কম্পিউটার দিয়ে Audio to Text Convert করার নিয়ম

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)

  1. কম্পিউটার দিয়ে যেকোনো (Audio to Text) কনভার্ট করুন ?
  2. কম্পিউটার দিয়ে যেকোনো (Text to Audio) কনভার্ট করুন ?
  3. মোবাইল দিয়ে যেকোনো (Text to Audio) কনভার্ট করুন ?

মোবাইল দিয়ে যেকোনো Audio/Video টেক্সে কনভার্ট করার নিয়ম ?

যেকোনো (Android)মোবাইল এর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো “Audio/Video” বা ভয়েব রেকর্ট্ করে খুব সহজেই আপনি “Text” –এ রূপান্তর করতে পারবেন আপনি ফ্রিতে যেকোনো ভয়েস থেকে টেক্সে রূপান্তর করার প্রতিটি ধাপ নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো :  

1. Ai Transcribe Speech to Text :

  • Ai Transcribe হলো যেকোনো ভয়েস/অডিও/ভিডিও থেকে টেক্সে কনভার্ট্ করার জন্য এই ফ্রি অ্যাপটি ব্যবহার করুন ।
  • আপনার মোবাইল থেকে Play Store –এ গিয়ে “Ai Transcribe Speech to Text” লিখে সার্চ্ করুন ।
  • এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ।
  • নিচের ছবিটি ফলো করুন । এটি কিভাবে ব্যবহার করবেন তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো । 

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)

2. Start Recording চাপুন :

  • প্রথমে নিচে থাকা Record অপশনে ক্লিক করুন । তারপর Start Recording অপশনে ক্লিক করুন ।
  • Start Recording ক্লিক করলে আপনার ভয়েসটি রেকর্ট্ করে টেক্সে রূপান্তর করতে পারবেন ।

3. Import Audio চাপুন :

  • যেকোনো ফাইল থেকে অডিও সিলেক্ট করে এখানে এনে টেক্সে কনভার্ট্ করতে পারবেন ।

# Google Keyboard(Gboard) দিয়ে অডিও থেকে টেক্স রূপান্তর করুন ?

  • Google Keyboard হলো “Voice to Text” Convert করার একটি ফ্রি টুলস ।
  • আপনার মোবাইলে Play Store –এ গিয়ে Google Keyboard লিখে সার্চ্ করুন । এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ।
  • এটি Notes, WhatsApp, Google Docs যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ।
  • আপনার মোবইল কীবোর্ড্ এর বাম পাশে “মাইক্রোফোন আইকন” অপশনে চাপুন । এখন আপনি বাংলা, ইংরেজি যেকোনো ভাষা কথা বললেই এটি সাথে সাথে টেক্সে রূপান্তর করে দিবে ।
  • এটি কোনো ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন এবং এখানে অনেক গুলো ভাষা ব্যবহার করতে পারবেন ।

এছাড়াও আরো কিছু জনপ্রিয় টুলস রয়েছে সেগুলো হলো :

  • Otter.ai
  • Veed.io
  • Sonix.ai
  • Speechnotes
  • Google Docs এর Voice Typing

 # Google Translate দিয়ে ( Audio toText ) Convert করার উপায় ?

1. Google Translate ওপেন করুন :

  • আপনার কম্পিউটারে যেকোনো ব্রাউজারে গিয়ে ”Google Translate “ লিখে সার্চ্ করুন 
  • অথবা নিচে থাকা লিংঙ্কে ক্লিক করুন Link : ”Google Translate থেকে অডিও থেকে টেক্স  করার নিয়ম
  • আপনি চাইলে নিচে থাকা ছবিটিতে ক্লিক করে আপনি এই পেজে চলে আসছে পারবেন । 
এই পেজে যাওয়ার জন্য এই ছবিটিতে ক্লিক করুন । 

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)


2. ভাষা নির্বাচন করুন :

  • আপনি যে ভাষায় লিখবেন সেটি বাম পাশে থাকা আপনার ‍Search Language সিলেক্ট করুন 

3. মাইক্রোফোন বাটনে চাপুন :

নিচে থাকা একটি মাইক্রোফোন বাটন থাকবে সেটিতে চাপুন এবং এখন আপনি কথা বলা শুরু করুন তারপর দেখা যাবে পাশে টেক্স আকারে চলে আসছে । 


Post a Comment

0 Comments