- SEO কি ? Google Ranking কি ?
- আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ?
- আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ?
- Google Search Console কি এবং কেন প্রয়োজন ?
- Blogger ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম ?
- ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ?
- ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ?
Google Trends হলো Google এর একটি ফ্রি টুলস । Google Trends ব্যবহার করে আপনি জানতে পারবেন ভিজিটররা কোন বিষয়ে বা কোন কীওয়ার্ড্ সবচেয়ে বেশি সার্চ্ করছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন । কোন দেশে কি রকম সার্চ্ হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন ।
Google Trends পেজে যাওয়ার জন্য নিচে ছবিতে ক্লিক করুন
# Google Trends কিভাবে কাজ করবেন ?
1. Google Trends ওপেন করুন :
- আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে Google Trends লিখে সার্চ্ করুন অথবা নিচের দেওয়া এই লিংঙ্কে ক্লিক করুন ।
- Link : "Google Trends"
- এখানে আপনাকে নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না । এখানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়া ।
2. কীওয়ার্ড সার্চ করুন :
- উপরে একটি সার্চ্ বার আছে সেখানে আপনার পছন্দের কীওয়ার্ড্ লিখুন World Cup, নামাজের সময়সূচি ইত্যাদি । আপনি আপনার কীওয়ার্ড্ লিখে সার্চ্ করুন ।
- এখন আপনার সমনে অনেক গুলো কীওয়ার্ড্ সামনে শো করবে এবং সেখান থেকে দেখতে পারবেন কোন কীওয়ার্ড্ কত জনপ্রিয় সেটি দেখতে পারবেন ।
3. Filter নির্বাচন করুন :
- Country : বাংলাদেশ,ভারত, যুক্তরাস্ট্র,চীন, রাশিয়া ইত্যাদি দেশ নির্বাচন করুন ।
- Time Range : কখন কত সময়ে কীওয়ার্ড্ সার্চ্ হয়েছে সেটি দেখার জন্য সেট করুন যেমন : ১ ঘন্টা,৭ দিন, ১২ মাস,৫ বছর ইত্যাদি আপনার ইচ্ছা মতো দিতে পারেন ।
- Category : আপনি কোন ক্যাটাগরিতে দেখতে সেটি নির্বাচন করুন যেমন : হেলথ,টেকনোলজি,নিউজ,খেলাধুলা,ট্যাগ ইত্যাদি সিলেক্ট করুন ।
- Search Type : কীওয়ার্ড্ সার্চ্ করার আগে আপনি কোন কোথায় কাজ করবেন যেমন : ইউটিউবে,ওয়েবসাইটে,নিউজে,ছবিতে সেটি আপনাকে নির্বাচন করে দিতে হবে ।
- Web Search, YouTube Search, News Search, Image Search ।
4. Compare/তুলনা করা :
- Compare এর মাধ্যমে আপনি একাধিক কীওয়ার্ড্ তুলনা করতে পারবেন ।
- ধরুন আপনি সার্চ্ বারে ফেসবুক লিখে সার্চ্ করলেন এর পাশে থাকা Compare অপশনে ক্লিক করুন এখানে লিখুন YouTube ।
- আপনি চাইলে Compare এর মাধ্যমে অনেক গুলো সার্চ্ করতে পারবেন ।
- নিচে দেখতে পারবেন আপনার সামনে একটি চার্ট্ তৈরি করে দেওয়া হবে ।
5. ডেটা ডাউনলোড করুন :
- ডানপাশে থাকা একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন আপনার সার্চ্ করা ডাটা গুলোকে আপনার কম্পিউটার ফাইলে ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন ।
6. নিয়মিত ব্যবহার করুন :


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!