ব্যাংক থেকে নগদে টাকা পাঠানো নিয়ম ?

নগদ একাউন্ট খুলুন||নগদ থেকে Send Money, Cash out করুন||নগদ টু ব্যাংক, ব্যাংক টু নগদ||যেকোনো বিল পরিশোধ করুন||ভুল নাম্বার থেকে টাকা ফেরত আনুন ।

  1. নগদ একাউন্ট খোলার নিয়ম ?
  2. নগদ থেকে টাকা কিভাবে পাঠাবেন ?
  3. নগদ থেকে Send Money করার নিয়ম ? 
  4. নগদ থেকে Cash Out করার নিয়ম ? 
  5. নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ? 
  6. নগদ থেকে যেকোনো বিল পরিশোধ করুন ?
  7. ভুল নাম্বারে টাকা পাঠালে ফেরত আনবেন কিভাবে ? 
  8. নগদে PIN(পিন)ভুলে গেলে কীভাবে ফেরত আনবেন ?

যেকোনো ব্যাংক থেকে নগদ একাউন্টে টাকা কিভাবে পাঠাবেন ? 

নগদ অ্যাপটি লগইন করুন :

প্রথমে আপনার নগদ অ্যাপটি লগইন করে ওপেন করুন । 

অ্যাড মানি (Add Money) ক্লিক করুন :

হোমমেনু থেকে অ্যাড মানি(Add Money) অপশনটি সিলেক্ট করুন । 

ব্যাংক টু নগদ ক্লিক :

ব্যাংক টু নগদ এই অপশনে ক্লিক করুন । 

ব্যাংক সিলেক্ট করুন :

আপনি যে ব্যাংক থেকে টাকা নগদে পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন । 

ধরুন আমি Janata Bank PLC সিলেক্ট করলাম । এখন এই ব্যাংকের একটি অ্যাপ আসবে সেটি ডাউনলোড করুন  এবং সেখানে আপনার সকল তথ্য গুলো দিয়ে অ্যাড করুন । 

নগদ একাউন্ট নাম্বার দিন :

আপনার ব্যাংকটি অ্যাড করার পর আপনার নগদ নাম্বারটি দিন । 

টাকার পরিমাণ লিখুন :

আপনি ব্যাংক থেকে নগদে কত টাকা পাঠাতে চান তার পরিমাণ লিখুন । 

সবকিছু ঠিক থাকলে কনফার্ম্ ক্লিক করুন । 


Post a Comment

0 Comments