পোস্ট করা লিখা গুগলে সার্চ না আসার কারণ কি



  1. Google AdSense কি এবং Google AdSense কেন টাকা দেয় ?
  2. Google AdSense Approvel পাওয়ার সহজ উপায় ? 
  3. GoogleAdSense অ্যাকাউন্ট খোলার নিয়ম ?
  4. GoogleAdSense ব্যাংকে পেমেন্ট সেটআপ করার নিয়ম ?
  5. W-8BENForm কিভাবে পূরণ করবেন ?
  6. ব্লগারে ওয়েবসাইটে Ads/বিজ্ঞাপন যুক্ত করার নিয়ম ? 

# ব্লগারে পোস্ট করা লিখা Google Search না পাওয়ার কারণ  ? 

অনেক সময় দেখা যায় আপনি Blogger/Wordpress ওয়েবসাইটে ব্লগ/কন্টেন্ট পোস্ট করেছেন কিন্তু সেটি Google এ শো করছেন । Google –এ আপনার পোস্ট গুলো না আসার কারণ গুলো হলো : আপনার ডাটা গুলো গুগলে ইনডেক্সিং না হওয়া, ক্রলিং এর সমস্যা, নিম্নমানের কন্টেন্ট হলে, Google Search Console সেটআপ না হওয়া, সঠিক ভাবে Robots.txt সেট না করা, কপি করা কন্টেন্ট পোস্ট করা,আপনি ব্লগার ওয়েবসাইটে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে তবে আপনাকে পোস্ট করা চালিয়ে যেতে হবে । 

নিচে পোস্ট করা কন্টেন্ট গুগলে সার্চ বারে না আসার কারণ গুলো বিস্তারিত ভাবে তুলে ধরা হলো : 

1. Google ইনডেক্স (Indexing) না হওয়া :

  • আপনার ব্লগ সাইট যদি নতুন হয়ে থাকে তাহলে গুগল ইনডেক্স করতে কিছু দিন সময় লাগে । 
  • আপনি যদি সঠিক ভাবে Indexing না করেন তাহলে আপনার সাইটি গুগল কখনোই খুজে পাবে না । সঠিক ভাবে ইনডেক্স করার নিয়ম । 
  • আপনার ওয়েবসাইটে গিয়ে Google Search Console এ গিয়ে আপনার ব্লগার URL টি ভেরিফাই করে নিন ।Google Search Console ভেরিফাই করার নিয়ম জানতে এই লিংঙ্কে ক্লিক করুন । 

2. URL Inspection পোস্টে লিংক দিন :

  • আপনার পোস্টটি যদি গুগলে ইনডেক্স না করে তাহলে কি করবেন । 
  • আপনার ব্লগ পোস্ট করা লিংকটি কপি করুন তারপর URL Inspection গিয়ে লিংঙ্কটি বসান এবং Request Indexing বাটনে ক্লিক করুন । এখন Google আপনার পোস্টটি ইনডেক্স করে নিবে 
  • URL Inspection করার নিয়ম : Google Search Console যান>আপনার ব্লগার ঠিকান দিন>বাম পাশ থেকে URL Inspection Tool সিলেক্ট করুন>সার্চ্ বক্সে আপনার পোস্ট করা লিংঙ্কটি এখানে বসান>Enter সার্চ্ আইকন ক্লিক করুন । 

3. Sitemap জমা দিন :

  • Sitemap জমা দিলে আপনার সকল পোস্ট Google খুব সহজেই খুজে পাবে । 
  • গুগলে আপনার পোস্ট গুলো ইনডেক্স হওয়া জন্য আপনাকে Sitemap জমা দিতে হবে । sitemap জমা দেওয়ার নিয়ম । 
  • Google Search Console যান>Sitemap ক্লিক করুন>”Add a new sitemap”ক্লিক করুন>feeds/posts/default?alt=rss অথবা sitemap.xml এখান থেকে যেকোনো একটি লিখে Submit করুন । 

4. Allow Search Engines (ON) করুন :

  • আপনার ব্লগ পোস্ট গুলো গুগলে সার্চ্ ইঞ্জিনে পেতে এটি বাধা হয়ে দাড়াঁয় ।এটি অন করার নিয়ম । 
  • Blogger DashBoard>Settings>Privacy>Allow search engines>On করুন ।কপি পেস্ট কন্টেন্ট : 
  • আপনি যদি আপনার ব্লগ পোস্ট পর্যাপ্ত তথ্য যদি না দেন বা কোনো জায়গা থেকেকন্টেন্ট কপি করে পেস্ট করে পোস্ট করেন তাহলে গুগল আপনার পোস্টটি ইনডেক্স করবে না ।  

5. কীওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট তৈরি করা :

  • কন্টেন্ট তৈরি করার আগে আপনি কি বিষয় নিয়ে লিখবেন সেটির কীওয়ার্ড রিসার্চ করুন । 
  • নতুন কন্টেন্ট বা কীওয়ার্ড্ দিয়ে লিখার চেষ্টা করুন । 
  • ফ্রীতে কীওয়ার্ড্ রিসার্চ্ কিভাবে করবেন নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link :ফ্রীতে কীওয়ার্ড রিসার্চ করার নিয়ম “ 

6. Crawlers and Indexing/robots.txt সেট করুন :



  • আপনি যদি সঠিক ভাবে ক্রেলিং, ইনডেক্স, robots.txt না করেন তাহলে আপনা পোস্টটি Google কখনোই খুজে পাবেনা । 
  • সঠিক ভাবে Crawlers and Indexing/robots.txt কিভাবে সেট করবেন । নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : Crawlers and Indexing/robots.txt সেটআপ করার নিয়ম” 


 

Post a Comment

0 Comments