কপিরাইটিং কাজ কি ?

কপিরাইটিং কি || কপিরাইটিং কাজ কী || কপিরাইটিং জ্ঞান ও দক্ষতা গুলো কী কী || কপিরাইটিং শিখার উপায় || কপিরাইটিং মাসিক আয় কত || কোথায় শিখবেন কপিরাইটিং ||

  1. কপিরাইটিং কি ? কপিরাইটিং কাকে বলে ?
  2. একজন কপিরাইটিং  কি ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
  3. একজন কপিরাইটিং মাসিক আয় কত ?কোথায় শিখবেন কপিরাইটিং?কপিরাইটিং ক্যারিয়ার কেমন ? 
  4. কপিরাইটিং শিখার উপায় ? কোথায় শিখবেন কপিরাইটিং ? 

কপিরাইটিং কিভাবে করতে হয় ? একজন কপিরাইটিং এর কাজ কি ?

কাস্টমারদের চাহিদা অনুযায়ী লিখা :

  • বিভিন্ন কাস্টমার তাদের চাহিদা কি এবং তারা কি জানতে চাই সেই অনুযায়ী কপিরাইটিং করতে হবে
  • বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন সমস্যা থাকতে পারে এগুলো আপনাকে নিজ থেকে খুজে বের করতে হবে এবং সেই অনুযায়ী কপিরাইটিং করতে হবে
  • কাস্টমারদের কোন কোন বিষয়ের প্রতি আাগ্রহ বোধ করে সেই বিষয়ে কপিরাইটিং করতে হবে

কাস্টমারদের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করা :

  • মোবাইল, টিভি, রেডিও,সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট,পত্রিকা, বিলবোর্ড্, ফেসবুক অ্যাড গুগল অ্যাড বিজ্ঞাপন এর মতো লিখা তৈরি করা ।
  • যেমন “এখনই কিনুন”, ”আজই ডাউনলোড করুন”, ”সীমিত সময়ের জন্য”, ”আজই কিনুন”,”আজই অর্ডার করুন”, “50% ছাড়” ইত্যাদি
  • আপনার বিজ্ঞাপনে এই গুলো ব্যবহার করে কাস্টমারদের আকৃষ্ট করতে হবে যাতে তারা এগুলো কিনে এবং সেবা গ্রহণ করে ।

পণ্য বা সেবা গবেষণা করা :

  • আপনি যে পণ্য বা সেবা নিয়ে লিখবেন বা কপিরাইট করবেন সেই সম্পর্কে আপনাকে ভালো ভাবে জানতে হবে ।
  • প্রোফেশনাল কপিরাইটাররা কিভাবে বিভিন্ন পণ্য বা সেবা কপিরাইট করেছেন বা কিভাবে লিখেছেন সেই সম্পর্কে বিশ্লেষণ করুন ।

দর্শকদের মনোযোগ আকষর্ণ করা :

  • আপনাকে লিখাটি এমনভাবে সাজাতে হবে যাতে করে দর্শকরা থেমে আপনার লিখাটি পড়তে পারে । এজন্য তাদের মনোযোগ আকষর্ণ করা
  • আপনার পণ্য বা সেবা নামের পাশে এই লিখুগুলো যোগ করে দিন যাতে করে দর্শকরা আপনার লিখা গুলো মনোযোগ আকষর্ণ করতে পারে যেমন : এখনই কিনুন”, ”আজই ডাউনলোড করুন”, ”সীমিত সময়ের জন্য”, ”আজই কিনুন”,”আজই অর্ডার করুন”, “50% ছাড়” ইত্যাদি ।

পাঠকদের সমস্যা সমাধান তুলে ধরা :

  • আপনি এমন কিছু লিখা কপিরাইট করুন যেটা মানুষের সমস্যা সমাধান করতে পারে ।
  • আপনি যে পণ্য বা সেবা কথা লিখবেন সেটি কি কি সমস্যা সমাধান করবে তা সংক্ষেপে তুলে ধরুন ।

Post a Comment

0 Comments