সিভি কিভাবে লিখবো ?

সিভি কি || সিভি লেখার নিয়ম || চাকরি জন্য সিভি কীভাবে তৈরি করবেন || ইমেইলে মাধ্যমে সিভি পাঠানোর নিয়ম || চাকরি জন্য কিভাবে সিভি পাঠাতে হয় ||

  1. সিভি(CV) কি ? একটি সিভিতে কি কি থাকা উচিত?
  2. চাকরি জন্য প্রোফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন?
  3. ইমেইল মাধ্যমে সিভি কিভাবে পাঠাতে হয় ?


সিভি লেখার সাধারণ নিয়মাবলী ?

  • চাকরি জন্য সিভি সাধারণত ২ পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করুন
  • স্পষ্ট ও সহজ সরল ভাষা ব্যবহার করার চেষ্টা করুন
  • Legal সাইজের পেইজ ব্যবহার করুন ১২-১৩ ফন্টের সাইজ বেছে নিন
  • বানান ও ব্যাকরণ দিকে খেয়াল রাখুন
  • Times New Roman এই ফন্টটি ব্যবহার করুন
  • প্রয়োজন পড়লে আপনার ছবি ব্যবহার করুন না হলে করার দরকার নাই
  • নিয়মিত সিভি আপডেট করা
  • নিয়োগকর্তার বোঝার সুবিধার জন্য বুলেট পয়েন্ট বা নাম্বারিং ব্যবহার করুন
  • অন্যের সিভি কপির করা থেকে বিরত থাকুন

 


 

Post a Comment

0 Comments