Google Search Console কি ?

ওয়েবসাইটে SEO সেটআপ করার নিয়ম | Google Ranking পাওয়ার উপায় | ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম | ফ্রীতে Google Keyword এর ব্যবহার নিয়ম |

  1. SEO কি ? Google Ranking কি ? 
  2. আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ? 
  3. আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ? 
  4. Blogger ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম ? 
  5. ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ? 
  6. ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ? 
  7. Google Trends কিভাবে ব্যবহার করবেন ? 

# Google Search Console কি ?

Google Search Console হলো Google এর একটি ফ্রি টুলস । এই টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ওয়েবসাইটে পোস্ট গুলো গুগলে কত জন দেখছে, দৈনিক ভিজিটর কত আসতেছে, কোন দেশ থেকে কত ভিজিটর আসছে, কোন পেজে বেশি ভিজিটর আসছে, আপনার ওয়েবসাইটে কোনো ক্রটি আছে কিনা ইত্যাদি খুব সহজেই আপনি Google Search Console থেকে দেখতে পারবেন ।Google Search Console এটি SEO জন্য খুবই গুরুত্বপূর্ণ্য ।  

# সংক্ষেপে Google Search Console কি কাজ করে ?

  • আপনার ব্লগ ওয়েবসাইটে কোন কোন পোস্ট/কন্টেন্ট গুলো বেশি র‌্যাংক করছে তা খুব সহজেই দেখা যায় । 
  • আপনার ওয়েবসাইটে কোন প্রকার ভুল ক্রটি থাকলে বা (error) থাকলে বা কোন সমস্যা থাকলে তা খুঁজে বের করা যায় ।   
  • আপনার ওয়েবসাইটে কোন কীওয়ার্ড্ কত ভিজিটর আসছে তা দেখা যায় । 
  • আপনার ওয়েবসাইটে Google কোন পেজ গুলো ইনডেক্স করেছে আর কোন গুলো ইনডেক্স করেনি তা দেখা যায় । 
  • Sitemap সাবমিট করার সুবিধা আছে । 
  • Google Search Console এটি আপনার SEO উন্নত করতে সাহায্য করে । 
  • আপনার ব্লগে কত গুলো সাইট লিংঙ্ক ব্যবহার করেছেন তা দেখা যাবে । 


Post a Comment

0 Comments