- বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
- বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
- বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
- বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
- বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
- বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
- বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
- বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
এটিএম (ATM) মেশিন থেকে বিকাশের টাকা তোলার নিয়ম ?
এটিএম মেশিন থেকে আপনি খুব সহজেই বিকাশের টাকা তুলতে পারবেন । আপনি যেকোনো ব্যাংকের ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন । ATM বুথ ব্যবহার করে আপনি কিভাবে বিকাশের টাকা ক্যাশ আউট করবেন তা নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো :
1. bKash App ওপেন করুন :
- প্রথমে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিন ।
2. Cash Out থেকে From ATM ক্লিক :
- Cash Out গিয়ে দু্ইটি অপশন পাবেন এজেন্ট এবং এটিএম । আপনি এটিএম ক্লিক করুন ।
3. বিকাশ ব্যালেন্স :
- আপনার বিকাশ একাউন্টে কমপক্ষে ৩০০০ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে OTP কোড নেওয়ার জন্য ।
4. নিকটস্থ এটিএম খুঁজুন :
- ”নিকটস্থ ATM খুঁজুন” এই রকম একটি অপশন আপনার মোবাইলে দেখতে পারবেন ।
- সেটিতে ক্লিক করুন সেখানে দেখতে পারবেন আপনি কোন কোন ব্যাংক থেকে এটিএম বুথ এর মাধ্যমে বিকাশের টাকা তুলতে পারবেন । এটা শুধু দেখার জন্য এখানে আপনার কোন কাজ নাই ।
5. PIN নাম্বার দিন :
- আপনার বিকাশে সর্বনিন্ম ৩০০০ হাজার টাকা ব্যালেন্স না থাকলে পিন নাম্বার অপশনটি আসবে না ।
- আপনার পিন নাম্বারটি বসান এবং পিন কনফার্ম বাটানে ক্লিক করুন ।
6. OPT কোর্ড :
- কনফার্ম করার সাথে সাথে আপনার মোবাইলে একটি OPT কোড এর SMS পাবেন ।
7. ATM মেশিনে খুঁজুন :
- আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক অথবা যেখানে ATM বুথ আছে সেখানে যান ।
8. বিকাশ ক্যাশ আউট ক্লিক :
- ATM বুথ স্ক্যনে থেকে bKash Cash Out চাপ দিন ।
9. বিকাশ নাম্বার দিন :
- আপনার বিকাশ নাম্বারটি দিতে বলবে । আপনার বিকাশ নাম্বারটি বসান ।নাম্বার দেওয়ার পর কনফার্ম্ বাটানে চাপ দিন ।
10. টাকা পরিমান লিখুন :
- আপনি কত টাকা তুলতে চান সেটি লিখুন ।আপনাকে সবর্নিম্ম ৩০০০ টাকা তুলতে হবে ।
- ডাচ্-বাংলা ব্যাংক থেকে সবর্নিম্ম ৩০০০ হাজার থেকে ১০০০০ হাজার টাকা পযর্ন্ত তুলতে পারবেন ।
- আবার অন্যান্য ব্যাংকে ৩০০০-২০০০০ হাজার টাকা পযর্ন্ত তুলা যায় ।
11. OPT কোড বসান :
- আপনার মোবাইলে ৬ ডিজিটের যে OPT কোড SMS আসছিল সেটি এখানে বসান । তারপর কনফার্ম্ ক্লিক করুন ।
12. Confirmation পেজ ওপেন :
- OPT কোড দেওয়ার পর একটি পেজ শো করবে যেখানে আপনার মোবাইল নাম্বার,টাকার পরিমাণ,OPT কোডটি দেখা যাবে । সবকিছু ঠিক থাকলে কনফার্ম্ বাটানে ক্লিক করুন ।এখন আপনার টাকা চলে আসবে ।
13. চার্জ্/Fee :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!