কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?

 

কন্টেন্ট রাইটিং কি || কন্টেন্ট লিখে কিভাবে আয় করবেন || কন্টেন্ট রাইটার এর কাজ কি ||কন্টেন্ট রাইটার জ্ঞান ও দক্ষতা গুলো কি ||মোবাইল দিয়ে কন্টেন্ট লিখুন

  1.  কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
  2. কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
  3. কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 
  4. কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
  5. কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
  6. মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?

কীভাবে একজন প্রোফেশনার কন্টেন্ট রাইটিং হবেন ? 

কন্টেন্ট রাইটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ্ হলো বেশি বেশি পড়ালেখা করা,, গবেষণা করা এবং বিভিন্ন বিষয়ে লেখালেখির চর্চা করা । একজন প্রোফেশনার কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে বেশ কিছু জ্ঞান ও দক্ষতা অর্জ্ন করতে হবে । যেমন: ভাষার দক্ষতা আপনি যে ভাষায় কন্টেন্ট তৈরি করবেন সেই ভাষার প্রতি দক্ষতাশীল হতে হবে, SEO বা সার্চ্ ইঞ্জিনে দক্ষশীল হতে হবে , ওয়েবসাইট প্রোফাইল খোলা জানতে হবে,সহজ ভাষায় লিখার দক্ষতা, Google Keyword Tools ব্যবহার জানা, টেকনিক্যাল স্কিল থাকা ইত্যাদি বিষয়ে ভালো ভাবে জ্ঞান ও  দক্ষতা থাকতে হবে ।

কন্টেন্ট রাইটার হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় : 

1. বাংলা/ইংরেজি ভাষার দক্ষতা :

  •  আপনি যে ভাষায় কন্টেন্ট তৈরি করবেন সেই ভাষার শুদ্ধ বানান, ব্যাকরণ  এবং সহজ ভাষা ব্যবহার করা শিখতে হবে ।

2. বিভিন্ন বই, ব্লগ ও আর্টিকেল পড়া :

  • নিয়মিত প্রতিদিন ভালো কন্টেন্ট রাইটারদের লেখা গুলো অনুশীলন করুন এবং কিভাবে তারা কন্টেন্ট সাজিয়েছেন সেই সম্পর্কে শিক্ষা গ্রহণ করুন ।

3. SEO শিখুন :

  • SEO হলো কোনো ভিজিটর যে কোনো ব্রাউজারে সার্চ্ করলে সবার আগে আপনার কন্টেন্টটি দেখতে পায় এর জন্য এসইও ব্যবহার করা হয় ।  
  • কন্টেন্ট থেকে সহজে আয় করার অন্যতম মাধ্যম হলো SEO (Search Engine Optiomization)
  • SEO কীওয়ার্ড্ সার্চ্ ইঞ্জিন করার জন্য অনেক সফটওয়্যার আছে এর মধ্যে উল্লেখ যোগ্য সফটওয়্যার গুলো হলো (Google Keyword Planner, Ahrefs Keyword Generator, Keyword Tool.io) 

4. ব্লগ/ওয়েবসাইট তৈরি করুন :

  • কন্টেন্ট রাইটার শিখার জন্য আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করুন । যেমন : (WordPress/Blogger) এগুলো থেকে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ।
  • কিভাবে  (WordPress/Blogger) একাউন্ট খুলতে হয় এবং ওয়েবসাইটের যাবতীয় কাজ গুলো কিভাবে শিখবেন সবকিছু (A to Z) এই লিঙ্কে কিলিক করুন এবং ওয়েবসাইটটে দক্ষ হন

LINK ব্লগার একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগার থেকে টাকা আয় করবেন ?

5. কন্টেন্ট লিখার ধরণ :

  • ধরুন আপনি ফেসবুক সম্পর্কে ব্লগ বা কন্টেন্ট তৈরি করতে চান তাহলে কিভাবে লিখবেন ।
  • ধরুন আপনি মনে মনে চিন্তা করুন যে মানুষ ফেসবুক সম্পর্কে কোন প্রশ্ন গুলো গুগলে সার্চ্ করতে পারে ।
  • আপনি চাইলে  এসইও কীওয়ার্ড্ রিচার্জ্ এর মাধ্যমে বের করতে পারেন । যদি আপনার SEO জ্ঞান না থাকে তাহলে আপনি নিজে নিজে লিখার চেষ্টা করুন ।

6. নিজে থেকে কন্টেন্ট টাইটেল লিখার চেষ্টা করুন যেমন :

  •  ফেসবুক একাউন্ট কীভাবে খুলব, ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ,ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়, কীভাবে ফেসবুক মনিটাইজেশন পার এই ভাবে আপনি কন্টেন্ট লিখার চেষ্টা করুন ।

7. কন্টেন্ট শিখার সহজ মাধ্যম :

  • YouTube ভিডিও দেখে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা শিখতে পারেন ।
  • ফ্রি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে প্রেকটিস করতে পারেন ।
  • বিভিন্ন ব্রাউজারে ফ্রি অনলাইন কোর্স্ ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা শিখতে পারেন ।
  • বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট রাইটিংয়ের কোর্স করুন।
  • বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন - টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি তৈরি করতে শিখুন।

 

Post a Comment

0 Comments