Google Keyword Planner ফ্রীতে কিভাবে ব্যবহার করবো ?

ওয়েবসাইটে SEO সেটআপ করার নিয়ম | Google Ranking পাওয়ার উপায় | ওয়েবসাইটে Google Search Console সেটআপ করার নিয়ম | ফ্রীতে Google Keyword এর ব্যবহার নিয়ম |

  1. SEO কি ? Google Ranking কি ? 
  2. আপনার ওয়েবসাইটে SEO কিভাবে করবেন ? 
  3. আপনার পোস্ট Google Ranking পাওয়া উপায় কি ? 
  4. Google Search Console কি এবং কেন প্রয়োজন ? 
  5. ফ্রীতে Google Keyword Planner কিভাবে ব্যবহার করবেন ? 
  6. ফ্রীতে Google Sheeter/Google Suggestion কীওয়ার্ড্ ব্যবহারের নিয়ম ? 
  7. Google Trends কিভাবে ব্যবহার করবেন ? 

 # Google Keyword Planner ফ্রীতে কিভাবে ব্যবহার করবেন ? 

Google Keyword Planner হলো Google Ads এর একটি ফ্রি টুলস । এই টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো কীওয়ার্ড্ রিসার্চ্ করতে পারবেন । Google Keyword Planner এটি SEO হিসেবে কাজ করে । 

1. Google Ads অ্যাকাউন্ট খুলুন :

  • যেকোনো ব্রাউজারে সার্চ্ করুন : Chrome ব্রাউজারে গিয়ে Google Ads/Google Keyword Planner যেকোনো একটি সার্চ্ বারে লিখে সার্চ্ করুন । Google Ads নামে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুণ । 

2. Google Ads সাইন ইন করুন :

  • আপনার একটি সচল Gmail ID দিয়ে Google Ads সাইন ইন করে নিন । 
  • ”Switch to Expert Mode” অপশনটি সিলেক্ট করুন । 
  • ”Create an account without a Campaign” ক্লিক করুন । আপনার অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন করুন । 

3. Tools & Settings অপশন ক্লিক করুন :

  • Google Ads Dashboard গিয়ে উপরের মেনু থেকে Tools & Settings>Planning>Keyword Planner সিলেক্ট করুন । 

4. দুইটি অপশন আসবে :

  • Discover new Keywords : এটির কাজ হলো নতুন কীওয়ার্ড্ খুজেঁ বের করা এখানে আপনার লোকেশন এবং ভাষা সিলেক্ট করুন ।   
  • Get Search Volume and forecasts : আপনি আগে থেকে কিছু কীওয়ার্ড্ লিস্ট তৈরি করুন । সেই লিস্ট কপি করে এই অপশনে পেস্ট করলে Google আপনাকে সেই লিস্টের প্রতিটি কীওয়ার্ড্ ডাটা আলাদা ভাবে তৈরি করে দেখাবে । 

5. Suggested Keywords :

  • Avg.monthly searches : এটির মানে হলো প্রতি মাসে কতবার সার্চ্ করা হয় সেটা দেখা যায় । 
  • Competition : আপনি যে  কীওয়ার্ড্ দেখতে চান সেটি এখানে (High,Medium,Low) এভাবে দেখতে পারবেন । 
  • Top of page bid : বিজ্ঞাপনদাতারা কত টাকা দিতে রাজি সেটি এখানে দেখায় । 


Post a Comment

0 Comments