- বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
- বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
- বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
- বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
- বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
- বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
- বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
- বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
বিকাশ থেকে লোন (Loan) নেওয়ার নিয়ম ?
বিকাশ থেকে লোন নেওয়া এখন পানির মতো সহজ । বিকাশ একাউন্ট খুলে যেকোনো সময় আপনার যত টাকা প্রয়োজন বিকাশ থেকে লোন সেবা নিতে পারেন । আপনি বিকাশ থেকে ৫০০-৫০০০০ হাজার টাকা পযর্ন্ত লোন নিতে পারবেন । লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি বিকাশ সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে । বিকাশ সেভিংস অ্যাকাউন্ট কি তা আমি নিচে আলোচনা করব ।
বিকাশ থেকে লোন সেবা কিভাবে নিবেন ?
- bKash App ওপেন করুন ।
- Loan অপশনে ক্লিক করুন ।
- আপনি কত টাকা লোন নিতে চান সেটি লিখুন এবং কত দিনে আপনি পরিশোধ করবেন সেটি সেট করে দিন ।
- আপনার লোন এর সুদ ও সার্ভিস চার্জ্ দেখে নিন ।
- আপনি যদি ৭ দিনের মধ্যে লোন পরিশোধ করেন তাহলে কোনো সুদ কাটবে না ।যদি ওভার হয় তাহলে আপনাকে সুদ দিতে হবে ।
- সবকিছু ঠিক থাকলে Confirm ক্লিক করুন । কনফার্ম্ করার সাথে সাথে আপনার একাউন্টে লোনের টাকা চলে আসবে ।
বিকাশ থেকে লোন নেওয়া জন্য কোন শর্ত্ গুলো পূরণ করতে হবে ?
বিকাশ থেকে লোন সেবা নিতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত্ পূরণ করতে হবে । বিকাশ লোন সুযোগটি সাধারণত সিটি ব্যাংকই দিয়ে থাকে তাই তাদের কিছু নির্দিষ্ট কিছু শর্ত্ নির্ধারণ করেছেন ।
বিকাশ থেকে লোন পাওয়ার জন্য যে কাজ গুলো করতে হবে ।
1.একাউন্ট ভেরিফিকেশন (KYC) :
আপনার বিকাশ একাউন্টটি অবশ্যই (NID) কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে ।
2. নিয়মিত লেনদেন থাকা :
আপনি যত বেশি লেনদেন করবেন তত বেশি আপনি লোন পাওয়ার সুযোগ পাবেন ।
3. সেভিংস অ্যাকাউন্ট থাকা :
বিকাশ থেকে লোন পাওয়ার গুরুত্বপর্ণ্য মাধ্যম হলো আপনার বিকাশে সেভিংস অ্যাকাউন্ট থাকা । সেভিংস হচ্ছে আপনি বিভিন্ন ব্যাংকে যে ডিপিএস রাখেন এবং মেয়াদ শেষ হলে আপনাকে লাভ দেয় এটির কাজ ও তেমনি ।
4. নিয়মিত লেনদেন History থাকা :
আপনার অ্যাকাউন্টে সকল জমা,টাকা পাঠানো, ক্যাশ আউট কত,সেন্ড মানি,Mobile Recharge,Bill Payment, Cash in , Cash out ইত্যাদি সকল History গুলো আপনার অ্যাকাউন্টে জমা থাকে যা আপনার লোন পেতে সুবিধা হয় ।বেশি বেশি লেনদেন করার চেষ্টা করুন ।
5. নিয়মিত লোন পরিশোধ :
আপনি যদি লোন নিয়ে থাকে মাসিক বা কিস্তিতে তাহলে ঠিক সময়ে পরিশোধ করুন যাতে করে পরবর্তীতে লোন নিতে কোনো ঝামেলা যাতে না হয় ।তাই সময় মতো প্রতিশোধ করুন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!