Payoneer Account খোলার নিয়ম

 

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
  2. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  3. YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
  4. মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
  5. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  6. ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
  7. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  8. ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 
# Payoneer Account কি ? 

Payoneer Account হলো একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে আপনি বিশ্বে বিভিন্ন দেশে অনলাইন পেমেন্ট গ্রহণ ও টাকা ট্রান্সফার করতে পারবেন । Payoneer Account খুলে আপনি যেকোনো আউটসোসিং, সোশ্যাল প্ল্যাটফর্ম  থেকে টাকা তুলতে পারবেন যেমন : Fiverr, Upwork, Freelancer, Clickbank, Amazon Affiliate, Facebook, Google AdSense ইত্যাদি যেকোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই  Payoneer Account ব্যবহার করে টাকা তুলতে ও পাঠাতে পারবেন । 

# Payoneer Account খোলার নিয়ম ? 

বর্তমানে Payoneer Account খোলা খুবই সহজ । Payoneer Account একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যারা ডলার এর মাধ্যমে লেনদেন করেন তাদের জন্য এটি খুবই উপকারী । আপনি মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই Payoneer Account খুলতে পারবেন । কিভাবে সঠিক ভাবে Payoneer Account খুলবেন তার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো । 

1. Payoneer সাইটে যান :

  • আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে "Payoneer.com" লিখে সার্চ করুন আপনাকে  Payoneer সাইটে নিয়ে আসবে । 
  • আপনি চাইলে নিচে থাকা লিঙ্কে ক্লিক করেও এই সাইটে আসতে পারবেন অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 

Link : www.payoneer.com অথবা নিচের ছবিতে ক্লিক করুন ।
YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।



2. Payoneer Account ধরণ নির্বাচন করুন :

  • উপরে আপনার অ্যাকাউন্ট খুলুন এই বাটনে ক্লিক করার সাথে  সাথে নিচে এই রকম একটি EnterPress আসবে সেখান থেকে আপনি যে কাজটি করেন সেটি সিলেক্ট করুন ।
  • এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করুন ।কোনটির কি কাজ বিস্তারি নিচে দেওয়া হলো । 


YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।


ফ্রীল্যান্সার অথবা অনলাইন পেশাজীবি :
যারা (Freelancer, Fiverr, Upwork, Gure,) ইত্যাদি সাইটে কাজ করে তাদের জন্য  এই অ্যাকাউন্টটি খুলতে হবে ।এই মাধ্যমে আপনি খুব সহজেই ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন । 
তথ্য প্রযুক্তি পরামর্শক অথবা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান :
এটি বিভিন্ন কোম্পনি বা এজেন্সিরদের জন্য যারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট রিসিভ করার জন্য এটি খুবই সুবিধা জনক । 
ই-কমার্স অথবা বিজনেস টু বিজনেস বিক্রেতা :
এটি তাদেন জন্য যারা অনলাইনে পণ্য বিক্রয় বা হোলসেল করে এবং পেমেন্ট রিসিভ করে এটি তাদের জন্যে । Amazon,Shopify ইত্যাদি মার্কেটপ্লেস থেকে পেমেন্ট রিসিভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 
অ্যাফিলিয়েট মার্কেটারস :
আপনি যদি Blogger WebSite, YouTube, Digital Marketer , Affiliate Marketing Clickbank,Amazon Affiliate,Facebook,Google AdSense)  থেকে টাকা তোলার জন্য এটি ব্যবহার করুন । এখানে Payoneer এর মাধ্যমে টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন।
অন্যান্য ব্যবসা :
উপরের সাইট গুলো ছাড়া আপনি যদি অন্য েকোনো সাইটে কাজ করে তাহলে এটি বেচে নিতে পারেন । 

3. Payoneer অ্যাকাউন্ট তৈরি করুন :

ব্যক্তিগত তথ্য দিন :

  • Full Name : আপনার NID Card অনুযায়ী আপনার  পুরো নামটি দিন । 
  • Email Address : আপনার একটি  সচল Email Address ব্যবহার করুন । 
  • Date of Birth & Gender :  আপনার NID Card অনুযায়ী আপনার জন্ম তারিখ ও আপনার লিঙ্গ সেট করুন । 
  • Country :  Bangladesh 
  • Street Address :  আপনার বাসার ঠিকানাটি দিন । 
  • City : আপনার শহরের নাম দিন । 
  • Postal Code : আপনার পোস্টাল কোর্ডটি দিন । 
  • Phone Number : আপনার ১১ ডিজিটের একটি সচল মোবাইল নাম্বার দিন । 
  • OPT কোর্ড ভেরিফাই করুন : আপনার মোবাইলে একটি OPT কোর্ড পাঠাবে সেটি দিয়ে  অ্যাকাউন্ট ভেরিফাই করুন । 

4. লগইন Information সেট করুন :

  • Username : আপনার ইমেেইলটি দিন । 
  • Password : ৮ অক্ষরের একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন । 
  • Security Question & Answer : Payoneer আপনাকে কিছু প্রশ্ন দিবে সেই প্রশ্নে উত্তর দিন । আপনি যদি কখনো Password ভুলে যান তাহলে এটি আপনাকে সাহয্য করবে । 

5. ব্যাংকের তথ্য যোগ করুন :

  • ব্যাংক সিলেক্ট করুন : আপনি যে ব্যাংক থেকে টাকা তুলবেন অথবা আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি এখানে যোগ করুন । 
  • Bank Name : আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের নাম দিন । 
  • Account Name : আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম এবং Payoneer অ্যাকাউন্ট নামের সাথে মিল থাকতে হবে । 
  • Account Number : ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সেট করুন । 
  • Branch Name : আপনার ব্যাংক এর শাখা সেট করুন । 
  • Routing Number : এটি ব্যাংক থেকে সংগ্রহ করুন । 

6. Identity Verification করুন :

  • আপনার জাতীয় পরিচয়পত্র NID,পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স , লাইভ সেলফি তুলেও ভেরিফাই করতে হতে পারে । 

Submit করুন :

  • সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন । 
  • সাবমিট করার পর Payoneer আপনার অ্যাকাউন্ট ও ব্যাংকে তথ্য যাচাই করে আপনাকে একটি ইমেইল পাঠাবে ।Your Payoneer Account Has been Approved  

# Payoneer থেকে টাকা ব্যাংকে ট্রান্সফার করার নিয়ম ? 

Payoneer থেকে বাংলাদেশ ব্যাংক টাকা ট্রান্সফার করা এখন খুবই সহজ । Fiverr, Upwork, Freelancer, Clickbank, Amazon Affiliate, Facebook, Google AdSense Payoneer মাধ্যমে পেমেন্ট রিসিভ করে আপনি সেটি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন ।নিচে ধাপ গুলো ফলো করুন ।  

ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন :

  • উপরের নিয়ম অনুযায়ী Payoneer -এ একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন । 

Withdraw অপশন নির্বাচন করুন :

  • Payoneer Dashboard থেকে Withdraw অপশনটি খুজেঁ নিন । তারপর "To Bank Account'' এখন আপনি এখান থেকে টাকা আপনার নিজের ব্যাংকে টাকা পাঠাতে পারবেন । 

টাকা তোলার পরিমাণ লিখুন :

  • আপনি কত টাকা তুলবেন যেমন (USD/EUR/GBP) ইত্যাদি থেকে বাংলাদেশী টাকায কনভার্ট করতে পারবেন । আপনার পরিমাণটি লিখুন । 
  • Payoneer এখন সেটি বাংলাদেশী টাকায় রূপান্তর করে দিবে । 
  • সবকিছু ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করুন । 
  • ১-২ দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা চলে আসবে । 







 



Post a Comment

0 Comments