Ms Excel Home Tab সকল অপশনের কাজ শিখার উপায় ?

# MS Excel "Home Tab" Tutorial -নতুনদের জন্য সম্পূর্ণ গাইড ?

(ক). Clipboard Group 

1. Cut : 

  • Shortcut Key "Ctrl+X" যেকোনো শব্দ বা লিখাকে কেটে অন্য জায়গায়  পেস্ট করে ঐ লিখাকে হস্তান্তর করাকে  Cut বলা হয় । 

2. Copy

  • Shortcut Key "Ctrl+C" একটি শব্দ বা লিখাকে একাধিক কপি করার জন্য এটি ব্যবহার করা হয় । প্রথমে যে লিখাটি কপি করবো সেটি আগে সিলেক্ট করে নিন তারপর যে জায়গায় লিখাটি রাখতে চান সেখানে কারছার নিয়ে গিয়ে Paste বাটন চাপুন । 

3. Paste : 

  • Shortcut Key "Ctrl+V"  Cut ও Copy করা যেকোনো শব্দকে অন্য জায়গায় পেস্ট করতে চাইলে এই অপশনে ক্লিক করুন অথবা "Ctrl+V" Press করুন ।  

4. Format Printer : 

  • এই অপশনকে অনেকেই ম্যাজিকও বলা হয় । ধরুন আপনি একটি লিখা বা শব্দকে ফরম্যাট বা ডিজাইন করেছেন এখন সেই ডিজাইনটি অন্য লিখাতে দেওয়ার জন্য Format Printer ব্যবহার করা হয় । 
  • এটি ব্যবহার করার জন্য প্রথমে যে লিখাটি ফরম্যাট করা হয়েছে সেটি সিলেক্ট করুন তারপর Format Printer -এ ক্লিক করুন । এখন আপনি যেকোনো লিখায় গিয়ে টান দিন দেখা যাবে সেটি ঐ ডিজাইন এর মতো হয়ে গেছে । 


(খ). Font Group & Settings : 


1. Font Change :

  • যেকোনো ফন্ট পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এখানে বিভিন্ন দেশের ভাষার ফন্ট খুজেঁ পাবেন আপনি নিজের ইচ্ছা মতো ফন্ট পরিবর্তন করতে পারবেন । 

2. Font Size :

  • যেকোনো ফন্ট এর সাইজ ছোট থেকে  বড় বা বড় থেকে ছোট করার জন্য এই Font Size ব্যবহার করা হয় । 

3. Blod :

  • Blog এর Shortcut Key হলো  "Ctrl+B" যেকোনো শব্দ বা লিখাকে গাডোঁ  বা ফন্ট এর আকাঁর বড় করার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Italic :

  • Italic এর Shortcut Key হলো "Ctrl+I" যেকোনো লিখা বা শব্দকে একটু বাকাঁ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Underline :

  • Shortcut Key "Ctrl+U" যেকোনো লিখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি চাইলে ফন্ট সেটিংস থেকে  Underline Color দিতে চাইলে দিতে পারেন । 

6. Bottom Border :



  • No Border : বর্ডার দেওয়া থাকলে সেটি তুলে ফেলার জন্য No Border ক্লিক করতে হয় । 
  • All Border : যেকোনো সেল সিলেক্ট করে All Border -এ ক্লিক করলে সেটি বর্ডার হয়ে যাবে । 
  • Outside Borders :  সিলেক্টকৃত যেকোনো সেল,রো বা কলাম এর বাইরে বর্ডার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Draw Border : পেন এর মতো আপনি যে রকম চান সেই রকম ভাবে বর্ডার তৈরি করতে পারবেন । 
  • Erase Border : যেকোনো বর্ডার মুছার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Line Color : যেকোনো বর্ডার এর লাইন কালার করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • Line Style : যেকোনো বর্ডার এর লাইন Style করার জন্য এটি ব্যবহার করা হয় ।  

7. Fill Color :

  • যেকোনো রো বা কলাম এর কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

8. Font Color :

  • যেকোনো ফন্ট এর কালার দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় । 

9. Increase Font Size :

  • যেকোনো ফন্ট এর সাইজ বড় করার জন্য Increase Font Size ব্যবহার করা হয় । 

10. Decrease Font Size :

  • বড় ফন্ট এর সাইজ ছোট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(গ). Alignment Group & Settings :


1. Top Align/Middle Align/Bottom Align :

  • একটি সেল এর ভিতর লিখাকে উপরে ,নিচে, মাঝখানে সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Align Text Left/Center/Align Text Right :

  • যেকোনো টেক্সকে বামে,ডানে এবং মাঝখানে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।  

3. Horizontal : 

  • এটির মাধ্যমে আপনার যেকোনো টেক্সকে Horizontal ভাবে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Vertical :

  • যেকোনো লিখাকে লম্বালম্বি ভাবে দেওয়ার জন্য মানে যেকোনো টেক্সকে Vertical ভাবে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

5. Text Direction :

  • এটির মাধ্যমে আপনার সিলেক্টকৃত যেকোনো টেক্সকে Left to Right & Right to Left -এ আনা যায় । 

6. Increase Indent :

  • যেকোনো টেক্স বা পারা সিলেক্ট করে ডানপাশে সারানোর জন্য এটি ব্যবহার করা হয় । 

7. Decrease Indent :

  • যেকোনো টেক্স বা পারাকে সিলেক্ট করে বামপাশে সারানোর জন্য এটি ব্যবহার করা হয় । 
8. Wrap Text :

  • Wrap Text এটির কাজ হলো  একটি সেল এর সকল লিখা লেখার জন্য এটি ব্যবহার করা হয় । 

9. Merge & Center :

  • একাধিক রো বা কলামকে একটি সেল এ আনার জন্য এটি ব্যবহার করা হয় । আবার এটিতে লিখা লিখলে লিখা Center -এ থাকবে । 

10. Merge Across : 

  • এটির কাজ হলেঅ একাধিক সেলকে একটি সেল এ আনার জন্য এটি ব্যবহার করা হয় । 

11. Merge Cells :

  • এটির Merge Across  এর মতো কাজ করে । 

12. Unmerge Cells :

  • Merge করা যেকোনো সেলকে Unmerge করার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঘ). Number Group & Settings : 


1. General :

  • Normaly ভাবে সাধারণত আমরা General ব্যবহার করি । এটি আমার ডকুমেন্টে লিখা এবং হিসাব নিকাশ Normaly ভাবে শো হয় । 

2. Number :

  • এটি নাম্বার বসানোর জন্য ব্যবহার করা হয় এখানে আপনি কমা,ডিশিমাল ইত্যাদি দিতে পারবেন । 

3. Currency :

  • যেকোনো হিসাব এর মধ্যে Currency বা মুদ্রা চিহ্ন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Accounting :

  • এটির মাধ্যমে হিসাব সংখ্যা বসানো কমা, Currency, Decimal বসাতে চাইলে এখান থেকে বসাতে পারবেন । 

5. short Date :

  • যেকোনো ডকুমেন্টে Short Date দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় যেমন : 12/05/2025. এখানে ডুকলে বিভিন্ন তারিখে ফরম্যাট পাবেন সেখান থেকে ব্যবহার করতে পারবেন । 

6. Long Date :

  • এটির মাধ্যমে বার,তারিখ,বছর উল্লেখ থাকে । আপনি Short Date লিখে সেটিকে Long Date তৈরি করতে পারবেন । 

7. Time & Percentage :

  • Document Sheet -এ সময় ও Percentage দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঙ). Conditional Formatting Group : 



1. Greater Than:

  •  এটির মানে হলো ধরুন আপনি 50000 হাজার টাকার উপরে যে হিসাব গুলো আছে সেগুলো শো হতে তাহলে এটি ক্লিক করুন । 

2. Less Than :

  • এটির মানে হলো ধরুন আপনি 50000 হাজার টাকার নিচে যে হিসাব গুলো আছে সেগুলো শো হতে তাহলে এটি ক্লিক করুন । 

 3. Between :

  •  এটির কাজ হলো ধরুন আপনি 10000 থেকে 50000 হাজার এর মধ্যে যে সংখ্যা গুলো আছে সেগুলোে দেখার জন্য এটি ব্যবহার করা হয় । 

4. Equal To :

  •  Equal মানে হলো সমান ধরুন আপনার হিসাবের মধ্যে 20000 হাজার সংখ্যাটি কত বার আছে সেটি দেখার জন্য এটি ব্যবহার করা হয় । 
5. Text that contains :

  •  একটি হিসাবে এক জন লোক এর নাম একাধিক বার থাকলে তা দেখতে চাইলে এখান থেকে দেখা যায় । 
6. Duplicate Values :

  •  হিসাবে একাধিক নাম বা সংখা ধরি 20000 এই হিসাবে কতবার আছে । তা জানা যায় । 
7. Data Bars/Color Scales/Icon Scts/ :

  •  এগুলো হলো হিসাবে ছোট থেকে বড় সংখাকে বিভিন্ন কালার করে দেওয়া যায়  করা হয় । যেকোনো হিসাবকে সুন্দর ভাবে শো করার জন্য এবং সহজ ভাবে যেকোনো হিসাবকে তুলে ধরার জন্য এই অপশন গুলো ব্যবহার করা হয় । 

8. New Rule/Mange rule :

  •  এগুলো মধ্যে দিয়ে নতুন করে কালার সেট করা যায় । 

9. Clear Rule :

  •  এটি হচ্ছে ফরমেট করার পর সেগুলো কেটে ফেলার জন্য্ এটি ব্য্বহার করা হয় । 

10. Format As Table :

  • এটির কাজ হলো যেকোনো টেবলকে কালারিং করা,Sort এর কাজ করা তারপর টেবল এর বিভিন্ন ডিজাইন করা ইত্যাদি কাজ করা হয় Format as table থেকে । 
  • Format as table এর Design কাজ শিখার জন্য উপরে Insert Tab মেনুতে ক্লিক করে বিস্তারিত তথ্য গুলো জেনে নিন । 
11. Cell Styles :
  • Excel Sheets -এ যতগুলো সেল আছে সেগুলো কালারিং করে ডিজাইন করার জন্য এটি ব্যবহার করা হয় । 
(চ). Cell Group : 
1. Insert :
Insert Cell :

  • এটির কাজ হলো যেকোনো একটি সেল এর উপরে/নিচে/বামে/ডানে নুতন একটি সেল বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Shift Cells Right এটি ডানপাশে সেল বাড়ানোর জন্য Shift Cells Down নিচে সেল দেওয়ার জন্য Enter Row রো বাড়ানোর জন্য Entire Columns কলাম বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় । 
Insert Sheet Row :

  • এটিতে ক্লিক কলে নিচে পুরো একটি রো তৈরি হবে । 
Insert Sheet Columns :

  • এটিতে ক্লিক করলে ডানপাশে নতুন েএকটি কলাম তৈরি হবে । 

Insert Sheet :

  • নতুন একটি সিড ওপেন হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

2. Delete :

  • Delete Cell : যেকোনো সেল ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Delete Sheets Rows : একটি সিডে পুরো একটি রোকে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Delete Sheet Columns : একটি সিডে সিলেক্টকৃত কলামকে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Delete Sheet : পুরো একটি Excel Sheet কে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় । 
(ছ). Format Group : 


1. Row Height :

  •  নিজ থেকে রো হাইট করতে চাইলে এখান থেকে করা যায় । 

2. AutoFit Row Height :

  • লেখা অনুযায়ী রোগুলো অটমেটিক হাইট করা হয় । 

3. Column Width :

  • নিজ থেকে কলাম ওয়েড করার জন্য্ এটি ব্য্বহার করা হয় । 

4. AutoFit Column Width :

  •  লেখা অনুযায়ী কলাম গুলো অটমেটিক হাইট করা হয় । 

5. Hide and Unhide :

  • যেকোনো Column and Row কে Hide বা আপনার সিড থেকে কিছু রো বা কলাম লুকানোর জন্য এই অপশনটি ব্যবহার করা হয় ।  
  • প্রথমে যে Row & Columns হাইট করতে চাই সেটি প্রথমে সিলেক্ট করতে হবে তারপর হাইট অপশনে ক্লিক করতে হবে । 
  • Hide কৃত যেকোনো Row & Columns কে Unhide বা আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য প্রথমে পুরো সিডটি সিলেক্ট করতে হবে তারপর Unhide ক্লিক করলে সেটি আবার ফিরিয়ে আসবে । 

6. Rename Sheet :

  • Sheet -এ নাম দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । আপনার Excel Sheet -এ নিচের দিকে Sheet1/Sheet2/Sheet3 এগুলোর নাম দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 
7. Move or Copy Sheet :

  • যেকোনো Excel Sheet কে Move করার জন্য এবং একটি সিড থেকে আরেকটি Sheet কপি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

8. Tab Color :

  • Sheet1/Sheet2/Sheet3 এই টেব গুলো কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

9. Protect Sheet :


  • Protect Sheet এর মাধ্যমে আপনি আপনার সিডকে Password ব্যবহার করে Lock করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • আপনি যেকোনো রো বা কলাম সিলেক্ট করে লক করতে পারবেন ।  এখানে আপনি Format Row & Format Columns লক করে রাখতে পারবেন । লক করার জন্য উপরে Password ব্যবহার করতে হবে । 
  • Lock করা যেকোনো রো বা কলামকে কাজ করতে হলে Protect Sheet -এ গিয়ে আপনার Password বসিয়ে তারপর কাজ করতে হবে ।

(জ). Editing Group :
1. Clear :

  • Clear All : সিলেক্ট করা সকল লিখাকে ডিলিট করার জন্য এটি ব্যবহার করা হয় ।  
  • Clear Format : Format করার যেকোনো লিখাকে Unformat করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Clear Content : আপনার সেল এর বডার ঠিক থাকলে শুধুমাত্র লিখা গুলো ডিলিট হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • Clear Comment & Clear Hyperlink : আপনার ডকুমেন্টে Comment বা Hyperlink থাকলে সেটি ডিলিট করার জন্য িএটি ব্যবহার করা হয় । 

2. Sort and Filter :

  • Sort এর কাজ হলো যেকোনো Number/A To Z এগুলো এসেনডিং/ডিসেনডিং করার জন্য এটি ব্যবহার করা হয় ।  
  • Filter যেকোনো ডকুমেন্টকে ফিল্টার করার জন্য এটি ব্যবহার করা হয় । 
3. Find and select :

  • Find/Replace/Comment/Go to /Formulas/Conditional Formatting/Selection Pane ইত্যাদি এগুলো কাজ করার জন্য এই অপশন থেকে ব্যবহার করতে পারবেন । 


Post a Comment

0 Comments