আপনার ওয়েবসাইট বা ব্লগার পোস্টে Google AdSense ব্যবহার করে টাকা আয় করার জন্য আপনার পোস্টে অ্যাড বসাতে হবে । আপনি সাধারণত দুই ভাবে Google Ads বসাতে পারবেন । আপনি অটো এবং ম্যানুয়াল ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই ব্লগে Ads বসাতে পারবেন ।
১। ব্লগার ওয়েবসাইটে Auto Ads বসানো ।
২। ব্লগার ওয়েবসাইটে ম্যানুয়ালি Ads বসানো ।
# ব্লগার ওয়েবসাইটে Auto Ads বসানোর নিয়ম ?
ব্লগার ওয়েবসাইট Auto Ads হলো গুগলে একটি অংশ । আপনার ব্লগ ওয়েবসাইটে Google AdSense অ্যাকাউন্ট লগইন করলেই গুগল আপনার পোস্টে অটোমেটিক Ads বসায় ।গুগল নিজেই আপনার ওয়েবসাইটে হেডার,ফুডার ও সাইটবারে Google Ads অটোমেটিক বসাবে ।
1. Google AdSense অ্যাকাউন্ট খুলুন :
- আপনার ব্লগ সাইটে বিজ্ঞাপন বা অ্যাড বসাতে চাইলে আপনাকে প্রথমে Google AdSense অ্যাকাউন্ট খুলতে হবে ।
- সঠিক ভাবে এবং খুব সহজেই Google AdSense অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বিস্তারিত জানতে নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।
- Link : ”Google AdSense অ্যাকাউন্ট খোলার নিয়ম”
2. Auto Ads বসানো নিয়ম :
- Google AdSense অ্যাকাউন্ট খোলার পর AdSense ড্যাশবোর্ড্ যান ।
- মেনু থেকে Ads ক্লিক>Overview>By Site এ ক্লিক করুন ।
- আপনার ব্লগার ঠিকানা সিলেক্ট করুন যেমন আমার ব্লগ ঠিকানা হলো: (easycomputer.blogspot.com) অথবা কাস্টম ডোমেইন যদি থাকে (easycomputerbd.com) সিলেক্ট করুন ।
3. Ads থেকে কোড কপি করুন :
- AdSense থেকে Auto Ads চালু করা হলে Google আপনাকে একটি কোড পাঠাবে । সেটি কপি করে নিন ।
4. Blogger –এ কপি করা কোডটি বসান :
- Google থেকে আপনি যে কোডটি কপি করেছেন সেটি আপনার ব্লগার ওয়েবসাইটে বসাতে হবে । ব্লগারে কোড বসানোর নিয়ম ।
- Blogger Dashboard>Theme>Customize>Edit HTML> এখন <head> ট্যাগ এর নিচে কপি করার কোডটি বসান । Save এ ক্লিক করুন ।
- এই কোডটি একবার বসিয়ে দিয়ে Google AdSense নিজে থেকে আপনার সাইটে অটোমেটিক বিজ্ঞাপন দেখাবে ।
# ব্লগার ওয়েবসাইটে ম্যানুয়ালি পোস্টে বিজ্ঞাপন সেট করার নিয়ম ?
আপনার ব্লগার ওয়েবসাইটে যদি আপনি ম্যানুয়ালি ভাবে নিজ থেকে অ্যাড/বিজ্ঞাপন বসাতে চান তাহলে আপনি নিচে থাকা এই নিয়ম গুলো ফলো করুন ।
1. AdSense অ্যাকাউন্ট লগইন করুন :
- প্রথমে আপনার Google AdSense অ্যাকাউন্টটি লগইন করে নিন ।
2. AdSense থেকে কোড কপি করুন :
- AdSense গিয়ে মেনুবার থেকে AdS ক্লিক>By a unit ক্লিক>Create new ad>Display Ads/In article Ads/Multiplex Ads নির্বাচন করুন ।
- এখান থেকে HTML কোডটি কপি করে নিন ।
3. Blogger –এ কোডটি বসান :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!