(ক). Themes Group
1. Themes :
- এই অপশনের মাধ্যমে আপনি থিম এর ফন্ট এস্টাইল,কালার
পরিবর্তন ইত্যাদি করা হয় । এখান থেকে আপনার থিম এর কালার ও ফন্ট উভয় পরিবর্তন করতে
পারবেন ।
2. Themes Color :
- এই অপশনটি ব্যবহার করে আপনি থিম এর কালার
দিতে পারবেন ।
3. Themes Fonts Change :
থিম এর ফন্ট পরিবর্ত্ন করা জন্য এটি ব্যবহার
করা হয় ।
(খ). Page Setup Group
1. Margins :
- যেকোনো পেজে মার্জিন দেওয়া জন্য এটি ব্যবহার
করা হয় ।
- আপনি চাইলে এখানে তৈরি করা কিছু মার্জিন দেখতে পারবেন যেমন : Normal,Narrow,Moderate,Wide ইত্যাদি আপনি চাইলে সেগুলো ব্যবহার
করতে পারবেন ।
- আবার Customes Margins গিয়ে আপনি নিজের মতো করে মার্জিন সেট করতে পারবেন
।
2. Orientation :
- আপনার Document পেজকে যদি লম্বালম্বি বা
আড়াআড়ি রাখতে চান তাহলে এখান থেকে করতে এটির কাজ করতে হবে । এখানে দুই অপশন রয়েছে যেমন :Portrait & Landscape পারবেন ।
- Portrait মানে হলো পেজকে লম্বালম্বি
করে রাখা জন্য এটি ব্যবহার করবেন ।
- Landscape মানে হলো পেজকে আড়াআড়ি করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Size :
- আপনার Document এর পেজ এর সাইজ কত রাখতে
চান সেটি এখান থেকে নির্ধারণ করতে পারবেন । আপনি চাইলে পেজ সেটিং এগিয়ে নিজ থেকে পেজ
সেট করতে পারবেন ।
4. Columns :
- কোনো পেজকে কলাম আকারে করার জন্য এটি ব্যবহার
করা হয় । আপনি চাইলে একটি পেজে একাধিক কলাম তৈরি করতে পারবেন ।
- আবার More Columns গিয়ে
Line between Click করলে ঘরের পাশে লাইন হয়ে যাবে ।
- আবার Equal Columns width
Click করলে পেজে কলাম সবগুলো Automatic এক সমান হয়ে যাবে ।
5. Breaks :
- Document এর
এক কলাম থেকে অন্য কলামে যাওয়ার জন্য Ctrl+Shift+Enter Press করতে হয় ।
6. Line Numbers :
- একটি পেজে বা একটি Document –এ কতটি লাইন
আছে সেটি দেখার জন্য এটি ব্যবহার করা হয় ।
- Continuous ক্লিক করলে প্রতিটি পেজে লাইন
নাম্বার চলে আসবে ।
- Restart Each Page ক্লিক করলে প্রতিটি পেজে 1,2,3 এভাবে সিরিয়াল
ভাবে আসবে ।
(গ). Page Background Group
1. Watermark :
- কোনো পেজ বা Document এর যেকোনো
Watermark দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
- এখানে দুইভাবে Watermark দিতে পারবেন যেমন
: Picture Watermark & Text Watermark.
- যেকোনো Watermark তৈরি করার জন্য সেটি আপনি
চাইলে Save Selection Watermark Gallery তে সেভ করে রাখতে পারবেন । পরে সেটি যেকোনো
ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন ।
2. Page Color :
- যেকোনো পেজকে কালার করার জন্য এটি ব্যবহার
করা হয় । Fill Effect এ- গিয়ে Gradient, Texture, Pattern & Picture ইত্যাদি হলো
পেজে কালার সেট করতে পারবেন ।
3. Page Borders :
- আপনার পেজে চারপাশে বডার দেওয়া জন্য এটি
ব্যবহার করা হয় ।
- আবার আপনার পেজে বডারকে সুন্দর করার জন্য Art Option –এ গিয়ে বিভিন্ন
সুন্দর সুন্দর পেজ বডার রয়েছে আপনি চাইলে সেখান থেকে বডান সেট করতে পারবেন ।
(ঘ). Paragraph Group
1. Indent Left & Right :
- যেকোনো একটি পারাকে বামে বা ডানে সড়ানোর
জন্য এটি ব্যবহার করা হয় ।
2. Spacing Before & After :
- পেজে একটি লাইন আরেকটি লাইন কতটুকু দূরুত্ব
থাকবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন ।
(ঙ). Arrange Group
1. Position :
- যেকোনো
ছবিকে আপনার ডকুমেন্ট পেজে ছবিটি কোন পাশে রাখবেন উপরে নিচে,বামে
ডানে নাকি মাঝখানে ইত্যাদি সেট করার জন্য Arrange অপশনটি
ব্যবহার করা হয় ।
2. Wrap Text :
- In Line With Text : এটির
কাজ হলো যেকোনো ছবি প্রথম পেজে এবং লিখার শুরুতে আনার জন্য এটি ব্যবহার হয় ।
- Square : এটির
কাজ হলো লিখার পিছনে বেকগ্রাউন্ড হিসেবে ছবি দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
- Tight : যেকোনো
ছবি লিখার মধ্যে Tight ভাবে লিখার সাথে Adjust হওয়ার
জন্য এটি ব্যবহার হয় ।
- Through : এটির
কাজ হলো কোনো ছবি নিজ থেকে যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা
হয় ।
- Top and Bottom : যেকোনো
ছবি উপরে নিচে দেওয়া জন্য এটি ব্যবহার করা হয় ।
- Behind Text : এটির
কাজ হলো কোনো ছবি কোনো লিখার ভিতরে বা লিখার পিছনে বেকগ্রাউন্ড এর মতো কাজ করে
থাকে ।
- In Front of Text : এটির
কাজ হলো কোনো ছবি লিখার উপরে আসার জন্য এটি ব্যবহার করা হয় ।
- Edit Wrap Points : এটি
খুবই গুরুত্বপর্ণ্য এটি কাজ হলো কোনো একটি ছবি লিখাকে ঐ ছবির মধ্যে ডুকানো জন্য
এটি ব্যবহার করা হয় ।
3. Bring Forward & Send Backward :
- এই দুইটির কাজ হলো একাধিক ছবিকে একটির উপরে
আরেকটি Adjust করে
রাখার জন্য এই অপশন টি ব্যবহার করা হয় ।
4. Selection Pane :
- এটির
কাজ হলো ধরুন একটি ডকুমেন্ট এ একাধিক ছবি থাকতে পারে এই অপশনে ক্লিক করলে আপনি
আপনার Document –এ
যতগুলো ছবি আছে সব গুলো শো করবে ।
5. Align :
- যেকোনো
ছবিকে পেজে বিভিন্ন জায়গায় সরানোর জন্য এই Allign ব্যবহার
করা হয় ।
6. Group :
- এটির
কাজ হলো একাধিক ছবি বা শেপকে একটিতে নিয়ে আসার জন্য এটি ব্যবহার হয় ।
7. Rotate :





0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!