ডাটা অ্যানালিস্টরা কোথায় কাজ করেন ?

 

ডাটা অ্যানালিস্টরা কোথায় কাজ করেন ?একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয়।একজন ডাটা অ্যানালিস্ট এর মাসিক আয় কত ?

  1. ডাটা অ্যানালিস্ট কী ? ডাটা অ্যানালিস্ট কাকে বলে ? কাদেরকে ডাটা অ্যানালিস্ট বলা হয় ?
  2. ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন ? ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী শিখতে হয় ?

ডাটা অ্যানালিস্টরা কোথায় কাজ করেন ?একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয়।একজন ডাটা অ্যানালিস্ট এর মাসিক আয় কত ?

ডাটা অ্যানালিস্টরা কোথায় কাজ করেন ?

একজন প্রোফেশনাল ডাটা অ্যানালিস্ট সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন যেমন : দেশী-বিদেশী বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে, ই-কমার্স্, টেলিকম কোম্পানি,হাসপাতাল ও হেলথ কেয়ার, আইটি ও সফটওয়্যার কোম্পানি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, স্বাস্থ্য সেবা, সরকারি ও NGO কোম্পনিতে ডাটা অ্যানালিস্টরা কাজ করে থাকেন । 

ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে :

ডাটা অ্যানালিস্টরা ব্যাংকে জালিয়াতি শনাক্তকরণ, গ্রাহকের লেনদেন বিশ্লেষণ করা,ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি কাজ করে থাকেন । 

ই-কমার্স্ : 

ডাটা অ্যানালিস্টরা এখানে যে কাজ গুলো করে থাকে যেমন : সেলস ডাটা বিশ্লেষণ করা, গ্রাহকের আচরণ বিশ্লেষণ করে ব্যবসা বাড়ানোর কৌশল বের করা হয় । 

হাসপাতাল ও হেলথ কেয়ার :

হাসপাতালের বিভিন্ন রোগীর ডাটা তৈরি করা, বিভিন্ন টেস্ট রিপোর্ট্ ও হেলথ ট্রেন্ড বিশ্লেষণ করা । 

আইটি ও সফটওয়্যার কোম্পানি :

আইটি সফটওয়্যার ব্যবহার করে ডাটা সংগ্রহ ডাটা বিশ্লেষণ করে রিপোর্ট্ তৈরি করা ।  

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে :

ডাটা অ্যানালিস্টরা বিভিন্ন অফিসে কাজ করার পাশাপাশি তারা Upwork, Fiverr, Freelancer কাজ করে থাকেন । 

টেলিকম কোম্পানি :

টেলিকম কোম্পানি বলতে যেমন : Robi, Banglalink, Grameenphone যারা ইউজার রয়েছে তাদের কল , এসএমএস, ডাটা ইউজ রিচার্জ্ কাস্টমার সার্ভিস ডাটা গুলো সংগ্রহ করে সেগুলো বিশ্লেষল করে ব্যবসায়িক বৃদ্ধি বাড়াতে ডাটা অ্যানালিস্ট এর কাজ করা হয় । 


একজন ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
1. Phthon : 
Phthon হলো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা । এটি দিয়ে আপনি ওযেব ডেভেলপমেন্ট, ডাটা অ্যঅনালাইসিস, মেশিন লার্নিং, অ্যাপ তৈরি ইত্যাতি কাজ করা হয় । 
2. Power BI : 
পাওয়ার বি আই হলো কোনো ডেটা সংগ্রহ করে বিশ্লেষণ করে সুন্দর ভাবে বিভিন্ন চার্ট্, গ্রাফ, রিপোর্ট্ তৈরি করে উপাস্থাপন করার জন্য এটি ব্যবহার করা হয় । 
3. Google Data Studio : 
Google Sheets, Google Analytics, BigQuery, SQL ইত্যাদি থেকে ডাটা নিয়ে সহজভাবে চার্ট্, গ্রাফ, টেবিল,রিপোর্ট্ তৈরি করা । 
4. MS Excel : 
ডাটা অন্যালিস্টে Ms Excel এর কাজ হলো ফর্মু্লাও ফাংশন ব্যবহার করা, ডেটা এন্ট্রি ও ক্লিনিং করা, ডাটা ফিল্টারিং করা , ডেটা বিশ্লেষণ করা, এবং রিপোটিং তৈরি করা । 
5. SQL : 
ডাটা অ্যানালিস্ট এর SQL হলো একটি প্রোগ্রামিং ভাষা যা দিয়ে আপনার ডাটাবেজ এর মধ্যে থাকা ডেটা পরিচালনা ডেটা যোগ করা, পরিবর্ত্ন করা, মুছে ফেলা ও বিশ্লেষণ করা । 
6. Statistics : 
স্ট্যাটিসস্টিক হলো যেকোনো ডাটা বা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে উপস্থাপনার করা । 
Statistics এর মূল কাজ হলো ডাটা সংগ্রহ করা, ডাটা বিশ্লেষণ করা, ডাটা সংক্ষেপণ করা, ডাটা উপস্থাপন করা । 

একজন ডাটা অ্যানালিস্ট এর মাসিক আয় কত ?
বাংলাদেশে ডাটা অ্যানালিস্টের বেতন বিশেষ করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তির করে বেতন নির্ধারণ করে থাকে । বাংলাদেশের তুলনায় বিদেশে ডাটা অ্যানালিস্ট এর চাহিদা এবং এর বেতন আামাদের দেশের তুলনায় অনেক বেশি । 
আপনার কাজের উপর ভিত্তি করে ডাটা অ্যানালিস্ট এর বেতন নির্ধারন হয় যেমন : 

নতুন বা জুনিয়র লেভেল : 
ডাটা অ্যানালিস্ট সম্পর্কে যাদের ১ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা মাসে ২০০০০-৩৫০০০ হাজার টাকা আয় করতে পারেন । 
মধ্যম বা মিড লেভেল : 
ডাটা অ্যানালিস্ট সম্পর্কে যাদের ২-৪ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা মাসে ৩৫০০০-৫০০০০ হাজার টাকা আয় করতে পারেন । 
উচ্চ বা হাই লেভেল :
 ডাটা অ্যানালিস্ট সম্পর্কে যারা উচ্চ বা প্রোফেশনাল হয়ে চেন তাদের বেতন মাসিক ১০০০০০-২৫০০০০ টাকা পযর্ন্ত বেতন ধরা হয় । 


Post a Comment

0 Comments