ডাটা অ্যানালিস্ট কী ?

 

  1. ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন ? ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য কী কী শিখতে হয় ?
  2. ডাটা অ্যানালিস্টরা কোথায় কাজ করেন ?একজন ডাটা অ্যানালিস্ট এর মাসিক আয় কত ?

ডাটা অ্যানালিস্ট কী ? ডাটা অ্যানালিস্ট কাকে বলে ? কাদেরকে ডাটা অ্যানালিস্ট বলা হয় ?

ডাটা অ্যানালিস্ট কী /ডাটা অ্যানালিস্ট কাকে বলে ?

ডাটা অ্যানালিস্ট হলেন সেই ব্যক্তি যিনি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ বা মডেলিং,শ্যেণীবিন্যাস করে থাকে । তাকে ডাটা অ্যানালিস্ট করা বলা হয় ।বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং পুঁজিবাদি অর্থ্নীতির বিকাশের সাথে সাথে ডাটা অ্যানালিস্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।  

কাদেরকে ডাটা অ্যানালিস্ট বলা হয় ?

যারা বিভিন্ন উৎস থেকে ডাটা বা তথ্য সংগ্রহ করে তা বিভিন্ন ভাবে বিশ্লেষণ করে এবং সেগুলো বিভিন্ন ব্যবসা , শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য যেকোনো ক্ষেত্রে ব্যবহারে উপযোগী করে তোলো তাকে ডাটা অ্যানালিস্ট বলা হয় । 

ডাটা অ্যানালিস্টরা যেসব কাজ গুলো করে থাকে সেগুলো নিচে উল্লেখ করা হলো : 

ডাটা বা তথ্য সংগ্রহ করা : 

বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যার,ডেটাবেজ, এক্সেল থেকে বিভিন্ন ডাটা বা তথ্য সংগ্রহ করা । 

ডাটা পরিষ্কার ও সাজানো :

ডাটা সংগ্রহ করে সেগুলো থেকে অপ্রয়োজনীয় বা ভুল তথ্য গুলো বাদ দিয়ে সেগুলো বিশ্লেষণ করে উপযোগী করে তোলা ।

ডাটা বিশ্লেষণ করা :

পরিসংখ্যান Excel, SQL, Python ইত্যাদি দিয়ে ডাটার ভেতর লুকানো ডাটা বা তথ্য গুলো খুঁজে বের করা ।  

রিপোর্ট্ তৈরি করা :

বিভিন্ন ডাটা বা তথ্য সংগ্রহ করে সেগুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চার্ট্, টেবিল বা Power BI, মাধ্যমে বানিয়ে সহজভাবে তথ্য গুলো উপস্থাপন করতে পারা । 


Post a Comment

0 Comments