ফেসবুক থেকে কীভাবে টাকা আয় করবো (How to Earn Money from Facebook)
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
ফেসবুক মনিটাইজেশন চালু (Facebook monetization is on)
আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন এবং ফেসবুক থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক মনিটাইজেশন চালু বা Approval পেতে হবে ।Approval পাওয়ার পর আপনি টাকা আয় করতে পারবেন ।
Link : কিভাবে আপনি ফেসবুক মনিটাইজেশন চালু করবেন বিস্তরিত জানতে এই লিংঙ্কে কিলিক করুন ।
Earn Facebook Live (ফেসবুক লাইভ করে আয় করুন)
1. Earn Facebook Stars (স্টার মনিটাইজেশন):
- আপনার Facebook Live চলাকালীন সময় আপনার ভক্তরা আপনাকে যখন Stars পাঠাবে সেগুলো থেকে আয় করতে পারেন ।
- আপনি প্রতিটি Stars এর জন্য $0.01 ডলার আয় করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই Facebook Monetization পলিসি মেনে চলতে হবে ।
2. Sponsorship & Brand Promotion (স্পনসরশিপ ও ব্র্যান্ড প্রোমোশন):
- আপনি যদি Facebook Live এ জনপ্রিয় হয়ে থাকেন বা আপনার লাইভে ভালো ভিউ আসে তাহলে বিভিন্ন কোম্পানির উদ্যোক্তারা আপনাকে টাকা দিয়ে তাদের পণ্য বা সেবা আপনার লাইভে প্রচার করার জন্য আপনাকে হায়ার করবে ।
- লাইভে তাদের লোগো, কোম্পানি নাম, এবং অফার উল্লেখ করে আপনি আয় করতে পারেন ।
3. Selling own products or services (নিজের পণ্য বা সার্ভিস বিক্রি করে আয়) :
- আপনি সরাসরি Facebook Live শোতে এসে নিজের পণ্য ,ডিজিটাল কোর্স্ সার্ভিস দেখিয়ে বিক্রি করতে পারেন ।
- এতে দর্শ্করা সরাসরি কমেন্ট বা ইনবক্সের মাধ্যমে আপনার উত্তর দিয়ে অর্ডার নিতে পারেন ।
How to increase income from Facebook live( ফেসবুক লাইভ থেকে আয় বাড়ানোর উপায়)
1. ফেসবুকে নিয়মিত লাইভ করুন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে লাইভ দিন ।
2. দর্শ্কদের সাথে সরাসরি কথা বলুন এবং কমেন্টের উত্তর দিন, এতে করে দর্শ্ক বেশি সময় ধরে যুক্ত থাকবে ।
3. ফেসবুক লাইভে আসার আগে অবশ্যই স্টার মনিটাইজেশন চালু করুন ।
4. আপনি চাইলে আপনার তৈরি করা বিভিন্ন কোর্স্,, ই-বুক, দেখিয়ে আয় করতে পারবেন ।
5. ফেসবুক লাইভ করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানে ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করতে হবে ।
6. লাইভ শেষে ভিডিওটি আপনার পেইজে বা প্রোফাইলে সংরক্ষণ করে করুন । যারা লাইভে থাকতে পারেনি তারা পরে এখান থেকে সেটি দেখতে পারবে এবং আপনার এনগেজমেন্ট বাড়াবে ।
Facebook Marketing (ফেসবুক মার্কেটিং থেকে ইনকাম )
1. আপনি আপনার নিজের পণ্য, আইটেম, পোশাক, ডিজিটাল প্রোডাক্ট ই-বুক, কোর্স্, ডিজাইন বা সার্ভিস ফেসবুক মার্কেটিং করে বিক্রি করতে পারেন ।
2. ফেসবুকে এগুলো থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই Facebook Page, Facebook Shop, Facebook Marketplace এগুলো ব্যবহার করতে হবে ।
3. আপনাকে অবশ্যই নিজের বা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর সুন্দর ছবি, সঠিক দাম নির্ধারণ,ভিজিটরদের প্রশ্নে উত্তর দেওয়া এতে করে ভিজিটররা রিভিউ দিতে থাকলে আপনার বিক্রি দিন দিন বাড়বে ।
Affiliate Marketing (অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়)
1. অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনি অন্যের পণ্য বা সার্ভিস প্রচার করে টাকা আয় করতে পারেন ।
2. আপনি যে পণ্যে প্রচার করবেন সে পণ্যে লিঙ্ক সেখানে দিলে এতে যে কেউ ঐ পণ্যটি কিনলে আাপনি ভালো কমিশন পাবেন ।
3. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করার জন্য আপনাকে কিছু জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যোগ দিতে হবে যেমন :Daraz Affiliate, Amazon Associates, CJ Affiliate, ShareASsle, ClickBank
4. এগুলোতে আপনি একাউন্ট খুললে তারা আপনাকে একটি Special Tracking Link দেবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ।
Facebook Ads (ফেসবুক এড দিয়ে ইনকাম)
1. Facebook Ads থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক এড চালাতে জানতে হবে
2. আপনি চাইলে বিভিন্ন কোম্পানির জন্য বিজ্ঞাপন তৈরি করে আপনি টাকা আয় করতে পারেন
3. Facebook Ads এর ক্লায়েন্ট পাওয়া জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন যেমন : Fiverr, Upwork, Freelancer, Local Business ইত্যাদি ।
Facebook Group : (ফেসবুক গ্রোপ থেকে আয়)
1. আপনি আপনার ফেসবুক গ্রোপে অ্যাফিলিয়েট মার্কেটিং,বিভিন্ন পণ্য বিক্রয়, স্পনসরশিপ বিজ্ঞাপন, অনলাইন কোর্স্ বা ট্রেনিং বিক্রি করে আায় করা যায়
2. এছাড়া আরো আছে আপনি আপনার পেইজ মেম্বারশিপ, ফ্রিল্যান্সিং সার্ভিস অফার, ট্রাফিক বিক্রি ইত্যাদি করে আয় করা যায় ।
Facebook Ads advertising platform (ফেসবুক এড প্রচারের প্ল্যাটফর্ম্ বেছে নিন)
1. আপনি আপনার ফেসবুক এড গুলো প্রচারের জন্য কিছু প্ল্যাটফর্ম্ বেছে নিতে হবে ।
2. Ads বা বিজ্ঞাপনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম্ গুলো হলো Facebook Page, Facebook Group, YouTube Channel, Blogger Website, Instagram, TikTok ইত্যাদি এগুলোর মাধ্যমে আপনা এড গুলো প্রচার বাড়াতে পারেন ।

1 Comments
Thanks
ReplyDeleteআপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!