- ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
- সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
- YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
- ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
- ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায় ?
- ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ?
- Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ?
# ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিভাবে করব ? মনিটাইজেশন পাওয়ার উপায় ?
ইউটিউব চ্যানেল থেকে আয় করার গুরুত্বপূণ্য মাধ্যম হলো আপনার ইউটিউব ভিডিওতে Google AdSense এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা ।আপনার ইউটিউব চ্যানেল থেকে আয় করার প্রধান রাস্তা হলো ইউটিউব মনিটাইজেশন পাওয়া । মনিটাইজেশন পাওয়ার পর পরই আপনার ইনকাম শুরু । তাই নিচের দেওয়া শর্ত্ গুলো পূরণ করলেই আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন ।
(ক) চ্যানেলে সাবস্ক্রাইবার থাকা :
- আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার একমাত্র উপায় হলো আপনার চ্যানেলে ১০০০ হাজার জন সাবস্ক্রাইবার থাকতে হবে ।
(খ) ওয়াচ টাইম থাকা :
- গত ১২ মাস বা ১ বছরের মধ্যে ৪০০০ হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে ।
(গ) “2- Step Verfication” সেটআপ করা :
- আপনার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত Google Account টিকে “2- Step Verfication” করে নিন ।
- সেটিংস করার জন্য আপনার Google Account –এ যান তারপর “Manage you google Account”এ ক্লিক করুন তারপর “Secruity” গিয়ে “2- Step Verfication” অপশনটি খুঁজে পাবেন । এটি ভেরিফাই করে নিন ।
(ঘ) মানসম্মত কন্টেন্ট ভিডিও তৈরি করা :
- নিয়মিত নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপলোড করুন ।
- কপিরাইট আইন মেনে চলুন ।কারো কন্টেন্ট কপি করবেন না ।
- ডুপ্লিকেট কন্টেন্ট আপনার মনিটাইজেশন পাওয়া বাধা হয়ে দাড়াতে পারে ।
- আপনার অডিও-ভিডিও এর কোয়ালিটি ভালো মানের হয় সেদিকে নিশ্চিত করুন । দর্শ্করা পরিষ্কার ভিডিও ও শব্দ পছন্দ করে ।
(ঙ) SEO(Search Engine Optimization) করুন :
Title(শিরোনাম) :
- কীওয়ার্ড্ রিসার্চ্ করে ভাবো একটি কিওয়ার্ড্ আপনার টাইটেল বা শিরোনামে বসান ।
Description(বিবরণ) :
- আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেটির সংক্ষিপ্ত বিবরণ লিখুন । আপনি চাইলে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংঙ্ক ব্যবহার করতে পারবেন ।
Tags(ট্যাগ) :
- আপনার কন্টেন্ট ভিডিওর উপর ভিত্তি করে বা ভিডিওর মিল রেখে ট্যাগ যুক্ত করুন ।
Thumbnail(থাম্বনেইল) :
- আপনার চ্যানেলকে আকর্ষণীয় করার জন্য আপনাকে অব্যশই একটি কাস্টম থাম্বনেইল ব্যবহার করতে হবে যাতে ভিজিটররা উৎসাহিত হয় এবং ক্লিক করে ।
- থাম্বনেইল, টাইটেল ও ডিসক্রিপমন ভালোভাবে ব্যবহার করুন ।
(চ) সোশ্যাল মিডিয়া লিংঙ্ক ব্যবহার করুন :
- আপনার চ্যানেলে ভিজিটর বাড়ানোর জন্য আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিংঙ্ক ব্যবহার করতে পারবেন ।
- আপনার চ্যানেলে ভিডিওর লিংঙ্ক গুলো Facebook,Instagram,Twitter,TikTok ইত্যাদি ভিডিও লিংঙ্ক গুলো শেয়ার করুন ।
(ছ) ইউটিউব Analytics ব্যবহার করুন :
- YouTube Analytics –এ গিয়ে আপনার কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভিজিটর আসছে সেই অনুযায়ী কন্টেন্ট ভিডিও তৈরি করুন ।
(জ) YouTube Shorts ভিডিও তৈরি করুন :
- ভিজিটরদের পছন্দ অনুযায়ী ১৫-৪০ সেকেন্ডে Shorts ভিডিও তৈরি করুন ।
- আপনার shorts ভিডিও যদি একবার ভাইরাল হয় তাহলে আপনার সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম দুটোই বৃদ্ধি পাবে ।
(ঝ) দর্শকদের আকৃষ্ট করুন :
0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!