- ফ্যাক্স (Fax) কী ? ফ্যাক্স কীভাবে কাজ করে ?
- মোবাইল থেকে ফ্যাক্স কীভাবে পাঠাতে হয় ? দিয়ে ফ্যাক্স করার জন্য কী কী লাগে ?
- ফ্যাক্স (Fax) মেশিন দিয়ে কীভাবে স্ক্যান করা হয় ? মোবাইল দিয়ে কীভারে স্ক্যান করা হয় ?
- ফ্যাক্সে গুরুত্বপর্ণ্য কাজ গুলো কী কী ?
- ফ্যাক্স এর সুবিধা ও অসুবিধা গুলো কী কী ?
ফ্যাক্স (Fax) মেশিন কীভাবে কাজ করে || ফ্যাক্স কীভাবে পাঠাতে হয় || ফ্যাক্স মেশিন কীভাবে ব্যবহার করতে হয় || ফ্যাক্স মেশিনে ডকুমেন্ট কিভাবে স্ক্যান করা হয় ||
ফ্যাক্স মেশিন চালু করুন :
প্রথমে আপনার ফ্যাক্স মেশিনটি বিদ্যুৎ সংযোগ করুন এবং আপনার ফ্যাক্স মেশিনটি টেলিফোন লাইনে যুক্ত করুন ।
ডকুমেন্ট প্রস্তত করুন :
আপনি ফ্যাক্স মেশিন এর মাধ্যমে যে ডকুমেন্টটি পাঠাবেন সেটি বেছে নিন । একাধিক ডকুমেন্ট থাকলে তা ক্রম অনুযায়ী সাজিয়ে রাখুন ।
ডকুমেন্ট ফ্যাক্স মেশিনে ঢুকান :
ফ্যাক্স মেশিনের উপরের দিকে একটি ট্রে থাকে যেখান দিয়ে কাগজ ঢোকানো হয় । Face Up বা Face Down আপনার কাগজটি কোন দিকে রাখবেন সেটি নিদের্শ্ করে ।
ফ্যাক্স নম্বর টাইপ করুন :
আপনি ফ্যাক্স মেশিনে মাধ্যমে কাকে ফ্যাক্স পাঠাবেন তার ফ্যাক্স নাম্বার টি এখানে দিন ।
Send/Start বাটান ক্লিক করুন :
সেন্ড এ ক্লিক করার সাথে আপনার ফ্যাক্স মেশিনে ডকুমেন্ট বা কাগজটি স্ক্যান করবে ।
ডকুমেন্ট স্ক্যান করা :
আপনার ডকুমেন্টটি ফ্যাক্সে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করে ফোন লাইনের মাধ্যমে পাঠাতে শুরু করবে ।আপনার ফ্যাক্সটি সফলভাবে পাঠানো হলে আপনি নিশ্চিতকরণ একটি বার্তা পাবেন ।
প্রাপক ফ্যাক্স গ্রহণ :
প্রেরক ফ্যাক্স পাঠানোর পর সেটি প্রাপকের ফ্যাক্স মেশিনে চলে আসে এবং প্রাপক চাইলে সেখান থেকে ডকুমেন্টটি প্রিন্ট করে বের করতে পারেন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!