সিভি লেখার নিয়ম || চাকরি জন্য সিভি কীভাবে তৈরি করবেন || ইমেইলে মাধ্যমে সিভি পাঠানোর নিয়ম || চাকরি জন্য কিভাবে সিভি পাঠাতে হয় ||
 

  1. সিভি(CV) কি ? একটি সিভিতে কি কি থাকা উচিত?
  2. ইমেইল মাধ্যমে সিভি কিভাবে পাঠাতে হয় ?
  3. সিভি লেখার সাধারণ নিয়ম ? সিভিতে কিভাবে ভালো করবেন ? 

একটি প্রোফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন ?


1. উপরে একটি শিরোনাম লিখুন (Enter a title Above)

  • প্রথম পাতার উপরে (resume of / Curriculm Vitae) যেকোনো একটি লিখার পর নিচে আপনার নামটি লিখুন । 
  • আপনার নামের নিচে আপনি কোন কাজে অভিজ্ঞতা রয়েছে সেটি লিখুন যেমন: (Computer Operator/Graphic Designer/Typing) ইত্যাদি আপনি আপনার মতো করে একটি টাইটেল দিবেন । 

2.  ব্যক্তিগত প্রোফাইল(Personal profile)

  • সিভির বামপাশে আপনার নাম, জম্মতারিখ, আপনার সম্পর্ণ্য ঠিকানা, মোবাইল নাম্বার এবং আপনার সচল ইমেইল ঠিকানাটি লিখুন ।  
  • আপনার সিভির উপরের ডানপাশে আপনার ছবিটি বসান । 

3. ক্যারিয়ারের উদ্দেশ্য (Eareer Objective)

  • এখানে ছোট ৩-৪ লাইনে একটি অনুচ্ছেদ লিখুন 
  • এখানে আপনাকে লিখতে হবে কেন এই চাকরিতে আগ্রহী এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা কী । 
  • আপনি কীভাবে কোম্পানিতে উপকারে আসবেন সেটি লিখতে হবে । 

4. শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)

  • আপনি শেষ যে পরীক্ষায় উত্তীর্ণ্ হয়েছেন সেটি আগে লিখুন যেমন : MBA,MBBS,অথবা ডিগ্রী । 
  • প্রতিষ্ঠানের নাম, ডিগ্রীর নাম, ফলাফল এবং আপনি কোন সালে পাস করেছেন সেটি দিতে হবে । 
  • Degree/Graduate, HSC, SSC এগুলো সিরিয়াল ভাবে নিচে কলাম করে লিখতে হবে । 

5. ব্যক্তিগত তথ্য (Personal information)

  • Full Name, Fathe Name, Mother Name : আপনার নাম, পিতার নাম, মাতার নাম সিরিয়াল ভাবে লিখুন  
  • Date & Time :  আপনার জম্মতারিখ, মাস এবং বছর সুন্দর ভাবে লিখতে হবে । 
  • Gender : Male/Female/Other আপনারটি লিখুন । 
  • Marital Status : Married/single আপনি কি বিবাহিত না অবিবাহিত তা এখানে লিখুন । 
  • Mobile & E-mail Address : আপনার সচল মোবাইল নম্বার এবং ইমেইল ঠিকানাটি লিখুন । 
  • NID Card : আপনার জম্মনিবন্ধন অথবা এনআইটি কার্ড যেকোনো একটি উল্লেখ করুন । 
  • Persent Address & Permanent Address : এখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানাটি লিখুন ।  

6. দক্ষতা(Skills)

  • এখানে আপনি যে কাজ গুলো জানেন এবং চাকরি জন্য যে দক্ষতা গুলো লাগবে সেগুলো উল্লেখ করুন । 
  • আপনি যদি কম্পিউটার অপারেটর হন তাহলে এগুলো শিখে উল্লেখ করতে হবে যেমন : Microsoft Office,Typing Speed,Adobe Photoshop, Adobe Illustrato(Grapic Designer), Interent Browsing, other উল্লেখ করতে হবে । 

7. কাজের অভিজ্ঞতা(Work Experience)

  • আপনি যদি আগে কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে সেটি এখানে উল্লেখ করবেন । এটি আপনার চাকরি পাওয়ার সম্ভবর্না অনেকটাই নির্ভল করে । 
  • আগে চাকরি করা কোম্পানির নাম, পদবী, সময়কাল,আপনার দায়িত্ব কি ছিল ইত্যাদি উল্লেখ করতে হবে । 

8. সার্টিফিকেট ও প্রশিক্ষণ (Certifications & Training)

  • আপনি যদি কোনো কোর্স্ বা প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে সেটি এখানে উল্লেখ করুন । 
  • এখানে আপনার প্রশিক্ষণ কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম, কোর্সটি সময়কাল কত সেটি উল্লেখ করতে হবে । 

9. রেফারেন্স (Reference)

  • সরকারি বেসরকারি একজন শিক্ষক বা সিনিয়র অফিসার এর নাম, পদবী ও যোগাযোগের তথ্য দিতে পারেন । 

10. তারিখ ও স্বাক্ষর (Date and signature)

  • সবশেষে তারিখ এবং স্বাক্ষর এর ঘর তৈরি করুন । 
  • সিভি যখন জমা দিবেন তখন এখানে সিভি জমা দেওয়ার তারিখ এবং স্বাক্ষর দিতে হবে


Post a Comment

0 Comments