- নগদ একাউন্ট খোলার নিয়ম ?
- নগদ থেকে টাকা কিভাবে পাঠাবেন ?
- নগদ থেকে Send Money করার নিয়ম ?
- নগদ থেকে Cash Out করার নিয়ম ?
- ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ?
- নগদ থেকে যেকোনো বিল পরিশোধ করুন ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে ফেরত আনবেন কিভাবে ?
- নগদে PIN(পিন)ভুলে গেলে কীভাবে ফেরত আনবেন ?
নগদ থেকে ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন ?
1. নগদ অ্যাপ লগইন করুন :
প্রথমে আপনার নগদ অ্যাপটি লগইন করে ওপেন করে নিন ।
2. ট্রান্সফার মানি ক্লিক করুন :
ট্রান্সফার মানিতে সিলেক্ট করে নিন ।
VISA DEBIT CARD ক্লিক করুন ।
3. Card Number বসান :
ভিসা ডেবিট কার্ড্ থেকে ১৬ ডিজিটের কোর্ড্ নাম্বারটি টাইপ করুন ।
4. টাকার পরিমাণ লিখুন :
আপনি কত টাকা পাঠাতে চান টাকার পরিমাণটি লিখুন ।সর্বনিম্ন ৫০ টাকা থেকৈ সর্বোচ্চ ২৫০০০ হাজার টাকা পাঠাতে পারবেন ।
5. PIN নাম্বার দিন :
সবকিছু ঠিক থাকলে আপনার নগদ পিন নাম্বারটি লিখুন ।
6. কনফার্মেশন SMS :
আপনার টাকাটি সফল ভাবে ব্যাংকে ট্রান্সফার হয়েছে কিনা এর জন্য একটি যদি সফল হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে ।
নগদ অ্যাপে ব্যাংক অ্যাড করার নিয়ম ?
নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর আগে আপনার নগত অ্যাপে ব্যাংক অ্যাড করে নিতে হবে ।
1. ট্রান্সফার মানি ক্লিক :
হোমপেজ থেকে ট্রান্সফার মানি অপশনে ক্লিক করুন ।
2. Bank Choice করুন :
এখানে দুইটি অপশন থাকবে VISA DEBIT CARD/Sonali Bank PLC
3. Sonali Bank PLC :
আপনার যদি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সোনালী ব্যাংকে ক্লিক করুন । ”ব্যাংক একাউন্ট অ্যাড করুন “ এই অপশনে ক্লিক করুন ।
4. ব্যাংক একাউন্ট নাম্বার ও নাম দিন :
এখানে আপনার ব্যাংক একাউন্ট এর নাম এবং ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করুণ । তারপর আপনার মোবাইল নাম্বার দিন (যদি চায়) । সবকিছু ঠিক থাকলে Submit/Confirm ক্লিক করুন ।
5. কনফার্মেশন SMS :
আপনার একাউন্টটি নগদে অ্যাড হয়েছে কিনা একটি কনফার্মেশন SMS পাবেন । হয়েছে কিনা এর জন্য আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!