Payoneer একাউন্ট কিভাবে খুলব

 

ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম কোনটি ? Payoneer Account খোলার নিয়ম?  


ফ্রিল্যান্সিং, ফাইভার, আপওয়ার্ক  থেকে টাকা তুলুন খুব সহজে ||  বাংলাদেশ থেকে Payoneer account কিভাবে খুলবেন || Payoneer Verification কিভাবে করবেন ।

  1.  ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
  2. ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
  3. ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
  4. Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
  5. Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
  6. ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
  7. Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
  8. ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন  ? 
  9. মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
  10. ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
  11. Mobile & Computer দিয়ে মনিটাইজেশন  পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
  12. এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন । 
  13. মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?


Payoneer একাউন্ট হলো একটি পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে ফেসবুক মনিটাইজেশন, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন আয়ের টাকা গ্রহণ করতে পারবেন । 


Account খোলার নিয়ম : 

1. Payoneer Account Link : 

 www.payoneer.com এখানে গিয়ে Payoneer Account Sign Up করুন ।এই লিংঙ্কে কিলিক করলে আপনার এই রকম একটি পেজে নিয়ে আসবে । এখান থেকে যে কোনো একটি অপশন বেচে নিন । 


ফ্রিল্যান্সিং, ফাইভার, আপওয়ার্ক  থেকে টাকা তুলুন খুব সহজে ||  বাংলাদেশ থেকে Payoneer account কিভাবে খুলবেন || Payoneer Verification কিভাবে করবেন ।


 

2. Personal Details : 

 NiD Card অনুযায়ী আপনার নাম দিন, আপনি সচল ইমেইল ও পাসওয়ার্ড্ দিন, জম্মতারিখ, ফোন নাম্বার দিন, আপনার ঠিকানা যোগ করুন । 

3. ID Verification : 

পাসপোর্ট্ বা জাতীয় পরিচয়পত্র আপনি যেটা দিয়ে ভেরিফাই করতে চান সেটি স্ক্যান করে ছবি আপলোড করুন । 

4. সেলফি ভেরিফিকেশন Selfie verification : 

আপনার মোবাইল ফোন দিয়ে একটি সেলফি তুলে আপলোড করুন । 

5. Address Verification :  

আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা ব্যাংক স্টেটমেন্ট জমা দিন এবং তিন মাসের মধ্যে । 

6. অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ও অ্যাক্টিভেশন : 

আপনার সব ভেরিফিকেশন সম্পূর্ণ্ হলে ৪৮ ঘন্টার মধ্যে কনফার্মেশন ইমেইল পাবেন । 

7. Login Chack : এখন আপনার একাউন্টটি লগইন করে চেক করে দেখুন ।

8. Payoneer Account ; ফেসবুকে আপনার Payoneer অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আপনার পেমেন্ট Payoneer এ চলে আসবে ।  


আপনার Payoneer account টি ফেসবুক মনিটাইজেশনে কিভাবে যুক্ত করবেন : 

1. প্রথমে Facebook Creator Studio তে যান অথবা আপনার ব্রাউজানে সার্চ্  করুন www.business.facebook.com কিলিক করুন । 
2. এখন Monetization যান তারপর Payout Settings গিয়ে Payoneer অ্যাকাউন্ট সিলেক্ট করুন ।
 

Freelancer, Upwork, Fiverr সাইট থেকে Payoneer দিয়ে টাকা তুলার নিয়ম :


 Freelancer, Upwork, Fiverr এবং অন্যন্যা সাইট থেকে Payoneer এর মাধ্যমে টাকা তুলতে চাইলে টাকা তোলা যায় এখানে শুধুমাত্র পেমেন্ট মেথডে গিয়ে Payoneer অ্যাড করতে হবে ।


 ট্যাক্স ইনফরমেশন পূরণ করুন (Fill in tax information)


1. ফেসবুক অথবা মেটা অনেক সময় আপনাকে US ট্যাক্স ফর্ম্ পূরণ করতে বললে তা পূরণ করতে হবে 
2. বাংলাদেশে ক্রিয়েটরদের জন্য W-8BEN Form টি পূরণ করতে হয় । 
3. এখানে আপনার NID/Passport এর অনুযায়ী আপনার নাম, ঠিকানা এখানে যোগ করে দিতে হবে । 
4. আপনার সব তথ্য ঠিক থাকলে Payouts ড্যাশবোর্ডে আপনার Payoneer অ্যাকাউন্ট দেখা যাবে । 
5. এখন থেকে ফেসবুক আপনার আয়ের টাকা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে পাঠাবে । 

Post a Comment

0 Comments