- কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
- কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
- কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
- কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
- কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
- মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?
একজন কন্টেন্ট রাইটারে কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
একজন প্রোফেশনার কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে কোন কোন বিষয়ের প্রতি
জ্ঞান ও দক্ষতা থাকতে হবে যেমন: SEO জ্ঞান থাকা, সহজ ভাষায় লিখার দক্ষতা, যোগাযোগের
দক্ষতা, টেকনিক্যাল স্কিল থাকা, সময় ব্যবস্থাপনা ইত্যাদির উপর ভালো জ্ঞান ও দক্ষতা
থাকতে হবে ।
কন্টেন্ট রাইটারে কি কি জ্ঞান ও দক্ষতা থাকতে হয় তা নিচে আলোচনা করা হলো :
1. সহজ ভাষায় লিখার দক্ষতা :
- আপনার কন্টেন্ট স্পষ্ট,সংক্ষিপ্ত সহজ ভাষায়, পরিষ্কার ও আকর্ষণীয় লিখার দক্ষতা ও
ক্ষমতা থাকতে হবে ।
2. বাংলা ও ইংরেজি লিখার দক্ষতা:
- বাংলায় লিখতে চাইলে বাংলা ভাষা ও ব্যাকরণের,বানান,বাক্যগঠনের উপর
ভালো জ্ঞান থাকা দরকার ।
- ইংরেজি লিখতে চাইলে ইংরেজি ভাষা ও ব্যাকরণের উপর ভাবে জ্ঞান থাকা ।
3. SEO জ্ঞান :
- আপনাকে
সার্চ
ইঞ্জিন
অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে
জানতে
হবে
এবং
সেই
অনুযায়ী কন্টেন্ট লিখতে
হবে।
- কিভাবে টাইটেল, মেটা ডিসক্রিপশন,হেডিং এবং সাবহেডিং লিঙ্ক কিভাবে দিতে হয় সেই সম্পর্কে ভালো
ভাবে জানতে হবে ।
4. গবেষণা দক্ষতা :
- আপনাকে দ্রুত এবং
কার্যকরভাবে তথ্য গবেষণা
করতে
সক্ষম
হতে
হবে ।
- নতুন বিষয নিয়ে গবেষণা করার দক্ষতা থাকা দরকার ।
- লেখার ভেতর বৈচিত্র্য নিয়ে আসতে পারা এবং নির্ভ্রযোগ্য সোর্স্ থেকে তথ্য খুঁজে বের করা ।
5. বিষয়ভিত্তিক দক্ষতা :
- যেই বিষয়ে আপনি কন্টেন্ট লিখবেন সেই বিষয়ে ভালো ভাবে পড়াশোনা ও গবেষণা দক্ষতা থাকা ।
6. Keyword Research Tools :
- Ahrefs, Google Keyword Planner এর টুল করে কিভাবে keyword Research করা
হয় সেই বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।
7. কন্টেন্ট ফরম্যাটিং দক্ষতা :
- কন্টেন্ট লিখার মধ্যে কোথায় হেডিং, সাবহেডিং, বুলেট পয়েন্ট, টেবিল এবং ছবি কোথায় ব্যবহার করতে হবে সেই সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে ।
- এগুলো আপনার সার্চ্ ইঞ্জিনের জন্য ভালো কাজ দিবে ।
8. যোগাযোগ দক্ষতা:
- আপনাকে
ক্লায়েন্ট এবং সহকর্মীদের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে।
- ক্লায়েন্টদের কাজের চাহিদ বোঝা এবং সঠিকভাবে উপস্থাপন করা ।
9. টাইম ম্যানেজমেন্ট :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!