- ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
- সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
- YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
- ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
- ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
- ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায় ?
- ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ?
# Payoneer Account কি ?
- আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে "Payoneer.com" লিখে সার্চ করুন আপনাকে Payoneer সাইটে নিয়ে আসবে ।
- আপনি চাইলে নিচে থাকা লিঙ্কে ক্লিক করেও এই সাইটে আসতে পারবেন অথবা নিচের ছবিতে ক্লিক করুন ।
- উপরে আপনার অ্যাকাউন্ট খুলুন এই বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে এই রকম একটি EnterPress আসবে সেখান থেকে আপনি যে কাজটি করেন সেটি সিলেক্ট করুন ।
- এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করুন ।কোনটির কি কাজ বিস্তারি নিচে দেওয়া হলো ।
- Full Name : আপনার NID Card অনুযায়ী আপনার পুরো নামটি দিন ।
- Email Address : আপনার একটি সচল Email Address ব্যবহার করুন ।
- Date of Birth & Gender : আপনার NID Card অনুযায়ী আপনার জন্ম তারিখ ও আপনার লিঙ্গ সেট করুন ।
- Country : Bangladesh
- Street Address : আপনার বাসার ঠিকানাটি দিন ।
- City : আপনার শহরের নাম দিন ।
- Postal Code : আপনার পোস্টাল কোর্ডটি দিন ।
- Phone Number : আপনার ১১ ডিজিটের একটি সচল মোবাইল নাম্বার দিন ।
- OPT কোর্ড ভেরিফাই করুন : আপনার মোবাইলে একটি OPT কোর্ড পাঠাবে সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন ।
- Username : আপনার ইমেেইলটি দিন ।
- Password : ৮ অক্ষরের একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন ।
- Security Question & Answer : Payoneer আপনাকে কিছু প্রশ্ন দিবে সেই প্রশ্নে উত্তর দিন । আপনি যদি কখনো Password ভুলে যান তাহলে এটি আপনাকে সাহয্য করবে ।
- ব্যাংক সিলেক্ট করুন : আপনি যে ব্যাংক থেকে টাকা তুলবেন অথবা আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি এখানে যোগ করুন ।
- Bank Name : আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের নাম দিন ।
- Account Name : আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম এবং Payoneer অ্যাকাউন্ট নামের সাথে মিল থাকতে হবে ।
- Account Number : ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সেট করুন ।
- Branch Name : আপনার ব্যাংক এর শাখা সেট করুন ।
- Routing Number : এটি ব্যাংক থেকে সংগ্রহ করুন ।
- আপনার জাতীয় পরিচয়পত্র NID,পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স , লাইভ সেলফি তুলেও ভেরিফাই করতে হতে পারে ।
- সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন ।
- সাবমিট করার পর Payoneer আপনার অ্যাকাউন্ট ও ব্যাংকে তথ্য যাচাই করে আপনাকে একটি ইমেইল পাঠাবে ।Your Payoneer Account Has been Approved
Payoneer থেকে বাংলাদেশ ব্যাংক টাকা ট্রান্সফার করা এখন খুবই সহজ । Fiverr, Upwork, Freelancer, Clickbank, Amazon Affiliate, Facebook, Google AdSense Payoneer মাধ্যমে পেমেন্ট রিসিভ করে আপনি সেটি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন ।নিচে ধাপ গুলো ফলো করুন ।
ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন :
- উপরের নিয়ম অনুযায়ী Payoneer -এ একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন ।
Withdraw অপশন নির্বাচন করুন :



0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!