Fax কী

 

ফ্যাক্স (Fax) কী  || ফ্যাক্স কাকে বলে || ফ্যাক্স (Fax) কীভাবে কাজ করে ||

  1. ফ্যাক্স (Fax) মেশিন কীভাবে কাজ করে ? ফ্যাক্স কীভাবে পাঠাতে হয় ? মেশিনে ডকুমেন্ট কিভাবে স্ক্যান করা হয় ?
  2. মোবাইল থেকে ফ্যাক্স কীভাবে পাঠাতে হয় ? দিয়ে ফ্যাক্স করার জন্য কী কী লাগে ?
  3. ফ্যাক্স (Fax) মেশিন দিয়ে কীভাবে স্ক্যান করা হয় ? মোবাইল দিয়ে কীভারে স্ক্যান করা হয় ?
  4.  ফ্যাক্সে গুরুত্বপর্ণ্য কাজ গুলো কী কী ?
  5. ফ্যাক্স এর সুবিধা ও অসুবিধা গুলো কী কী ?


ফ্যাক্স (Fax) কী  ? ফ্যাক্স কাকে বলে ? ফ্যাক্স (Fax) কীভাবে কাজ করে ?

Fax কী ?

ফ্যাক্স (Fax) হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা প্রযুক্তি যার মাধ্যমে কোনো ডকুমেন্ট, ছবি, ম্যাপ, বা লেখা হুবহু কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়, সাধারণত টেলিফোন লাইনের মাধ্যমে। এটি মূলত “Facsimile” শব্দের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হুবহু অনুলিপি

Fax কীভাবে কাজ করে ?

ফ্যাক্স ডকুমেন্ট পাঠানোর এক পুরনো কার্য্কর পদ্ধতি হলেও এটি এখনও অনেক জনপ্রিয়তা রয়েছে ।নিচে ফ্যাক্স কিভাবে কাজ করে এর কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো ।   

ডকুমেন্ট স্ক্যান করুন :

  1. আপনি যে কাগজ, ছবি বা ম্যাপ কাউকে ফ্যাক্স এর মাধ্যমে পাঠাতে চান সেগুলো ফ্যাক্স মেশিনে রাখুন ।
  2. এখন আপনার ফ্যাক্স মেশিনে আপনার ডকুমেন্টটি স্ক্যান করা হবে ।
  3. এটি আপনার ডুকমেন্টের প্রতিটি অংশকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে ।

টেলিফোন লাইনে সংকেত রূপান্তর :

  1. আপনার ডকুমেন্টটি ডিজিটাল সংকেতে রূপান্তর করার পর সেটি টেলিফোন লাইনের মাধ্যমে পাঠানো হয় ।

 প্রাপক সংকেত গ্রহণ :

প্রাপক ফ্যাক্স মেশিনে সেই সংকেত গ্রহণ করে হুবুহু সংকেতকে পুনরায় ডকুমেন্টে রূপান্তর করে প্রিন্টার ব্যবহার করে ডকুমেন্টটি বের করা যায় ।

Post a Comment

0 Comments