- কম্পিউটার অপারেটর কী ? কাকে কম্পিউটার অপারেটর বলা হয় ?
- কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ?
- সরকারি কম্পিউটার অপারেটরে চাকরী জন্য কোন কাজ গুলো আপনাকে শিখতে হবে ?
একজন কম্পিউটার অপারেটরের বেতন কত ?
সরকারি
অফিসে চাকরিতে :
- সরকারি বিভিন্ন ক্যাটগরি বা গ্রেডের কম্পিউটার অপারেটর লোক নিয়োগ করা হয় ।
- সরকারি চাকরিতে কম্পিউটার অপারেটরে মাসিক বেতন ৯৩০০ টাকা থেকে ২২৮৯০ টাকা মুল বেতন ধরা হয়ে থাকে ।
- কম্পিউটার অপারেটরে মূল বেতন এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, পরিবহন ভাতাসহ উৎসব বোনাস প্রদান করা হয়ে থাকে ।
বেসরকারি চাকরিতে :
- বেসরকারি বিভিন্ন সেক্টরে কম্পিউটার অপারেটরের মাসিক বেতন ১৮০০০ হাজর থেকে ২২০০০ হাজার টাকা পযর্ন্ত বেতন ধার্য্ করা হয় ।
- বড় বড় কোম্পানি বা বিদেশি কোম্পানী গুলো মাসিক বেতন ৩০০০০ হাজার থেকে ৪০০০০ হাজার টাকা পযর্ন্ত বেতন দিয়ে থাকেন ।
ব্যাংকে চাকরী :
- বিভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাংকে কম্পিউটার অপারেটরের মাসিক বেতন 30000-45000 হাজার টাকা পযর্ন্ত দিয়ে থাকেন ।
একজন কম্পিউটার অপারেটরকে কী ধরনের যোগ্যতা থাকতে হবে ?
শিক্ষাগত যোগ্যতা :
- এ পেশায় কাজ করার জন্য একজন কম্পিউটার অপারেটরকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ।
- তবে সরকারি বেসরকারি অফিসে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে ।
- কম্পিউটার ও ইন্টারনেট এর ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকলে যে কেউ এই ধরনের কাজ করতে পারেন ।
- কম্পিউটার অপারেটর কাজ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বয়সের সীমা নির্ধারন করে থাকে ।
টাইপিং দক্ষতা :
- বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপ করা জানতে হবে ।
- সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়োগে ক্ষেত্রে প্রতি মিনিটে ২০-৩০ শব্দের টাইপিং করা জানা বাধ্যতা মূলক করে থাকে ।
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার দক্ষতা :
- Microsoft Office Softwere(MS word, Ms Excel, Ms powerpoint, Ms Access) এর সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।
ইমেইল ও ইন্টারনেট এর সঠিক ব্যবহার জানা :
- ইমেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা ছবি কিভাবে আদান প্রদান করা হয় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে ।
- অনলাইনের মাধ্যমে কিভাবে বিভিন্ন তথ্য গুলো খুজেঁ বের করতে হয় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!