ব্যাংক থেকে বিকাশে টাকা কিভাবে পাঠাবো ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন

  1. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  3. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  4. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  5. বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
  6. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  7. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  8. বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
  9. বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
  10. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  11. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
  12. বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?

ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ? 

ব্যাংক থেকে বিকাশে টাকা আনা এখন খুবই সহজ । আপনার মোবাইল দিয়ে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেেই বিকাশে টাকা আনতে পারবেন ।  

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য আপনাকে ব্যাংক টু বিকাশ অ্যাড করতে হবে ।ব্যাংক টু বিকাশ অ্যাড করা খুবই সহজ । আপনি একবার অ্যাড করলে হবে । কিভাবে আপনি  মোবাইল দিয়ে ব্যাংক টু বিকাশ অ্যাড করবেন তা নিচে উল্লেখ করা হলো : 

1. বিকাশ অ্যাপ টি লগইন করুন :

আপনার বিকাশ অ্যাপটি লগইন করে ওপেন করুন । 

2. Add Money ক্লিক : 

আপনার বিকাশে হোম স্কিন থেকে অ্যাড মানি (Add Money) ক্লিক করুন । 

3. Bank to bkash ক্লিক করুন :

ব্যাংক টু বিকাশে ক্লিক করুন । 

4. Bank Account ক্লিক করুন : 

Bank account ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেক গুলো ব্যাংকের নাম শো করবে । আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি সিলেক্ট করুন । 

ধরুন আমি সোনালী ব্যাংক সিলেক্ট করলাম । 

5. Bank Account নাম্বার দিন :

আপনার ব্যাংক সিলেক্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি চাইবে সেটি বসান । 

6. Bank Account নাম :

আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি নামে খুলেছেন সেই নামটি এখানে বসান ।

7. Bank পেজ ওপেন :

আপনার সামনে একটি ব্যাংক পেজ আসবে । 

আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড SMS আসবে ।

8. One Time Password : 

One Time Password এর ঘরে আপনার মোবাইলে আসা OTP কোডটি এখানে বসান । তারপর সাবমিট করুন । 

এখন আপনি কোনো সমস্যা ছাড়ায় ব্যাংক থেকে বিকাশে টাকা তুলতে পারবেন  ব্যাংক টু বিকাশ একবার অ্যাড করলে আর অ্যাড করা লাগবে না । 

ব্যাংক টু বিকাশ টাকা পাঠানোর নিয়ম ?

1. Add Money ক্লিক :

  • এখন পিছনে বেক দিয়ে অ্যাড মানিতে ক্লিক করুন । 
  • Bank to bkash ক্লিক করুন । 
  • Bank Account ক্লিক করুন । 
  • এখন আমি যে ব্যাংকটি অ্যাড করেছি সেটি এখানে শো করবে । এখন সেই ব্যাংকটিতে ক্লিক করুন । 
  • এখন আপনার অ্যাকাউন্টে ক্লিক করুন । 

2. টাকা পরিমাণ দিন :

টাকা পরিমাণ বসান । এখানে আপনি ৫০ টাকার নিচে লেনদেন করতে পারবেন না। টাকা বসানোর পর Next ক্লিক করুন । 

3. OTP কোড বসান :

আপনার  মোবাইলে একটি OTP আসবে সেটি One Time Password এর ঘরে বসান । 

4. Submit করুন :

সবকিছু ঠিক আছে কিনা দেখে নিন তারপর সাবমিট ক্লিক করুন । 

এখন আপনার বিকাশে টাকাটা চলে আসবে । 


Post a Comment

0 Comments