- কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
- কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
- কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
- কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
- কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
- কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
মোবাইলে কন্টেন্ট/ ব্লগ পোস্ট করে আয় করার সহজ উপায় ?
মোবাইল দিয়ে ঘরে বসেই লেখালেখি করে আয় করুন খুব সহজেই । আপনার মোবাইল দিয়ে যেকোনো অনলাইল সেক্টর থেকে কন্টেন্ট বা ব্লগ লিখে আয় করতে পারেন ।অনলাইলে আয় করার বিভিন্ন সেক্টর রয়েছে যেমন: ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম্ থেকে আয়,নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট থেকে আয়,সোশ্যাল মিডিয়া বা ই-বুক বিক্রি করে আয় ইত্যাদি ।
মোবাইল দিয়ে কোন কোন সেক্টর থেকে আয় করবেন তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো :
1. ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম্ থেকে আয় করুন :
- ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম্ যেমন : (Upwork, Fiverr, Freelancer,
PeoplePerHour, Gure.com) ইত্যাদি এই সাইট গুলোতে কন্টেন্ট রাইটিং এর প্রচুর কাজ পাওয়া
যায় ।
- প্রথমে আপনার মোবাইল বা স্মার্টফোনে ফ্রিল্যান্সিং এই অ্যাপ গুলো ডাউনলোড
করে অ্যাকাউন্ট খুলুন
- অ্যাকাউন্ট খোলার পর আপনি সরাসরি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে
কাজ করতে পারেন ।
2. ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় :
- বর্তমান বিশ্বের বেশির ভাগ মানুষ বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট খুলে লাক্ষ
লাক্ষ টাকা ইনকাম করছেন
- আপনার মোবাইলে (Blogger/Wordpress) যেকোনো একটি ওয়েবসাইট খুলো আপনি সেখানে
লিখালেখি করে বা ব্লগ লিখে আয় করতে পারেন ।
- কিভাবে আপনি Blogger & WordPress একাউন্ট খুলবেন এবং কিভাবে এই ওয়েবসাইট
থেকে টাকা আয় করবেন (A to Z) শিখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন ।
Link : ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
3. সোশ্যাল মিডিয়া ও ই-বুক বিক্রি
করে আয় :
- Facebook Page, Instagram, এবং LinkedIn, একাউন্ট বা পেজ খুলে এখানে আপনা
লেখালেখি করে বিজ্ঞাপন দেখিয়ে এখান থেকে ভালো আয় করতে পারেন ।
- ই-বুক লিখে সেই লিঙ্ক গুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এবং আপনি ভিজিটরদের কাছ থেকে ই-বুক বিক্রি করে আয় করতে পারেন ।
মোবাইলে ব্লগ বা আর্টিকেল লিখার জন্য কোন
অ্যাপটি ব্যবহার করবেন ?
1. Google Docs :
মোবাইল থেকে কন্টেন্ট
লিখার সহজ এবং গুরুত্বপর্ণ্য মাধ্যমটি হলো Google Docs এতে অটো সেভ হয় এবং কম্পিউটার
থেকে একসেস করা যায় ।
2. Online Microsoft Office :
আপনার মোবাইলে Online Microsoft Office ব্যবহার করে আপনি যেকোনো কাজ করতে
পারেন যেমন: Ms word, Ms Excel ইত্যাদি কাজ করতে পারেন ।
3. Microsoft Word :
আপনি আপনার মোবাইলে Play Store থেকে সরাসরি Microsoft Word এই অ্যাপটি
ডাউনলোড করে নিন এবং এখন থেকে আপনি খুব সহজে যেকোনো লিখা কাজ করতে পারবেন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!