কম্পিউটার অপারেটরের কাজ কী ?

 

কম্পিউটার অপারেটরের কাজ কী কী ? একজন কম্পিউটার অপারেটরের কাজ কী ?কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ?

  1. কম্পিউটার অপারেটর কী ? কাকে কম্পিউটার অপারেটর বলা হয় ?
  2. একজন  কম্পিউটার অপারেটরের মাসিক বেতন কত ?একজন কম্পিউটার অপারেটরকে কী ধরনের যোগ্যতা থাকতে হবে ?
  3. সরকারি কম্পিউটার অপারেটরে চাকরী জন্য কোন কাজ গুলো আপনাকে শিখতে হবে  ?

 একজন কম্পিউটার অপারেটরের কাজ কী ?কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ?

Microsoft Office এর ব্যবহার : 

  1. মাইক্রোসফট অফিস এর ব্যবহার সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । 
  2. Microsoft Office (Word, Excel, Access,Powerpoint,)ইত্যাদি সম্পর্কে ভালো ভাবে জানতে হবে । 

ডাটা এন্ট্রির ব্যবহার : 

  1. অফিসের বিভিন্ন তথ্য যেমন নাম,ঠিকানা হিসাব,লেনদেন, রিপোর্ট্ ইত্যাদি কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা জানতে হবে । 
  2. অনলাইন থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করে সেগুলো কাজ করা, ডকুমেন্টে নতুন তথ্য যোগ করা ও পুরনো তথ্য গুলো আপডেট বা ডিলিট করা জানতে হবে । 

গ্রাফ্রিক্স ডিজাইন : 

  1. Graphic Design সম্পর্কে Advance না হলেও কিছুটু ধারণা থাকতে হবে । 
  2. Adobe Photoshop, Adobe Illustrator সম্পর্কে ধারণা থাকতে হবে । 

প্রিন্টিং ও স্ক্যানিং করা : 

  1. অফিসের বিভিন্ন ডকুমেন্ট কীভাবে কাগজের মাধ্যমে প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্ট করতে হয় সেটি সম্পর্কে জানতে হবে । 
  2. যেকোনো ডকুমেন্ট হুবুহু এক জায়গা থেকে অন্য জায়গা পাঠানোর জন্য স্ক্যান মেশিন সম্পর্কে জানতে হবে ।
  3. ফটোকপি মেশিন ব্যবহার করে কিভাবে ডকুমেন্ট বা নথিপত্র কপি করা হয় সে সম্পর্কে জানতে হবে ।  

ইমেইল ও ফ্যাক্স এর ব্যবহার : 

  1. ইমেইল যোগাযোগ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যেমন অফিসের বিভিন্ন মেইল চেক করা বা কাউকে মেইল পাঠানো ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে । 
  2. যেকোনো হুবুহু ডকুমেন্ট বা ছবি এক জায়গা থেকে অন্য জায়গা পাঠানোর মাধ্যম হচ্ছে ফ্যাক্স ।ফ্যাক্স কিভাবে পাঠাতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয় সেই বিষয়ে ধারণা থাকতে হবে । 

বিভিন্ন সফটওয়্যার ব্যবহার জানা : 

  1. অফিসের প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে হবে যেমন Microsoft office Online, Google Docs, Canva, ইত্যাদি । 
  2. অফিসের প্রয়োজনে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার গুলো কিভাবে আপডেট দিতে হয় সেই কাজ সম্পর্কে জানতে হবে । 


Post a Comment

0 Comments