মোবইল থেকে ফ্যাক্স কীভাবে পাঠাতে হয়

 

মোবাইল থেকে ফ্যাক্স কীভাবে পাঠাতে হয়  || কোন ফ্যাক্স অ্যাপগুলো সবচেয়ে ভালো || মোবাইল দিয়ে ফ্যাক্স করার জন্য কী কী লাগে ||
  1. ফ্যাক্স (Fax) কী ? ফ্যাক্স কীভাবে কাজ করে ?
  2. ফ্যাক্স (Fax) মেশিন কীভাবে কাজ করে ? ফ্যাক্স কীভাবে পাঠাতে হয় ? মেশিনে ডকুমেন্ট কিভাবে স্ক্যান করা হয় ?
  3. ফ্যাক্স (Fax) মেশিন দিয়ে কীভাবে স্ক্যান করা হয় ? মোবাইল দিয়ে কীভারে স্ক্যান করা হয় ?
  4. ফ্যাক্সে গুরুত্বপর্ণ্য কাজ গুলো কী কী ?
  5. ফ্যাক্স এর সুবিধা ও অসুবিধা গুলো কী কী ?

মোবাইল থেকে ফ্যাক্স কীভাবে পাঠাতে হয়  || কোন ফ্যাক্স অ্যাপগুলো সবচেয়ে ভালো || মোবাইল দিয়ে ফ্যাক্স করার জন্য কী কী লাগে ||

মোবাইল থেকে ফ্যাক্স (Fax) পাঠানোর নিয়ম:

মোবাইল থেকে ফ্যাক্স পাঠানো খুবই সহজ । আপনি আপনার মোবাইল থেকে ফ্যাক্স অ্যাপ ডাউনলোড করে আপনার ইমেইল দিয়ে সাইন আপ করে আপনি যে কাউকে ফ্যাক্স পাঠাতে পারবেন । মোবইল থেকে ফ্যাক্স পাঠানো সহজ উপায় গুলো হলো : 

মোবাইলে ফ্যাক্স অ্যাপ ডাউনলোড করুন :

  1. আপনার মোবাইলে একটি ফ্যাক্স অ্যাপ ডাউনলোড করে নিন । 
  2. আপনার Play Store থেকে MyFax, eFax,iFax,FaxFile,HelloFax,Fax.Plus যেকোনো একটি ফ্যাক্স অ্যাপ ডাউলোড করুন । 

ফ্যাক্স অ্যাকাউন্ট তৈরি করুন :

  1. Play Store থেকে Download করা ফ্যাক্স অ্যাপটি চালু করুন ।
  2. অ্যাপ ওপেন করার পর আপনার ইমেইল ঠিকানা বা গুগল অ্যাকাউন্ট আপনার ফ্যাক্স অ্যাপটি সাইন আপ করে নিন ।
  3. অনেক অ্যাপ কিছু সংখ্যক ফ্রী ফ্যাক্স পাঠানো সুযোগ দেয় । আবার অনেক সার্ভিস ফ্যাক্স আছে যেখানে ফ্যাক্স পাঠাতে টাকা লাগে । 

ডকুমেন্ট Upload করুন : 

  1. ফ্যাক্স অ্যাপ এ যাওয়ার পর Send Fax অথবা New Fax নামে যেকোনো একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন । 
  2. আপনার মোবাইল থেকে PDF, Word ডকুমেন্ট বা ইমেইজ সিলেক্ট করুন । 
  3. আপনি চাইলে মোবাইল ক্যামেরা দিয়ে স্ক্যান করে কাজ করতে পারেন । 

প্রাপকের Fax নাম্বার দিন : 

  1. আপনি যার কাছে ফ্যাক্স পাঠাবেন তার ফ্যাক্স নাম্বারটি লিখুন । 
  2. ফ্যাক্স নাম্বারটি সাধারণত ফোন নাম্বার এর মতো হয়ে থাকে । 

Send/Start বাটান ক্লিক করুন : 

  1. সবকিছু ঠিক থাকলে Send/Start বাটনে ক্লি করুন । 
  2. আপনার ডকুমেন্টটি সফলভাবে পাঠানো হয়েছে কিনা একটি কনফর্মেশন রিপোর্ট্ পাবেন ।  

Post a Comment

0 Comments