- নগদ একাউন্ট খোলার নিয়ম ?
- নগদ থেকে টাকা কিভাবে পাঠাবেন ?
- নগদ থেকে Send Money করার নিয়ম ?
- নগদ থেকে Cash Out করার নিয়ম ?
- নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে ফেরত আনবেন কিভাবে ?
- নগদে PIN(পিন)ভুলে গেলে কীভাবে ফেরত আনবেন ?
নগদ অ্যাপ থেকে কিভাবে বিল পরিশোধ করবেন ?
1. নগদ অ্যাপ লগইন করুন :
প্রথমে আপনার নগদ অ্যাপটি ডাউনলোড করে লগইন করে ওপেন করে নিন ।
2. Bill Pay সিলেক্ট করুন :
হোমমেনু থেকে পে-বিল (Bill Pay) অপশনটি সিলেক্ট করুন ।
3. বিল সিলেক্ট করুন :
আপনি কি ধরনের বিল পরিশোধ করবেন সেটি নির্বাচন করুন যেমন: Electricity Bill, Gas, Water, Interent, Govt Fees ইত্যাদি ।
4. বিল কোম্পানির নাম সিলেক্ট করুন :
ধরুন আমি বিদ্যুৎ বিল সিলেক্ট করলাম এখন নিচে অনেক গুলো কোম্পনির নাম আসবে । আমি যেটি ব্যবহার করি যেমন পল্লী বিদ্যুৎ (Palli Bidyut prepaid) অপশনে ক্লিক করুন । এখন আপনার মিটার নাম্বার ও বিল Amount বসিয়ে বিল পরিশোধ করুন ।
5. PIN দিন :
সবকিছু ঠিক থাকলে আপনার নগদ পিন নাম্বারটি দিয়ে কাজটি সম্পূর্ণ্য করুন ।
6. SMS এবং রসিদ :
আপনার বিলটি সফল হয়েছে কিনা এর জন্য আপনার মোবাইলে একটি SMS ও রসিদ পাবেন ।
নগদ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ?
1. নগদ অ্যাপ ওপেন করুন :
প্রথমে আপনার নগদ অ্যাপটি লগইন করে ওপেন করে নিন ।
2. পে-বিল সিলেক্ট করুন :
মেনু থেকে পে-বিল (Pay-Bill ) ক্লিক করুন ।
3. বিল সিলেক্ট করুন :
বিদ্যুৎ অপশনে ক্লিক করুন । Palli Bidyut Postpaid অপশনে ক্লিক করুন ।
4. হিসাব নাম্বার দিন :
আপনার বিদ্যুৎ বিলের হিসাব নাম্বারটি লিখুন । এটি আপনার বিলের উপরে হিসাব নাম্বার নামে লিখা থাকে ।
5. বিলের পরিমাণ :
বিলের পরিমাণটি লিখুন । ভবিষ্যত পেমেন্টের জন্য সংরক্ষন করুন অপশনে ঠিক চিহ্ন দিন । রেফারেন্স এর ঘরে আপনার নামটি লিখতে পারেন । পরবর্তীতে ক্লিক করুন ।
6. PIN দিন :
এখন আপনার টাকা পরিমাণটি এখানে শো করবে । এখন আপনার নগদ পিনটি বসান তারপর পরবর্তীতে ক্লিক করুন । ট্যাপ করে ধরে রাখুন ।
7. রসিদ সংগ্রহ করুন:
আপনার বিলটি সফল হয়েছে কিনা এর জন্য আপনার মোবাইলে একটি SMS ও রসিদ পাবেন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!