ফেসবুক পেজ কিভাবে সেটআপ
করবেন (How to Setup Facebook Page)
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
সঠিকভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম :
1. প্রথমে আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি
লগইন করে নিন ।
2. উপরে ডানপাশে
Menu Bar এ ক্লিক করুন এবং সেখান থেকে
Pages অপশনে কিলিক করুন ।
Create New
Page বাটনে ক্লিক করুন ।
Page Name (পেজের নাম)
1. আপনার পেজটি প্রোফেশনাল করতে চাইলে ভালো একটি নাম ব্যবহার করুন ।
2. আপনার ব্যবসা বা আপনার কাজের সাথে মিল রেখে একটি নাম দিন যেমন : Easy Computer BD.
Category (ক্যাটাগরি সিলেক্ট )
1. আপনি আপনার পেইজটিতে কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করে দিন
2. এখানে সর্বোচ্চ ৩টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ।
3. আপনি যদি কেউকে কিছু শিখাতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারেন যেমন : Social Media Agency, Education, Digital Creator, IT Services, এগুলো ব্যবহার করতে পারেন ।
Bio Description(বায়ো ডিসক্রেপশন)
1. আপনার পেইজ এর নাম অনুযায়ী এবং আপনি এখানে কী ধরনের কনেটন্ট বা সার্ভিস দিবেন সে অনুযায়ী এখানে সংক্ষিপ্তভাবে একটি Description লিখুন ।
2. আপনার Bio Description টি অবশ্যই 255 ক্যারেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ।
3. আপনাদের ধারণার জন্য নিচে আমি একটি আমার ফেসবুক Description দিলাম
"Microsoft Office Expert || Adobe Photoshop & Graphic Design || Blogger, Wordpres & Online Facebook Income Strategist || Earn to YouTube || Data Entry, Google Docs,Microsoft Office Online || SEO, Canva,Gmail,Fax Learn Free Course ||
Profile Picture & Cover Photo Upload(প্রোফাইল ছবি এবং কভার ছবি আপলোড)
Profile Picture (প্রোফাইল ছবি)
1. আপনার একটি সুন্দর প্রোফেশনাল ফেসবুক প্রোফাইল ছবি এখানে আপলোড করুন ।
2. Canva থেকে আপনি একটি প্রোফেশনাল ফেসবুক লোগো তৈরি করে নিতে পারেন খুব সহজেই ।
3. এটি আবার আপনার কোনো কোম্পানির লোগো বা ছবি হতে পারে । আপনার লোগো বা ছবিটি সাইজ (170x170 পিক্সেল) হতে হবে ।
Facebook Cover Photo Upload (ফেসবুক কভার ফটো )
1. এখানে আপনার একটি প্রোফেশনাল কভার ফটো আপলোড করতে হবে ।
2. আপনার কভার ফটো সাইজ কমপক্ষে (820x312 পিক্সেল) হতে হবে ।
3. প্রোফেশনাল Cover Photo তৈরি করার জন্য আপনি Canva তে গিয়ে Facebook Cover Photo লিখলে আপনার সামনে অনেক গুলো Facebook cover photo চলে আসবে Canva Link : www.canva.com
Invite Friend/Friend Request (বন্ধুদের ইনভাইট করুন)
আপনার পেইজ তৈরি হওয়ার পর প্রাথমিকভাবে আপনার কিছু বন্ধুদের পেইজে জয়েন করার Friend Request পাঠাতে হবে ।
Username (ইউজার নাম)
1. আপনি আপনার পেইজে একটি ইউজার নাম ব্যবহার করবেন যেটা আপনার সব সময় মনে তাকে ।
2. আমার Username হচ্ছে (easycomputerbd12) আপনি আপনার মতো একটি ইউজার নেম ব্যবহার করবেন ।
3. Username এটি একটি লিংঙ্ক এর মতো কাজ করে এই Username টি আপনি যাকে শেয়ার করবেন সে এটাতে সার্চ্ করার সাথে সাথে সে আপনার ফেসবুক পেইজে চলে আসবে ।
ভিজিটররা সরাসরি আপনার সাথে যোগাযোগ করা জন্য আপনি এখানে আপনার Mobile Number, Email Address, Website, Whatsapp Add করে দিতে পারেন ।
1. Phone Number (মোবাইল নাম্বার): আপনি আপনার ব্যবসা বা কাজের জন্য ব্যবহ্নত ফোন নাম্বারটি দেন
2.Email(ইমেইল ঠিকানা) : আপনার
ইমেইল এখানে বসান যেমন : (www.mdrifatuddin518@gmail.com)
3. Website (ওয়েবসাইট লিংঙ্ক) : আপনার যদি কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে
তাহলে এখানে বসান যেমন: (www.easycomputerbd.com)
4. Location (ঠিকানা) : আপনি
কোন বিভাগ বা শহরে বসবাস করেন সেই জায়গাটি এখানে সিলেক্ট করে দিন ।


1 Comments
Wordpress কিভাবে করা হয়
ReplyDeleteআপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!