ইউটিউবে Affiliate Marketing থেকে আয় করার উপায়

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
  2. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  3. YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
  4. মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
  5. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  6. ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
  7. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  8. Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ? 

# ইউটিউবে  Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 

ইউটিউবে আপনার ভিডিও আপলোড করে ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন কোম্পানির পণ্যের লিঙ্ক ব্যবহার করে খুব সহজেই টাকা আয় করতে পারবেন । পণ্যের লিঙ্ক সংগ্রহ করার জন্য আপনি এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো ব্যবহার করতে পারবেন যেমন : Daraz Affiliate(Bangladesh),ClickBank,Amazon Associates, ShareASale ইত্যাদি । যখন কোনো ভিজিটর আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই পণ্যে লিঙ্কে ক্লিক করে পণ্যটি কিনবে তখন আপনি কমিশন পাবেন ।

আপনার ইউটিউব চ্যানেলে Affiliate Marketing করে কিভাবে আয় করবেন নিচে বিস্তারিত দেওয়া হলো : 

(ক). YouTube Channel খুলুন :

  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য প্রথমে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে । 
  • যদি না থাকে তাহলে আপনার Google Account দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলুন ।
  • সঠিক ভাবে YouTube Channel কিভাবে খুলবেন জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন । 
  • Link: ''প্রফেশনাল YouTube Channel খোলার উপায়''

(খ). নিশ(Niche) নির্বাচন করুন :

  • আপনি ইউটিউব চ্যানেলে কোন বিষয় গুলো তুলে ধরবেন সেই অনুযায়ী নিশ (Niche) নাম নির্বাচন করুন যেমন : অনলাইন ইনকাম,টেক রিভিউ,হেলথটিপস,প্রযুক্তি, রান্না ইত্যাদি দিয়ে একটি নতুন চ্যানেল তৈরি করুন । 
  • "About" সেকশনে আপনার চ্যানেল এর বিবরণ তুলে ধরুন । 

(গ). Affiliate Marketing নির্বাচন করুন :

  • নিচে যেকোনো একটি প্ল্যাটফর্ম্ বেচে নিন এবং কাজ শুরু করুন । 
  • এখানে প্রতিটি Program -এ লিঙ্ক দেওয়া আছে । আপনি এখান থেকে বিভিন্ন পণ্যের লিঙ্ক সংগ্রহ করে ভিডিও তৈরি করুন এবং Description Box -এ পণ্যের লিঙ্ক অ্যাড করে আয় শুরু করুন । 


(ঘ). পণ্যের লিঙ্ক সংগ্রহ করুন :

  • উপরের যেকোনো একটি Program সিলেক্ট করুন এবং Sing Up করুন ।
  • এখান থেকে আপনি বিভিন্ন পণ্যের লিঙ্ক পাবেন সেই লিঙ্ক অনুযায়ী আপনি ভিডিও তৈরি করুন এবং আপনার ভিডিও Description গিয়ে পণ্যের লিঙ্কটি এ্যাড করুন । 

(ঙ). ভিডিও তৈরি করুন :

  • পণ্যের লিঙ্ক সংগ্রহ করে সেই পণ্যের উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করুন । 
  • ভিডিওতে পণ্যের ব্যবহার, পণ্যের সুবিধা,দাম,গুণাগুণ েইত্যাদি সম্পর্কে ভিডিওতে তুলে ধরুন । 

(চ). সোশ্যাল মিডিয়া শেয়ার করুন :

  • আপনার পণ্যের ভিডিওটি ও পণ্যের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ।
  • Facebook Instagram, WhatsApp, Twitter  ইত্যাদি সোশ্যাল মিডিয়া পণ্যের লিঙ্ক শেয়ার করুন । 

(ছ). দর্শকদের লিঙ্কে ক্লিক করতে আকৃষ্ট করুন :

  • দর্শকদের বা ভিজিটরদের আকৃ্ষ্ট করার জন্য আপনার ভিডিওতে বলুন । 
  • ”পণ্যটি কিনতে ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করুন” 
  • ”এই পণ্যটি কিনলে ৫০% ডিসকাউন্ট পাবেন আর মাত্র ৫ দিন বাকি”
  • ”পণ্যটি আজকে কিনলে ৪০% ছাড় পাবেন”
  • এই রকম শব্দ গুলো উল্লেখ করুন যাতে করে একজন গ্রাহক খুব সহজেই সেই পণ্যটি কিনে নিতে পারে । 

(জ). কমিশন আয় হচ্ছে কিনা দেখুন :

  • আপনি যদি বিভিন্ন Affiliate মার্কেটপ্লেসে কাজ করে থাকেন যেমন : Amazon, Daraz,ClickBank ইত্যাদি সেখানে গিয়ে Dashboard -এ গিয়ে আপনি কত টাকা কমিশন অর্জন করেছেন সেটি সেখান থেকে দেখতে পারবেন । 
  • Earnings অথবা Commission নামে অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনার আয় কত হয়েছে সেটি দেখতে পারবেন । 
  • আপনি এখন থেকে আপনার লিঙ্কে কতজন ক্লিক করেছে এবং কতজন আপনার লিঙ্ক থেকে পণ্য কিনেছে আর কত টাকা কমিশন জমা হয়েছে সব গুলো বিস্তারিত ভাবে দেখতে পারবেন ।  

# Affiliate Marketing পেমেন্ট সেটআপ এবং টাকা কিভাবে তুলবেন বিস্তারিত জেনে নিন ?  

Affiliate marketing থেকে আয় করার জন্য নিচে কয়েকটি Affiliate মার্কেটপ্লেসে লিঙ্কসহ নিচে  দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে খুব সহজেই এই মার্কেটপ্লেস গুলো সাইন আপ কাজ করতে পারবেন । নিচে  থাকা এই কাজ গুলো সম্পর্কে আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন । 
  1. Affiliate Marketing বিভিন্ন সাইট কিভাবে সাইন আপ করবেন । 
  2. Affiliate Marketing বিভিন্ন সাইটে পেমেন্ট সেটআপ কিভাবে করবেন । 
  3. ব্যাংক, নগদ, বিকাশ, Payoneer কিভাবে সেটআপ করবেন । 
  4. এই মার্কেটপ্লেস গুলো থেকে কিভাবে টাকা তুলবেন । 
Affiliate Marketing Program গুলো হলো । 

1. Daraz Affiliate (Bangladesh)

Daraz Affiliate মার্কেটিং করে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন । এই সাইট থেকে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করে আপনি বেশি টাকা আয় করতে পারবেন যেমন: ব্লগার ওয়েবসাইট,ফেসবুক,ইউটিউব,টুইটার,ইন্সটাগ্রাম,ইত্যাদি শেয়ার করে আপনি টাকা আয় করতে পারবেন । 

(ক). Daraz Affiliate সাইন আপ করুন :

  • Daraz Affiliate পেজটি ওপেন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা নিচে Daraz Affiliate ছবিটিতে ক্লিক করুন । 
  • "Sing Up" বাটনে ক্লিক করুন । তারপর Daraz রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন । 
  • Link :Daraz Affiliate Program ওপেন করার ‍নিয়ম



(খ). Daraz রেজিস্ট্রশন ফর্ম পূরণ করুন :

  • Full Name : আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার পুরো নামটি বসান । 
  • Email Address : আপনার একটি সচল ইমেইল ঠিকানা দিন । 
  • Password : ৬ ডিজিটের একটি ্শক্ত পাসওয়ার্ড দিন । 
  • Phone Number : আপনার একটি সচল মোবাইল নাম্বার দিন । 
  • Channel Link : YouTube,Facebook,Blogger Website,যেটিতে কাজ করবেন সেই চ্যানেলে লিঙ্কটি বসান । 
  •  Code Verfication : ৬ ডিজিটের একটি এসএমএস আসবে সেটি বসিয়ে আপনার ফর্মটি ভেরিফাই করে নিন । 

(গ). Submit করুন :

  • সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন । 

(ঘ). ইমেইল ভেরিফাই করুন :

  • Daraz আপনার আবেদনটি পর্যালোচনা করে আপনাকে  একটি Email Verification আসবে । 
  • আপনার ইমেইল ইনবক্সে গিয়ে Verify Email বাটনে ক্লিক করে সেটি ভেরিফাই করে নিন । 

(ঙ). Daraz পেমেন্ট সেটআপ করুন :
আপনি নিচে থাকা পেমেন্ট সেটআপ ব্যবহার করে যেকোনো Program -এ একই নিয়মে সেট করতে পারবেন যেমন :  Daraz Affiliate(Bangladesh), ClickBank, Amazon Associates, ShareASale ইত্যাদি একই  নিয়মে সেট করতে পারবেন । নিচে যেকোনো একটি  Progam -এ পেমেন্ট সেটআপ করে দেখিয়েছি । এই নিয়ম ফলো করলে আপনি যেকোনো Program -এ পেমেন্ট সেটআপ করতে পারবেন । 

Daraz অ্যাকাউন্ট Login করুন :

  • আপনার Email and Password দিয়ে Login করে নিন । 

Payment অপশনটি সিলেক্ট করুন :

  • Dashboard থেকে আপনার Profile অথবা Account অপশনটি খুজেঁ বের করুন । 
  • Payment Information/Payment Setting অপশনে যান । 
  • আপনি এখানে ২ ভাবে পেমেন্ট সেটআপ করতে পারবেন যেমন : ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ, নগদ এর মাধ্যমে পেমেন্ট সেটআপ করতে পারবেন । 

(চ). Bank ফর্ম পূরণ করুন :

  • Payment Information/Payment Setting গিয়ে Bank Details অংশে ক্লিক করুন । 
  • Bank Name : আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংকের নাম দিন । 
  • Branch Name :  আপনি কোন শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেটি সেই শাখার নাম দিন । 
  • Account Holder Name :  আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম দিন । 
  • Account Number :  আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম্বারটি দিন । 
  • SWIFT Code :  আন্তর্জাতিক এক ব্যাংকে কোড থাকে সেটি আপনাকে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে । 

Mobile/Email যোগ করুন :

  • যোগাযোগের জন্য আপনি আপনার  মোবাইল ও ইমেইজ ঠিকানাটি যোগ করে দিন । 

Save/Submit ক্লিক করুন :

  • সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন । 

তথ্য যাচাই করুন :

  • ব্যাংক ফর্ম সাবমিট করার পর Daraz আপনার দেওয়া ব্যাংকের সকল তথ্য যাচাই করে এবং সবকিছু ঠিক থাকলে Daraz আপনার ব্যাংক অ্যাকাউন্টটি Approved দেখাবে । 

সর্বনিম্ন পেমেন্ট উত্তোলন :

  • আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে তার বেশি টাকা উত্তোলন করতে পারবেন । 
  • প্রতি মাসের শেষের দিকে আপনার পেমেন্ট যোগ হয় ।


# বিকাশ ও নগদ সেটআপ করার নিয়ম ?
Payment Method নির্বাচন করুন :

  • Account Setting -এ যান । তারপর Payment Method ক্লিক করুন । এখান থেকে আপনার বিকাশ ও নগদ যেটি সেট করতে চান সেটি সিলেক্ট করুন । ধরুন আমি বিকাশ সিলেক্ট করলাম । 

বিকাশ সেটআপ করুন :

  • Payment Method থেকে বিকাশ নির্বাচন করুন । 
  • আপনার পার্সোনাল bKash Account Number টি দিন । 
  • আপনার বিকাশ নাম্বারটি Personal নাকি Agent সেটি সিলেক্ট করুন । 
  • আপনার বিকাশ অ্যাপে একটি (OPT) কোর্ড আসবে সেটি দিয়ে বিকাশ ভেরিফাই করে নিন । 
  • সবকিছু ঠিক থাকলে Save অপশনে ক্লিক করুন । 
  • Daraz এখন আপনার তথ্য গুলো যাচাই করে সবকিছু ঠিক থাকলে Payment Method Verfied দেখাবে । 
  • এখন আপনার কমিশন গুলো বিকাশ ও নগদ অ্যাকাউন্টে জমা হবে । 

2. ClickBank. 

ClickBank সাইন আপ করুন :
  • ClickBank পেজ এর উপরে লগইন অপশনে ক্লিক করুন । 
  • Create an Account অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন । 
  • ClickBank -এ যাওয়ার জন্য নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 
  • Link : ”ClickBank পেজ ওপেন করুন”



3. Amazon Associates.


Amazon Associates সাইন আপ করুন :

  • Amazon Associates "Sign up" করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 


4. ShareASale.

ShareASale সাইন আপ করুন :
  • ShareASale "Sign up" করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 

  • ClickBank/Amazon Associates/ShareASale টাকা তোলার জন্য বাংলাদেশী পেমেন্ট সাপোর্ট করে না । 
  • এই ৩ টি সাইট থেকে পেমেন্ট তুলতে হলে আপনাকে Payoneer বা Wise ব্যবহার করে টাকা তুলতে হবে ।  
  • Payoneer & Wise ব্যবহার করে কিভাবে টাকা তুলবেন তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো । 

ClickBank/Amazon Associates/ShareASale পেমেন্ট সেটআপ করার নিয়ম ? 

  • ClickBank/Amazon Associates/ShareASale এই ৩টি সাইট থেকে আপনি একই নিয়ম ব্যবহার করে পেমেন্ট সেটআপ করতে পারবেন । 
  • প্রথমে উপরের যেকোনো একটি সাইটে যান । 
  • Account Settings > Payment information > Payment Method > Direct Deposit  সিলেক্ট করুন ।। 

Payoneer তথ্য গুলো দিন : 
Bank name : 
Account Type : 
Routing Number : 
Account Number : 
Country : 

  • এই তথ্য গুলো কোথায় পাবেন । এই তথ্য গুলো পাওয়ার জন্য আপনাকে একটি Payoneer Account তৈরি করতে হবে ।
  • সবকিছু ঠিক ভাবে পূরণ হলো “Sav Changes " ক্লিক করুন । 

Payoneer Account খোলার নিয়ম ?

1. Payoneer সাইটে যান :

  • আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে "Payoneer.com" লিখে সার্চ করুন আপনাকে  Payoneer সাইটে নিয়ে আসবে । 
  • আপনি চাইলে নিচে থাকা লিঙ্কে ক্লিক করেও এই সাইটে আসতে পারবেন অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 

Link : www.payoneer.com অথবা নিচের ছবিতে ক্লিক করুন । 






Post a Comment

0 Comments