কন্টেন্ট রাইটিং মাসিক আয় কত ?

কন্টেন্ট রাইটিং কি || কন্টেন্ট লিখে কিভাবে আয় করবেন || কন্টেন্ট রাইটার এর কাজ কি ||কন্টেন্ট রাইটার জ্ঞান ও দক্ষতা গুলো কি ||মোবাইল দিয়ে কন্টেন্ট লিখুন

  1.  কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
  2. কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
  3. কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 
  4. কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
  5. কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
  6. মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?

 কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?ফ্রিল্যান্সিং,ব্লগার,সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখে মাসে কত টাকা আয় করা যায় ?

কন্টেন্ট রাইটিং করে আপনি প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারেন । বিভিন্ন সেক্টরে আপনি কন্টেন্ট রাইটিং করে আয় করতে পারেন । ফ্যিল্যান্সিং মার্কেটিং করে আয় করুন যেমন: (Upwork, Fiverr, Freelancer, PeoplePerHour ইত্যাদি ),তারপর বিভিন্ন ব্লগার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করুন যেমন: (WordPress, Blogger ইত্যাদি ), সোশ্যাস মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম্ থেকে আয় করুন যেমন : (Facebook, Instagram,LinkedIn,Twitter ইত্যাদি),বিভিন্ন ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন যেমন: (ব্লগ ,ওয়েব কন্টেন্ট, কপি রাইটিং,স্ক্রিপ্ট) ইত্যাদি লিখে ডলার আয় করতে পারেন ।

কন্টেন্ট রাইটিং করে ইনকাম করার সহজ মাধ্যম গুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :

ফ্রিল্যান্সিং মার্কেটিং করে আয় :

কন্টেন্ট রাইটিং থেকে আয় করার অন্যতম একটি মাধ্যম হলো ফ্যিল্যান্সিং মার্কেটিং করে ডলার আয় করা ।

ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম্ থেকে ক্লায়েন্টদের বিভিন্ন চাহিদা অনুযায়ী কন্টেন্ট লিখে ভালো আয় করতে পারবেন ।

ফ্রিল্যান্সিং মার্কেটিং করার মাধ্যম গুলো হলো (Upwork, Fiverr, Freelancer, Gure.com,PeoplePerHour.com ইত্যাদি এগুলোতে আপনি কন্টেন্ট লিখে আয় করতে পারেন ।

ফ্রিল্যান্সিং মার্কেটিং কন্টেন্ট লিখে মাসে 20000-40000 হাজার টাকা আয় করতে পারেন । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আপনি মাসে 50000-100000 টাকা এর উপরে আয় করতে পারেন ।

ব্লগারে বিজ্ঞাপন দিয়ে আয় করুন :

ব্লগারে কন্টেন্ট লিখে আয় করার আরেকটি বড় মাধ্যম হলো Google AdSense, স্পন্সরড পাস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ।

আপনি বিভিন্ন ব্লগার ওয়েবসাইট একাউন্ট খুলে সেখানে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন/অ্যাড দেখিয়ে আয় করতে পারেন ।

 আপনার ব্লগ ওয়েসাইটে বা সোশ্যাস মিডিয়ায় বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে আয় করতে পারেন ।
ভিজিটররা আপনার লিঙ্কে প্রোডাক্ট কিললে বা সার্ভিস নিলে আপনি এতে কপিশন পাবেন ।

আপনার ব্লগ ওয়েবসাইটে যত বেশি বিজ্ঞাপন দেখাবেন ততবেশি আয় করতে পারবেন ।

Google AdSense, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতি মাসে 15000-50000 হাজার এর বেশি আয় করতে পারেন ।

সোশ্যাল মিডিয়া থেকে আয় :

সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট  পোস্ট লিখে আয় করতে পারবেন ।

বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট লিখে আয় করার মাধ্যম গুলো হলো Facebook, Instagram,LinkedIn,Twitter, ইত্যাদি পোস্ট করে আপনি আয় করতে পারেন ।

সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট পোস্ট করে আপনি প্রতি মাসে 20000-50000 হাজার টাকা ইনকাম করতে পারবেন ।  

বিভিন্ন কোম্পানি ও এজেন্সি নিয়োগ :

আপনি যদি প্রোফেশনাল কন্টেন্ট রাইটিং হয়ে থাকে তাহলে বিভিন্ন কোম্পনি ও এজেন্সিতে আপনাকে চাকরি জন্য নিয়োগ দেওয়া হবে ।

বিভিন্ন কোম্পানি বা এজেন্সিতে কাজ করে আপনি প্রতি মাসে 50000-100000 টাকা আয় করতে পারেন ।

Post a Comment

0 Comments