- ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
- সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
- YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
- ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
- ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
- ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ?
- Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ?
# ইউটিউব থেকে আয় করার সেরা ৫ টি উপায় ?
ইউটিউব থেকে আয় করা এখন খুবই সহজ । একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে আপনি খুব সহজে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবেন । আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ হাজার সাবস্ক্রাইবার এবং ১ বছরে ৪০০০ হাজার ঘন্টা পূরণ হলেই আপনার আয় শুরু হবে । ইউটিউব থেকে আয় করার সেরা উপায় গুলো নিচে দেওয়া হলো ।
(ক) Google AdSense (গুগল অডসেন্স)
(খ) Affiliate Marketing (অ্যাফিলিয়েট মার্কেটিং)
(গ) Sponsorship (স্পনসরশিপ)
(ঘ) YouTube Shorts Video(ছোট ভিডিও)
(ঙ) Selling courses or training (কোর্স বা প্রশিক্ষণ বিক্রি করা)
ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায় বিস্তারিত ভাবে দেওয়া হলো :
(ক) Google AdSense (গুগল অডসেন্স) থেকে আয় :
1. YouTube Channel ওপেন করুন :
- প্রথমে আপনি একটি প্রফেশনার ইউটিউব চ্যানেল তৈরি করুন ।
- ইউটিউব চ্যানেল থেকে আয় করার অন্যতম উৎস হলো "Google AdSense" থেকে আয় করা ।
- প্রফেশনার ইউটিউব চ্যানেল খোলার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন ।
- Link : ” মাত্র ২ মিনিট নতুন ইউটিউব চ্যানেল খুলুন ”
2. Google AdSense শর্ত পূরণ করুন :
- Google AdSense থেকে আয় করার জন্য আপনাকে ২ টি শর্ত পূরণ করতে হবে যেমন : আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে তারপর ১২ মাসে ৪০০০ হাজার ঘন্টা ওয়াজ টাইম থাকতে হবে ।
3. ব্যাংকে তথ্য গুলো যোগ করুন :
- আপনার চ্যানেলে উপরের শর্ত গুলো পূরণ হলে আপনি Google AdSense Account -এ গিয়ে আপনার ব্যাংকে তথ্য দিয়ে একটি Google AdSense অ্যাকাউন্ট খুলুন ।
4. Google AdSense থেকে আয়ের উৎস :
- ইউটিউবে Google AdSense থেকে আয় করার প্রধান উৎস হলো ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন অ্যাড করে আয় করা ।
- আপনার ভিডিওতে কিভাবে বিজ্ঞাপন অ্যাড করবেন এবং কিভাবে ভিডিও বিজ্ঞাপন দেখিয়ে আয় করবেন বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ।
- Link
: ” ইউটিউবে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার উপায় ”
(খ) Affiliate Marketing (অ্যাফিলিয়েট মার্কেটিং) থেকে আয় :
- প্রথমে আপনি একটি নিশ(Niche) নির্বাচন করুন যেমন : অনলাইন ইনকাম,টেক রিভিউ,হেলথটিপস,প্রযুক্তি, রান্না ইত্যাদি দিয়ে একটি নতুন চ্যানেল তৈরি করুন ।
- অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করার মূল ধাপ গুলো হলো (Amazon Assoicates,ClickBank,ShareAsale,Daraz Affiliate) ইত্যাদি ।
- এখান থেকে সাইন আপ করলে আপনি প্রতিটি পণ্যের Affiliate Link পাবেন সেই লিংকটি দিয়ে আপনি আয় শুরু করতে পারবেন ।
- আপনি যে পণ্যের লিংঙ্কটি সংগ্রহ করবেন সেই পণ্যের উপর ভিডিওটি বানাতে হবে । ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাফিলিয়েট পণ্যের লিংঙ্কটি যুক্ত করুন ।
- ভিডিওটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি থাকে সেখানে শেয়ার করুন যেমন : Facebook, Instagram,Twitter,WhatsApp,বিভিন্ন ব্লগার ওয়েবসাইটে শেয়ার করে আপনার আয় বাড়াতে পারবেন ।
- এমন ভাবে ভিডিও তৈরি করুন যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি দেখে পণ্যের লিংঙ্ক ক্লিক করে ।
- আপনি ভিডিওতে বলতে পারবেন এই পণ্যটি কিনলে আপনি এত Percent কমিশন পাবেন,পণ্যটির সুবিধা সম্পর্কে তুলে ধরুন এতে করে দর্শকরা আপনি পণ্যের লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত হবে ।
- আপনার ভিডিওতে যখন সেই পণ্যের লিঙ্ক যখন অ্যাড করবেন তখন কেউ যদি আপনার ভিডিওটি দেখে সেই পণ্যটি কিনার জন্য যখন আপনি পণ্যের লিঙ্কে ক্লিক করবে তখন আপনি এর থেকে কমিশন পাবেন ।
- ধরুন আপনি একটি মোবাইল ফোনের উপর ভিডিও তৈরি করলেন পণ্যটির মূল্য ২০০০০ হাজার টাকা এখন আপনি লিঙ্ক থেকে এই পণ্যটি যদি কেউ কিনে তাহলে আপনি 5% হারে পেতে পারেন অথবা তার বেশি ও হতে পারে ধরুন এতে করে আপনি ১০০০ হাজার টাকা ইনকাম করে ফেললেন । তবে এখানে কাজ করতে হলে আপনাকে অব্যশই ধৈর্য ধারণ করতে হবে ।
- YouTube থেকে Affiliate Marketing (অ্যাফিলিয়েট মার্কেটিং) করে কিভাবে আয় করবেন এবং কিভাবে সেটআপ করবেন বিস্তারিত জানতে নিচের এই লিঙ্কে ক্লিক করুন ।
- Link : ”YouTube থেকে Affiliate Marketing করে আয় করার উপায়”
YouTube Shorts Video থেকে আয় করা এখন খুবই সহজ । আপনি খুব সহজেই একটি ইউটিউব অ্যাকউন্ট খুলে ছোট ছোট Shorts Video তৈরি করে আপনি আয় করতে পারবেন । Shorts Video মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যা আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য খুবই উপকারী ।
1. আপনি YouTube Shorts Video থেকে কিভারে আয় করবেন ?
2. আপনার YouTube channel -এ কিভাবে Shorts Video সেট করবেন ?
3. মোবাইল ও কম্পিউটার দিয়ে কিভাবে Shorts Video তৈরি করবেন ?
4. YouTube -এ কিভাবে Shorts Video আপলোড করবেন ?
উপরের প্রতিটি প্রশ্ন গুলো উত্তর জানার জন্য নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!