- SEO কি ? Google Ranking কি ?
- আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ?
- আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ?
- Google Search Console কি এবং কেন প্রয়োজন ?
- ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ?
- ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ?
- Google Trends কিভাবে ব্যবহার করবেন ?
# নতুন ব্লগার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল কিভাবে সেটআপ করব ?
নতুন ব্লগার ওয়েবসাইটে Google Search Console সেটআপ করা এখন খুবই সহজ । Google Search Console এটি SEO জন্য খুবই গুরুত্বপূর্ণ্য ।
আপনার ব্লগারে ওয়েবসাইটে Google Search Console কিভাবে সেটআপ করবেন :
1. Google Search Console ওপেন করুন :
- আপনার ব্লগার ওয়েবসাইটে গিয়ে Blogger Deshboard থেকে Settings ক্লিক করুন । সেটিংস এর একটু নিচের দিকে আসলে Google Search Console এই অপশনে ক্লিক করুন ।
- আপনি চাইলে নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করে Google Search Console আসতে পারেন ।
- Link : "Google Search Console"
- আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন । যেটা দিয়ে আপনি ব্লগার সাইন ইন করেছেন ।
2. নতুন Property অ্যাড করুন :
এখানে দুইটি অপশন আসবে Domain/URL Prefix এগুলো আপনাকে পূরণ করতে হবে । আপনাদের বোঝার সুবিধাত্তে নিচে েএর একটি ছবি দেওয়া হলো
এই পেজে আসার জন্য ছবিতে ক্লিক করুন
Domain (ডোমেইন) :
- এখানে আপনার একটি ডোমেইন নাম বসাতে হবে যেমন: easycomputerbd.com এটি হলো আমার ডোমেইন এর নাম ।
- এই লিংঙ্কে ক্লিক করে আপনি খুব সহজে এবং কম টাকা একটি ডোমেইন কিনে নিতে পারেন ।
- LINK : ”৯৯৯৳ দিয়ে নতুন একটি ডোমেইন কিভাবে কিনবেন” ।
URL Prefix (ইউআরএল ডোমেইন) :
- আপনি ব্লগারে ফ্রিতে যে ওয়েবসাইট খুলেছেন সেই URL টি বসাতে হবে । (https://easycomputerbd.blogspot.com) এখানে শুধুমাত্র এই URL টি কভার করে ।
Domain & URL Prefix বসানোর পর Continue করুন । এখন অটোমেটিক Google Search Console সেটআপ হয়ে যাবে । যদি কোনো করণে অটো সেটআপ না হয় তাহলে নিচের এই নিয়ম গুলো ব্যবহার করে সেটআপ করুন ।
# অন্য পদ্ধতিতে ভেরিফিকেশন করার নিয়ম ?
আপনার ভেরিফিকেশন যদি অটৈামেটিক সেটআপ না হয় তাহলে নিচের এই নিয়ম গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই Google Search Console সেটআপ করে নিন ।
1. HTML Tag সিলেক্ট করুন:
- একটি Verification Method আসবে ।
- HTML Tag অপশনে সিলেক্ট করুন এবং এখানে গুগল আপনাকে একটি meta কোড দেবে সেটি আপনাকে কপি করে নিতে হবে ।
2. ব্লগারে HTML কোডটি বসান :
- Blogger ওয়েবসাইটে গিয়ে Blogger Dashboard যান Theme ক্লিক করুন,Customize ক্লিক,Edit HTML ক্লিক, এখন আপনার সামনে অনেক গুলো কোড আসবে । সেখান থেকে <head> নামে নিচে একটি শব্দ আছে এর নিচে আপনি যে কোডটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করুন । তারপর সেভ এ ক্লিক করুন ।
- সংক্ষেপে, Blogger>Blogger Beshboard>Theme>Customize>Edit HTML>head এর নিচে কপি করা কোডটি পেস্ট করুন ।
3. Verification সম্পূর্ণ্য করুন :
- আবার Search Console এ ফিরে আসুন ।
- Verify অপশনে ক্লিক করুন ।
- আপনার সকল তথ্য ঠিক থাকলে গুগল আপনাকে Ownership Verified দেখাবে
4. Sitemaps সাবমিট করুন :
- Search Console Dashboard থেকে বাম পাশে থাকা Sitemaps অপশনটি সিলেক্ট করুন । এখন সাইটম্যাপ এর ঘরে (sitemap.xml) লিখুন এবং সাবমিট করুন ।
এখন Google আপনার সকল ব্লগ গুলো ইনডেক্স করতে শুরু করবে । আপনি এখানে দেখতে পারবেন কোন পেজে কতবার দেখা হয়েছে বা ভিউ আসছে, আপনার ব্লগে কোন কীওয়ার্ড্ র্যাংক করছে সেটিও এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন ।
0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!