- কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ?
- একজন কম্পিউটার অপারেটরের মাসিক বেতন কত ?একজন কম্পিউটার অপারেটরকে কী ধরনের যোগ্যতা থাকতে হবে ?
- সরকারি কম্পিউটার অপারেটরে চাকরী জন্য কোন কাজ গুলো আপনাকে শিখতে হবে ?
কম্পিউটার অপারেটর কাকে বলে || কাকে কম্পিউটার অপারেটর বলা হয় || কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ||
কম্পিউটার অপারেটর কাকে বলে ?
কম্পিউটার অপারেটর হলেন সেই ব্যক্তি যিনি কম্পিউটার ব্যবহার করে অফিসে দৈনন্দিন যাবতীয় হিসাব নিকাশ,ডকুমেন্ট তৈরি,ডাটা এন্ট্রি,তথ্য সংরক্ষণ,রিপোর্ট্ প্রস্তুত, প্রিন্ট,ইন্টারনেট ব্যবহার কাজ পরিচালনা করেন তাকে কম্পিউটার অপারেটর বলে ।
কম্পিউটার অপারেটর কাজ গুলো সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হলো :
- কম্পিউটার অপারেটরের প্রধান কাজ হলো অফিস অ্যাপ্লিকেশন এবং অন্যান্য প্রোগ্রাম ব্যবহার করা সম্পর্কে ভালো ভাবে জানা ।
- বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ফাইল এবং ফোল্ডার তৈরি, সংরক্ষণ এবং পরিচালনা করা জানতে হবে ।
- কম্পিউটারে বিভিন্ন সমস্যা গুলোর সমাধান করা জানতে হবে ।কম্পিউটারে বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন তথ্য ও উপাত্ত গুলো কীভাবে সংগ্রহ করা হয় তা ধারণা থাকতে হবে ।
- অফিসের যাবতীয় ডকুমেন্টে গুলো কীভাবে প্রিন্ট করতে হয় এবং প্রিন্টার মেশিনের মাধ্যমে কিভাবে সাদা এবং কালারিং প্রিন্ট করা হয় তা জানতে হবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!