কপিরাইটিং কি

কপিরাইটিং কি || কপিরাইটিং কাজ কী || কপিরাইটিং জ্ঞান ও দক্ষতা গুলো কী কী || কপিরাইটিং শিখার উপায় || কপিরাইটিং মাসিক আয় কত || কোথায় শিখবেন কপিরাইটিং ||
 
  1. কপিরাইটিং কাজ কী ?একজন কপিরাইটার কি ধরনের কাজ করে থাকেন ?
  2. একজন কপিরাইটিং  কি ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
  3. একজন কপিরাইটিং মাসিক আয় কত ?কোথায় শিখবেন কপিরাইটিং?কপিরাইটিং ক্যারিয়ার কেমন ? 
  4. কপিরাইটিং শিখার উপায় ? কোথায় শিখবেন কপিরাইটিং ? 

কপিরাইটিং কি ? কপিরাইটিং কাকে বলে ?

কপিরাইটিং(CopyWriting ) হলো লেখালেখির একটি কৌশল একজন কপিরাইটিং এর মূল উদ্দেশ্য হলো পাঠকদেরকে বিভিন্ন পণ্য, সেবা,বিক্রি বা প্রচারে পাঠকদের মনোযোগ আকষণ করা, তাদের আগ্রহ ধরে রাখাই হলো কপিরাইটিং   

একজন কপিরাইটার সাধারণত বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে, বিজ্ঞাপন সংস্থা, মাকেটিং,সংবাদপত্রে লেখার মাধ্যমে গ্রহকের দৃষ্টি আকষণ করানো ,যেমন : পণ্য কেনা, সাবস্ক্রাইব করা, ক্লিক করা, ফম পূরণ করা সাভিস নেওয়া ইত্যাদি কাজই হচ্ছে কপিরাইটটিং

কপিরাইটিং সম্পর্কে আরো সহজ ভাবে জানার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো :

1. আপনি কোনো মোবাইলে, টিভি বা কম্পিউটারে  অডিও, ভিডিও,সংবাদপত্রে,সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকেন এবং এই রকম কিছু লিখা দেখতে পারবেন । 

2.  ’’মাত্র ১০ দিনে ইংরেজি শিখতে চাইলে এখানে ক্লিক করুন’’, ‘’ হারবাল ১০০% কার্য্করী যা আপনাকে সুস্থ ও সতেজ রাখবে আজই অর্ডার করুন’’, ‘’অনলাইন  ফ্রি কোর্সটি করে  এক সপ্তাহের মধ্যে আয় করা শুরু করুন, শিখার জন্য এখানে ক্লিক করুন’’ এই পণ্যটি কিনলে 60% কমিশন পাবেন, আজই অর্ডার করুন এটি সীমিত সময়ের জন্য’’ এগুলোই হচ্ছে কপিরাইটিং ।

3. এগুলো বিভিন্ন বিজ্ঞাপনে দেখিয়ে মানুষদের আকর্ষণ করার জন্য এবং বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা কিনার জন্য বাধ্য করে এটাই হলো কপিরাইটিং । 

কপিরাইটিং কোথায় লিখে থাকেন ?

1. বিভিন্ন বিজ্ঞান সংস্থায়,রেডিও টেলিভিশন, সংবাদপত্রে মার্কেটিং, ওয়েবসাইটে, ইমেইল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেখিয়ে, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি লিখে প্রচার করা হয় ।

2. মোট কথা হলো পাঠকদের মনোযোগ আকর্ষণ করে বিভিন্ন পণ্য বা সেবা কিনার জন্য পাঠকদের বাধ্য করা, সাবস্ক্রাইবে ক্লিক করতে বাধ্য করা এগুলোই হচ্ছে কপিরাইটিং ।

Post a Comment

0 Comments