কন্টেন্ট রাইটিং কি ?

 

কন্টেন্ট রাইটিং কি || কন্টেন্ট লিখে কিভাবে আয় করবেন || কন্টেন্ট রাইটার এর কাজ কি ||কন্টেন্ট রাইটার জ্ঞান ও দক্ষতা গুলো কি ||মোবাইল দিয়ে কন্টেন্ট লিখুন

  1. কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
  2. কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 
  3. কন্টেন্ট লিখে কিভাবে টাকা আয় করবেন ?
  4. কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
  5. কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
  6. মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?


কন্টেন্ট রাইটিং কি ?

কন্টেন্ট রাইটিং হলেন নির্দিষ্ট পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য বা দর্শকদের উদ্দেশ্যে তথ্যবহুল, আকর্ষণীয় এবং ব্যবহার যোগ্য  কন্টেন্ট বা লিখা তৈরি করার প্রক্রিয়া হলো কন্টেন্ট রাইটার । একজন কন্টেন্ট রাইটিং এর মূল কাজ হলো বিভিন্ন বিষয়ে লিখালেখি করা । আপনি চাইলে যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন । যে বিষয়ে আপনি লিখালেখি করবেন সে বিষয়ে আপনার পুরোপুরি ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট রাইটিং তৈরি করতে হবে । একজন কন্টেন্ট রাইটার সাধারণত কোন প্রতিষ্ঠান অথবা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে থাকেন | আপনার কন্টেন্টটি পাঠকরা পড়ে কোনো সমস্যা সমাধান খোঁজে পায় এবং নতুন কিছু শিখতে পারেন সেই ভাবে আপনাকে কন্টেন্টটি তৈরি করতে হবে । 

কন্টেন্ট রাইটিং সাধারণত বিভিন্ন বিষয়রে উপর লিখা হয়ে থাকে যেমন : ব্লগ কন্টেন্ট রাইটিং,ওয়েব কনন্টেন্ট, সোশ্যাল মিডিযা কনন্টেন্ট,কপিরাইটিং, টেকনিক্যাল রাইটিং,SEO কনন্টেন্ট রাইটিং,ইমেইল কন্টেন্ট রাইটিং,নিউজ রাইটিং,কম্পিউটার বিষয় রাইটিং বিভিন্ন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং ইত্যাদি এগুলোর উপর কন্টেন্ট রাইটারা কনন্টেন্ট তৈরি করে থাকে ।

কন্টেন্ট রাইটিং এর শ্রেণীবিভাগ গুলো কী কী ? 

কন্টেন্ট রাইটিং এর শ্রেণীবিভাগ সাধারণত লেখার উদ্দেশ্য, মাধ্যম ও লক্ষ্য  পাঠকের উপর ভিত্তি করে ভাগ করা হয় । কন্টেন্ট রাইটিং বিভিন্ন ধরণ বা শ্রেণী রয়েছে যা নিচে আলোচনা করা হলো । 

1. ব্লগ আটিকেল রাইটিং :

  • এখানে বিভিন্ন ব্লগ পোস্ট কীভাবে করা হয়, কিভাবে ব্লগার একাউন্ট খোলা হয় সেই আকারে আটিকেল বা ব্লগ তৈরি করা ।
  • এখানে বিভিন্ন তথ্য দেওয়া, টিউটোরিয়াল, গাইড, সমস্যা সমাধান ইত্যাদি বিষয়বস্তু তুলে ধরা । 

2. SEO কন্টেন্ট রাইটিং : 

  • Keyword Tools ব্যবহার হরে কন্টেন্ট কিভাবে তৈরি করা হয় । 

  • যেকোনো ব্রাউজারে সার্চ্ ইঞ্জিনে আপনার লিখা গুলো কিভাব র‌্যাংক সেই বিষয়ে তুলে ধরা । 

3, সোশ্যাল মিডিযা কন্টেন্ট :

  • ফেসবুক, ইনস্টাগ্রাম,লিঙ্কডইন, টুইটার ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম্ গুলো উপর আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা ।    
  • সোশ্যাল মিডিযা কিভাবে ভাইরাল হওয়া যায় এবং সোশ্যাল মিডিযাতে কিভাবে বিজ্ঞাপন , পোস্ট ক্যাপশন স্ট্যাটাস দেওয়া যায় সেই ভাবে কন্টেন্ট লিখতে হবে । 

4. Daily নিউজ রাইটিং :

  •  দৈনিক বিভিন্ন সংবাদ, রিপোর্ট্ গবেষণা বা ম্যাগাজিন প্রকাশের জন্য লেখা । 

5. কপিরাইটিং :

  • বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস গুলো বিক্রয় এর জন্য প্রচারণামূলক কন্টেন্ট তৈরি করা । 

6. ওয়েব পেজ কন্টেন্ট :

  • ওয়েবসাইটের বিভিন্ন হোমপেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ ইত্যাদি এগুলোর জন্য প্রফেশনারল কন্টেন্ট লিখা তৈরি করা । 

7. টেকনিক্যাল রাইটিং :

  • বিভিন্ন সফটওয়্যার , প্রযুক্তি জটিলতা সম্পর্কে নির্ভুল তথ্য বা কন্টেন্ট তৈরি করা । 


Post a Comment

0 Comments