- আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ?
- আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ?
- Google Search Console কি এবং কেন প্রয়োজন ?
- Blogger ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম ?
- ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ?
- ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ?
- Google Trends কিভাবে ব্যবহার করবেন ?
# এসইও (SEO) কি ?
SEO(Search Engine Optimization) হলে এমন একটি সাইট যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ভালো Ranking আনার জন্য SEO খুবই গুরুত্বপূর্ণ্য বিশেষ করে গুগলে । আপনার ওয়েবসাইটটিকে SEO করে এমন ভাবে সাজান যাতে করে ভিজিটররা খুব সহজেই আপনার সাইটটিকে খুজেঁ পায় ।
সহজ ভাবে বলতে গেলে একজন ব্যক্তি যখন কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে যখন সার্চ করে তখন ওয়েবসাইটে আপনার পেজটি সবার প্রথমে আসা জন্য এই SEO কাজ করা হয় ।
# আপনার ওয়েবসাইটটি Ranking আনার জন্য SEO কেন প্রয়োজন ?
গুগলে আপনার পেজকে Ranking আনার জন্য SEO গুরুত্ব অপরিসীম । একজন ভিজিটর যখন গুগলে সার্চ করে তখন আপনার পেজটি সবার আগে আসার জন্য বা গুগলে প্রথম পেজে আসার জন্য সঠিক ভাবে SEO করতে হবে ।
ওয়েবসাইট পেজ Google ranking আসার জন্য কী করতে হবে:
1. বিজ্ঞাপন ছাড়াই ট্রাফিক বৃদ্ধি করুন :
- ওয়েবসাইটে ট্র্যাফিক বৃদ্ধি করার জন্য বা Ranking আনার জন্য অনেকেই টাকা খরচ করে বিজ্ঞাপন তৈরি করে ট্র্যাফিক বৃদ্ধি করতে চাই ।
- আপনি কোনো বিজ্ঞাপন ছাড়ায় খুব সহজেই SEO করে ট্র্যাফিক বৃদ্ধি করতে পারবেন ।
2. SEO করে গুগলে প্রথম পেজে আসার গুরুত্ব :
- ব্যবহারকারীরা গুগলে সার্চ করলে তারা প্রথম পেজ থেকে সিলেক্ট করে দ্বিতীয় পেজে যায় না । SEO না করলে আপনার পোস্টটি প্রথম পেজে আনা সম্ভব নয় ।
- আপনার পোস্ট গুলো যদি প্রথম পেজে না আসে তাহলে আপনি সহজেই ভিজিটর পাবেন না । এই জন্য আপনাকে ভালো ভাবে SEO সম্পর্কে জানতে হবে ।
3. প্রতিযোগিতায় টিকে থাকর জন্য SEO :
- অনলাইনে আপনার মতো হাজারে ওয়েবসাইট আছে । প্রত্যেকেই SEO করে তাদের ওয়েবসাইটে পোস্ট করে কিন্তু আপনি যদি SEO না করে পোস্ট করেন তাহলে সেটি অনলাইনে Ranking পাওয়া সম্ভবনা অনেক কম ।
- আপনাকে হাজারে প্রতিযোগি ওয়েবসাইট থেকে আপনি সাইটটিকে Ranking আনার জন্য আপনাকে অবশ্যই SEO করে পোস্ট করতে হবে ।
4. বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি :
- গুগলে সার্চ করলে প্রথম পেজে যে সাইট গুলো আসে ভিজিটররা বেশি বিশ্বাস করে ।
- ভিজিটররা সার্চ করলে প্রথম পেজ ছেড়ে দ্বিতীয় পেজে যেতে চায় না । যার কারণেই ভিজিটররা প্রথম পেজ থেকে সিলেক্ট করে থাকে ।
- আপনি যদি SEO করে আপনার ওয়েবসাইটে পোস্ট করেন তাহলে আপনি ভিজিটর পাবেন ।
5. দীর্ঘমেয়াদী সুবিধা পেতে SEO করুন :
- আপনি যদি একবার ভালো ভাবে SEO করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন ।
- আপনার যদি SEO করে একবার আপনার সাইটটি Ranking করতে পারে তাহলে আপনার সাইটে মাসের পর মাস ভিজিটর আসতে থাকবে ।
- আপনি যদি একবার Ranking আনতে পারেন তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাকে টাকা খরচ করতে হবে না ।
6. SEO করে ভিজিটর বাড়ান :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!