- কম্পিউটার অপারেটর কী ? কাকে কম্পিউটার অপারেটর বলা হয় ?
- কম্পিউটার অপারেটর হতে হলে কোন কাজ গুলো জানতে হবে ?
- একজন কম্পিউটার অপারেটরের মাসিক বেতন কত ?একজন কম্পিউটার অপারেটরকে কী ধরনের যোগ্যতা থাকতে হবে ?
কম্পিউটার অপারেটরের চাকরী জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ?
বাংলাদেশে সরকারি বা বেসরকারী অনেক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ কম্পিউটার অপারেটর এ লোক নিয়োগ দিয়ে থাকে । কম্পিউটার অপরারেটর পদে চাকরী জন্য আপনাকে কম্পিউটারে যে কাজ গুলো সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে যেমন: আপনার কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে , ভালো টাইপিং এর দক্ষতা থাকতে হবে , ইন্টারনেট ও ইমেইল এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে , মাইক্রোসফট অফিস সম্পর্কে জ্ঞান থাকা, সাধারণ ইংরেজির জ্ঞান থাকতে হবে এগুলো যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি 100% কম্পিউটার অপারেটরের চাকরী পাবেন ।
একজন কম্পিউটার অপারেটরকে হওয়ার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হবে :
বেসিক কম্পিউটারে জ্ঞান ও দক্ষতা থাকা :
- কম্পিউটার কিভাবে চালু বা বন্ধ করা হয় তা জানতে হবে ।
- কম্পিউটারে বিভিন্ন Parts যেমন :CPU, Monitor, Keyboard,Mouse, Printer Scanner এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে ।
- কম্পিউটারে ফাইল ম্যানেজমেন্ট,অপারেটিং সিস্টেম এর ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।
মাইক্রোসফট অফিসে সম্পর্কে ধারণ থাকা:
- Microsoft Word : কপি পেস্ট করা,বিভিন্ন চিঠি ,বিজ্ঞপ্তি,সিভি তৈরি করা, যেকোনো লিখাকে ফরম্যাটিং করা, ডকুমেন্ট তৈরি করা ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ।
- Microsoft Excel : বিভিন্ন ডাটা এন্ট্রি তৈরি করা,হিসাব নিকাশ করা, স্প্রেডশিট তৈরি করা , স্প্রেডশিট ফরম্যাটিং করা , ফর্মুলা এবং কিভাবে রিপোর্ট্ তৈরি করা হয় সে সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ।
- Microsoft PowerPoint : Advance প্রেজেন্টেশন কীভাবে তৈরি করা হয় এবং কী ভাবে সেটি উপস্থাপন করা হয় সে সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ।
বেসিক গ্রাফ্রিক্স ডিজাইন :
- Adobe Photoshop, Adobe Illustrator সম্পর্কে বেসিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।
- গ্রাফ্রিক্স ডিজাইন বিভিন্ন টুলস এর ব্যবহার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে ।
ইন্টারনেট ও ইমেইল এর সঠিক ব্যবহার জানা :
- ইমেইল এর মাধ্যমে কিভাবে মেইল লিখতে হয় এবং কিভাবে মেইল পাঠাতে হয় , কিভাবে মেইল চেক করা হয় সে সম্পর্কে ভালো ভাবে জানতে হবে ।
- ইন্টারনেট এর সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।
- ইন্টারনেটের ব্রাউজার এর মাধ্যমে বিভিন্ন তথ্য খোঁজে বের করা এবং সেগুলো অনুসন্ধান করা জানতে হবে ।
- কম্পিউটারে বিভিন্ন অনলাইন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা হয় এবং কিভাবে সফটওয়্যার গুলো আপডেট করা হয় সে সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।
ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকা :
- কম্পিউটারে সকল কাজ গুলো ইংরেজিতে করা হয় বিধায় ইংরেজির উপর বেসিক জ্ঞা থাকতে হবে ।
- ইংরেজি পড়ার বেসিক দক্ষতা ও জ্ঞান থাকতে হবে ।
টাইটিং দক্ষতা :
- দ্রুত ও নির্ভুল টাইপিং করার দক্ষতা থাকতে হবে ।
- অনেক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে লোক নিয়োগের ক্ষেত্রে প্রতি মিনিটে ২০-৩০ শব্দ লিখার দক্ষতা থাকতে হবে এই রকম বিধি নিধের্ষ্ দিয়ে থাকে ।
শিক্ষাগত যোগ্যতা :
- অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লোক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে দিয়ে থাকে ।
- কম্পিউটার অপারেটর চাকরী জন্য আপনাকে কমপক্ষে HSC পাস করতে হবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!