জিমেইল একাউন্ট কিভাবে খুলবো

    

সঠিকভাবে Gmail একাউন্ট কিভাবে খুলবেন || Gmail & E-mail দুইটি এক কিনা || মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম || Computer দিয়ে জিমেইল একাউন্ট লগইন

  1. Compose এর মাধ্যমে মেইল কিভাবে পাঠাবেন । 
  2. Gmail এ Index, Starred, Snoozed, Chart, Sent, Drafts, Important, Schedule, All Mail, Spam, Trash, Categories, Manage Labels এর সঠিক ব্যবহার । 
  3. জিমেইল Password ভুলে গেলে কিভাবে বের করবেন/কিভাবে Password Change করবেন । 
  4. যেকোনো ID & Password ভুলে গেলে কিভাবে বের করবেন ।

সঠিকভাবে Gmail একাউন্ট কিভাবে খুলবেন || Gmail & E-mail দুইটি এক কিনা || মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম || Computer দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম । 

জিমেইল (Gmail) কী এবং কাকে বলে ?

  1. জিমেইল (Gmail) হল গুগলের একটি বিনামূল্যের বা ফ্রি ইমেইল সেবা ।
  2. এটি একটি ওয়েবমেইল পরিষেবা, যা ব্যবহারকারীদের ইমেল আদান প্রদানে সহায়তা করে। 
  3. ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজার, মোবাইল অ্যাপ বা POP/IMAP প্রোটোকল ব্যবহার করে জিমেইল একাউন্ট অ্যাক্সেস করতে পারে।
  4.  আপনি যখন গুগলের মাধ্যমে একটি ইমেইল অ্যাকাউন্ট তৈরি করেন তখন সেটি জিমেইল অ্যাকাউন্ট হিসেবে পরিচিত হয় ।  
  5. যে ইমেইল এর মাধ্যমে আপনি বার্তা্ পাঠাতে,ফাইল,ছবি, ভিডিও,ডকুমেন্ট শেয়ার করেন সেটাই হলো জিমেইল একাউন্ট । 

ইমেইল (Email) কি এবং কাকে বলে ?

  1. ইমেইল(Email) এর রূপ হলো ইলেকট্রনিক মেইল । 
  2. ইমেইল হলো আপনি ইন্টারনেটের মাধ্যমে যে চিঠি বা বার্তা পাঠানো ও গ্রহণ করার একটি মাধ্যম মাত্র 
  3. ইমেইল এর সেবাদানকারী নাম গুলো হলো Yahoo, Outlook, Gmail,ProtonMail.

এর মানে বোঝা যায় যে  জিমেইল এবং ইমেইল এক নয় । 

জিমেইল (Gmail) একাউন্ট খোলা খুবই সহজ, তবে সঠিকভাবে এই ধাপ গুলো পূরণ করলে ভবিষ্যতে আপনার একাউন্টটি কোনো সমস্যা হবে না । মোবাইল বা কম্পিউটার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম :   

ব্রাউজার অ্যাকাউন্ট খুলুন (Open your browser account):

  1. আপনি আপনার মোবইল বা কম্পিউটারে গিয়ে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন । 
  2. বিভিন্ন ব্রাউজার এর মধ্যে রয়েছে যেমন : Google,Chrome, Firefo ইত্যাদি । 
  3. আপনার সার্চ্ বক্স গিয়ে www.gmail.com এটি লিখুন এবং Create Account ক্লিক করুন । 

আপনার ব্যক্তিগত তথ্য দিন (Enter your personal information):

  1. First Name : আপনার প্রথম নামটি এখানে লিখুন । 
  2. Last Name : আপনার শেষের নামটি লিখুন । 
  3. Username : আপনার পছন্দমতো একটি ইউজারনেম লিখুন যেমন আমার ইউজার আইডি হলো mohammadrifat518@gmail.com .এই ভাবে আপনি আপনার মতো করে একটি ইউজারনেম দিন । 
  4. Password : আপনি শক্তিশালী একটি পাসওয়ার্ড্ লিখুন এবং এটি কোথাও হারিয়ে না যায় সেজন্য এটি কোথাও লিখে রাখুন । 
  5. Confirm Password : এখানেও একই পাসওয়ার্ডটি বসান ।পাসওয়ার্ডটি কমপক্ষে ৮ অক্ষরে হতে হবে ।

  যোগাযোগের জন্য এই তথ্য গুলো ব্যবহার করুন(Use this information to contact you) :

  1. মোবাইল নাম্বার বা ইমেইল দিন : ভবিষ্যতে কোনো সমস্যা হলে তা পুনরুদ্ধারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ্ ।
  2.  Verification(ভেরিফিকেশন): আপনি যদি মোবাইল নাম্বার দেন তাহলে আপনার মোবইলে একটি OTP পাঠাবে এবং সেই কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি Verify করে নিন । 

জম্ম তারিখ ও লিঙ্গ নির্বাচন করুন (Select date of birth and gender) : 

  1. NID কার্ড্ অনুযায়ী আপনার জম্ম তারিখটি লিখুন । এবং আপনার লিঙ্গ সিলেক্ট করে দিন । 
  2. I Agree Click : সবকিছু ঠিকভাবে পূরণ হলে Next ক্লিক করুন ।এরপর নিচে এসে I Agree তে ক্লিক করুন ।  

এখন আপনার জিমেইল একাউন্টটি সম্পূন্যভাবে তৈরি হয়ে যাবে এখন এটি আপনি Gmail, YouTube, Google Drive সহ সকল গুগলে ব্যবহার করতে পারবেন ।

মোবাইল এবং কম্পিউটার দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম : 

মেবাইল দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম :

  1. Gmail App খুলুন : প্রথমে আপনার মোবইলে জিমেইল অ্যাপটি খুলুন । অ্যাপটি যদি না থাকে তাহলে Play Store থেকে Download করে নিন । 
  2. আপনার অ্যাকাউন্ট যোগ করুন : আপনার জিমেইলে ঠিক উপরে ডান পাশে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন এখান থেকে Add Another Account Select করুন এবং এখান থেকে Google নির্বাচন করুন । 
  3. E-mail & Password দিন : আপনার জিমেইল আইডিটি এখানে লিখুন এবং পাসওয়ার্ড্ লিখে Next ক্লিক করুন ।  
  4. 2-Setp Verification : অনেক সময় Google ভেরিফিকেশন চায় তাহলে আপনার ফোন নাম্বার বা আপনার ইমেইল দিয়ে আপনার একাউন্টটি ভেরিফেকেশন সম্পন্ন করুন । 

সব কিছু ঠিক থাকলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে । 

কম্পিউটার দিয়ে জিমেইল একাউন্ট লগইন করার নিয়ম : 

  1. ব্রাউজার Open করুন : আপনার কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করুন যেমন : Chrome,Google, Microsoft Edge, Firefox ইত্যাদি সিলেক্ট করুন । 
  2. ব্রাউজারে সার্চ্ করুন : আপনার ব্রাউজার সার্চ্ Box গিয়ে লিখুন www.gmail.com 
  3. E-mail & Password দিন : আপনার জিমেইল আইডিটি এখানে লিখুন এবং পাসওয়ার্ড্ লিখে Next ক্লিক করুন ।  
  4. 2-Setp Verification : অনেক সময় Google ভেরিফিকেশন চায় তাহলে আপনার ফোন নাম্বার বা আপনার ইমেইল দিয়ে আপনার একাউন্টটি ভেরিফেকেশন সম্পন্ন করুন । 

সবকিছু ঠিক থাকলে আপনার Gmail Indox দেখতে পারবেন ।





Post a Comment

0 Comments