মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ কিভাবে করা হয় ?


ডাটা কি || ডাটা এন্টি কাজ কী || মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করবেন || ডাটা এন্ট্রি কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় |ডাটা এন্ট্রি জন্য কী শিখতে হয়

  1. ডাটা কি ? ডাটা শ্রেণীবিভাগ গুলো কী কী ?
  2. ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি শ্রেণীবিভাগ গুলো কী কী ?
  3. একজন ডাটা এন্ট্রি অপারেটর কোন কাজ গুলো করে থাকেন ?
  4. একজন ডাটা এন্ট্রি অপারেটর কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
  5. একজন সফল ডাটা এন্ট্রি হওয়ার জন্য কী কী  শিখবেন ?

মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ কিভাবে করতে হয় ?

আপনার যদি কম্পিউটার না থাকে বা কম্পিউটার চালাতে জানেন না কোনো চিন্তা ছাড়াই আপনার যদি স্মর্টফোন বা মোবাইল থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে যেকোনো ডাটা এন্ট্রির কাজ করতে পারেন । মোবাইল দিয়ে ডাটা এন্টির কাজ করে বিভিন্ন ফ্রিল্যান্সিং বা আউটসোসিং প্ল্যাটফর্ম্ থেকে খুব সহজেই টাকা আয় করতে পারেন । 


মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ করার জন্য কোন অ্যাপ বা টুলস ব্যবহার করবেন ?

Google Sheets :

  1.  মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বা টুলস হলো Google Sheets.
  2. যেকোনো ব্রাউজারে গিয়ে Google Sheet লিখে সার্চ্ করুন । 
  3. আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন লগইন করার পর আপনি এখন কাজ করতে পারবেন 

Microsoft Excel :

  1. আপনার মোবাইল থেকে Play Store গিয়ে Microsoft Excel লিখে সার্চ্ করুন । 
  2. সার্চ্ করার পর আপনার সামনে অনেক গুলো Microsoft Excel নামে অ্যাপ শো করবে এবং আপনার পছন্দ অনুযায়ী এটি ডাউনলোড করে নিন । 
  3. ডাউনলোড করার পর আপনি এখান থেকে খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন । 

Online Form or Microsoft Form :

  1. আপনার ব্রাউজারে গিয়ে Microsoft Form বা Online Form Sing Up করে নিন ।
  2. অনেক কোম্পানি তাদের ডাটা এন্ট্রির কাজের জন্য গুগল ফর্ম্ এ লিংক শেয়ার করে আপনি সেই লিংকে ক্লিক করে আপনার তথ্য পূরণ করে সাবমিট করে নিতে পারেন । 

 Google Drive :

  1. Google Drive এর মাধ্যমে ডাটা আপলোড বা শেয়ারিং এর মাধ্যমে অথবা ক্লাউড স্টোরেজের মাধ্যমে রেখে কাজ করতে পারেন । 

Microsoft Office App ব্যবহার :

  1. আপনার মোবাইলে Play Store গিয়ে Microsoft Office লিখে সার্চ্ করলে সেখান থেকে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে নিন । 
  2. Microsoft Office(MS Word,MS Excel, MS Access, PowerPoint) সব গুলো এই সফটওয়্যার থেকে কাজ করতে পারেন । 

Freelancing App ব্যবহার :

  1. Fiverr, UPwork, Freelancer মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি ক্লায়েন্টদের কাজ গুলো সরাসরি করতে পারেন ।   

বাংলা ও ইংরেজি কীবোর্ড্ ইনস্টল করুন :

  1. সহজ ভাবে বাংলা ও ইংরেজি টাইপ করার জন্য ভালো একটি অ্যাপ ব্যবহার করুন । 
  2. Gboard(Google Keyboard), Ridmik keyboard, Play Store থেকে ডাউনলোড করে নিন । 
  3. মোবাইলে টাইপিং স্পিড বাড়ানোর জন্য প্রতিদিন মোবাইলে টাইপ করা শিখুন । 


Post a Comment

0 Comments