কম্পিউটার দিয়ে Text to Audio Convert করার নিয়ম

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)

  1. কম্পিউটার দিয়ে যেকোনো (Audio to Text) কনভার্ট করুন ?
  2. মোবাইল দিয়ে যেকোনো (Audio to Text) কনভার্ট করুন ?
  3. মোবাইল দিয়ে যেকোনো (Text to Audio) কনভার্ট করুন ?

# কম্পিউটার দিয়ে (Text to Voice) Convert করার নিয়ম ?

কম্পিউটার দিয়ে আপনি যেকোনো টেক্স লিখে সেটাকে আপনি খুব সহজেই অডিও/ভয়েসে রূপান্তর করতে পারবেন । কম্পিউটার দিয়ে টেক্স থেকে ভয়েসে রূপান্তর করার জন্য অনেক গুলো টুলস রয়েছে প্রতি টুলস এর কাজ নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :

1. TTSMP3.com


TTSMP3.com (Text to Audio) তে কনভার্ট করার নিয়ম ?

TTSMP3.com এই টুলটি ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো টেক্স থেকে অডিও বা ভয়েস কনভার্ট্ বা রূপান্তর করতে পারবেন । নিচে একটি ছবি বা লিংঙ্ক দেওয়া আছে যেকোনো একটিতে ক্লিক করে আপনি এই পেজে চলে আসতে পারবেন । 


অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)


1. Regular Voices :

আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে এখানে শুধুমাত্র একটি ভাষা ব্যবহার করতে পারবেন । ধরুন আপনি যদি বাংলা লিখতে চান তাহলে তাহলে এখানে অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না । প্রথমে আপনার টেক্স লিখুন তারপর নিচে থাকা অপশন গুলো সেট করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন । 
  • Speed : আপনি কত সময় বা কত SPeed আপনি ভয়েসটি রাখতে চান সেট করুন ।
  • Download as MP3 : আপনার টেক্স লিখা শেষ হলে “Download as MP3” বাটনে ক্লিক করুন ।এখন এটি অটোমেটিক অডিও আকারে আপনার টেক্সটি ডাউনলোড হয়ে যাবে ।
  • কম্পিউটারে সেভ করুন :  Download as MP3 অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কম্পিউটার স্টোরেজে নিয়ে আসবে এখন আপনি আপনার অডিওটি কোথায় সেট করবে সেটি সেট করুন । 

2. Al Voices :

আপনি যদি এই অপশনটি যদি ব্যবহার করেন তাহলে এখানে আপনি একাধিক ভাষা ব্যবহার করতে পারবেন । বাংলা/ইংরেজি যেকোনো একাধিক ভাষা ব্যবহার করে টেক্স লিখে আপনি অডিও তৈরি করতে পারবেন ।

  • Speed : আপনি কত সময় বা কত SPeed আপনি ভয়েসটি রাখতে চান সেট করুন ।
  • Download as MP3 : আপনার টেক্স লিখা শেষ হলে “Download as MP3” বাটনে ক্লিক করুন ।এখন এটি অটোমেটিক অডিও আকারে আপনার টেক্সটি ডাউনলোড হয়ে যাবে ।
  • কম্পিউটারে সেভ করুন : Download as MP3 অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কম্পিউটার স্টোরেজে নিয়ে আসবে এখন আপনি আপনার অডিওটি কোথায় সেট করবে সেটি সেট করুন । 
 # Google Translate দিয়ে (Text to Audio) Convert করার উপায় ?

1. Google Translate ওপেন করুন :

  • আপনার কম্পিউটারে যেকোনো ব্রাউজারে গিয়ে ”Google Translate “ লিখে সার্চ্ করুন
  • অথবা নিচে থাকা লিংঙ্কে ক্লিক করুন Link : ”Google Translate থেকে টেক্স থেকে অডিও করার নিয়ম
  • আপনি চাইলে নিচে থাকা ছবিটিতে ক্লিক করে আপনি এই পেজে চলে আসছে পারবেন । 
এই পেজে যাওয়ার জন্য এই ছবিটিতে ক্লিক করুন । 

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)


2. ভাষা নির্বাচন করুন :

  • আপনি যে ভাষায় লিখবেন সেটি বাম পাশে থাকা আপনার ‍Search Language সিলেক্ট করুন

3. ভয়েস চালু করুন :

  • আপনি যদি বাংলায় টেক্স থেকে ভয়েস চান তাহলে বাংলা সিলেক্ট করে এবং লিখতে থাকুন
  • লিখা শেষ হলেস্পিকার আইকনটিচালু করুন দেখা যাবে আপনার লেখা গুলো ভয়েসে পড়ে শোনাবে

Ttsmaker.com ব্যবহার করে যেকোনো Text থেকে Voice/Audio Convert করার নিয়ম ?

1. TTSMAKER খুলুন নিয়ম :

  • ttsmaker.com এটি ব্যবহার করে আপনি খুব সহজেই এবং ফ্রিতে যেকোনো টেক্স থেকে ভয়েস/অডিও রেকর্ট্ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • ttsmaker.com এটি খোলার জন্য নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।

Link: “TTSMAKER.COM” অথবা,

এই পেজে যাওয়ার জন্য  নিচের ছবিতে ক্লিক করুন । 

অডিও(Audio) থেকে টেক্সে (Text) রূপান্তর করার নিয়ম | Text থেকে অডিও(Audio) রূপান্তর করার নিয়ম | মোবাইল ও কম্পিউটার দিয়ে (Audio to Text)/(Text to Audio)

2. Language সিলেক্ট করুন :

  • আপনি কোন ভাষায় লিখতে চান সেটি আগে সিলেক্ট করুন ।
  • আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে বাংলা সিলেক্ট করুন ।

3. লিখা টাইপ করুন :

  • আপনি এখানে ৩০০০ Characters শব্দ লিখতে পারবেন ।
  • আপনার টাইপ করা শেষ হলে Captcha Code যান ।

4. Captcha Code লিখুন :

  • এখানে একটি কোড লিখা আছে সেটি “Captcha Code” বক্সে লিখুন ।

5. Convert To Speech :

  • কোডটি লিখার পর “Convert to Speech” ক্লিক করুন ।
  • এখন এটি সাথে আপনার অডিওতে কনভার্ট্ হয়ে যাবে ।

6. Download Voice File ক্লিক করুন :

  • আপনি যদি আপনার কম্পিউটারে যেকোনো ফোল্ডারে সেভ করতে চান তাহলে “Download Voice File” অপশনে ক্লিক করুন ।

  

Post a Comment

0 Comments