Gmail এ Compose থেকে কিভাবে ইমেইল পাঠাবো


Compose থেকে কিভাবে ইমেইল পাঠাবেন ||  To,Cc,Bcc,Subject,Compose email,Formating Option, Attach File কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত ।


  1. সঠিক ভাবে জিমেইল (Gmail) একাউন্ট খোলার নিয়ম । 
  2. Gmail এ Index, Starred, Snoozed, Chart, Sent, Drafts, Important, Schedule, All Mail, Spam, Trash, Categories, Manage Labels এর সঠিক ব্যবহার । 
  3. জিমেইল Password ভুলে গেলে কিভাবে বের করবেন/কিভাবে Password Change করবেন । 
  4. যেকোনো ID & Password ভুলে গেলে কিভাবে বের করবেন ।

Gmail Compose কী এবং কাকে বলে ?

জিমেইল এর কম্পোজ (Compose) অপশন ব্যবহার করে নতুন ইমেল তৈরি এবং পাঠানোর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে, জিমেইল একাউন্টে প্রবেশ করে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে। এরপর, প্রাপকের ইমেল ঠিকানা, মেইলের বিষয় এবং মূল বার্তা লিখতে হবে। এছাড়াও, সংযুক্তি যুক্ত করা, ফর্ম্যাটিং অপশন ব্যবহার করা এবং মেইল পাঠানোর আগে তা পর্যালোচনা করার সুযোগ থাকে। 


সঠিক ভাবে Compose ব্যবহার করে E-mail কিভাবে পাঠাবেন ? 




জিমেইল একাউন্টে প্রবেশ (Sign in to Gmail Account) : 

প্রথমে আপনার জিমেইল একাউন্টটি  লগ ইন করে নিন । 

কম্পোজ বাটন ক্লিক (Click the compose button):

 ইনবক্সের বাম পাশে "Compose" বা "নতুন বার্তা লিখুন" নামের একটি বাটন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন। 


"To" প্রাপকের ঠিকানা লিখুন:  

"To" অথবা "প্রাপক" আপনি যার কাছে মেইল পাঠাবেন এখানে তার মেইলিং Address টি এখানে বসাতে হবে যেমন: mdrifatuddin518@gmail.com এখানে আপনি কমা দিয়ে একাধিক ব্যক্তিকে মেইল পাঠাতে পারবেন । 

"Cc"(Carbon Copy) :  

এটি মাধ্যমে কাকে কি মেইল পাঠালেন সেটা দেখা যায় । ধরুন আপনি আপনার বসকে একটি মেইল পাঠালেন এবং আপনার কিছু সহকর্মীরা দেখতে পারবে যে আপনার বসকে কি মেইল পাঠালেন তা দেখতে পারবে । 

"Bcc"(Blind Carbon Copy) : 

এটি হলে CC এর বিপরীত আপনি কাকে কি মেইল পাঠালেন তা অন্য কেউ সেটি দেখতে পারবে না । সহজ ভাবে বলতে গেলে আপনি এখানে একাধিক  ইমেইল Address লিখলেন এখন আপনি এখানে কিছু লিখে Send করলেন এখন কাকে কি লিখে মেইল পাঠালেন সেটা অন্য জনে দেখতে পারবে না এটি হলো তার কাজ ।  

Subject (বিষয় লিখুন) : 

 "Subject" এখানে আপনাকে লিখতে হবে যে আপনি এই ইমেইলটি কি নিয়ে লিখেছেন তা এখানে সংক্ষিপ্ত আকারে এখানে লিখতে হবে ধরুন একটি একটি চাকরী আবেদন করেছি এতে আমি এই রকম  ভাবে Subject দিলাম :  Application for the position of “Office Assistant cum Computer Operator”.

"Compose email" বার্তা লিখুন : 

আপনি যদি কোনো চাকরীতে আবেদন পাটাতে চান তাহলে এই ভাবে লিখবেন আপনাদের সহজে বোঝার জন্য নিচে আমি একটি চাকরীতে Apply করা আবেদন দিলাম । আপনি  চাইয়ে এখান থেকে কিছু লিখা কপি করে আপনি আপনার চাকরী আবেদন লিখতে পারেন । 

July 27, 2025

To

Ayat Security Service Limited 

Bir Uttam Ziaur Rahman Road, Block: H,Road:79,Banani,

Chairman Bari, Dhaka



Subject: Application for the position of “Office Assistant cum Computer Operator”.

Dear Sir,

In response to your job advertisement published in bdjobs.com dated “24 Jul 2025”. I would like to introduce myself to you as I believe I have the skills, qualifications, and experience necessary to make a significant contribution to your organization.

I have completed my BBS in degree from the Sir Ashutosh Government College. I have also completed a course in Office Management & Graphic Design from a government institution. Some of my key skills include.

I have experience in handling a variety of digital tasks, including Fast typing in Bengali and English and habit of working without making mistakes, ability to complete work on time, patience and attention, data entry, online data search, document storage, email management, sending and receiving emails, browser (Google Chrome, Firefox), MS Word, Excel, Access, PowerPoint, Adobe Photoshop, Adobe Illustrator with 8 years of experience.

Thank you for considering my application. I look forward to the opportunity to contribute to your team. 


Sincerely 

image.png

image.png

Mohammad Rifat Uddin

Cell No : 01632358728

E-mail : mdrifatuddin518@gmail.com


Formatting Option ব্যবহার করুন : 

আপনার লিখার ধরণ পরিবর্তন এবং সুন্দর করতে ফরমেটিং অপশন ব্যবহার করুন যেমন : Bold, Italics, Underline ইত্যাদি ব্যবহার করতে পারেন ।  

"Attach Files" যোগ করুন : 

 যদি কোনো ফাইল বা ছবি মেইলের সাথে পাঠাতে চান, তাহলে "Attach files" অথবা "সংযুক্তি যোগ করুন" অপশন ব্যবহার করে তা যুক্ত করুন। 

”Send” বাটান ক্লিক করুন:

 মেইল পাঠানোর আগে "Send" অথবা "পাঠান" বাটনে ক্লিক করার আগে আপনার সবকিছু ঠিক আছে কিনা আর একবার দেখে নিন তারপর সবকিছু ঠিক থাকলে Send বাটান ক্লিক করুন ।    

 

Post a Comment

0 Comments