Google Drive ব্যবহার করার নিয়ম

 

Google Drive কি | Google Form কি | Google Form তৈরি করার নিয়ম | Google Drive ব্যবহার করার নিয়ম | স্টোরেজ বাড়ানোর উপায় | ফাইল শেয়ার করার উপায় |

  1. Google Drive স্টোরেজ বাড়ানোর উপায় ?
  2. Google Drive ফাইল শেয়ার করার নিয়ম ?
  3. Google Form তৈরি করার নিয়ম ?
  4. Google Form ফাইল আপলোড করার নিয়ম ? 

# Google Drive কি ?

Google Drive হলো গুগলের একটি ফ্রি স্টোরেজ সার্ভিস । Google Drive ব্যবহার করে আপনি আপনার ফাইল, ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি অনলাইনে সংরক্ষণ করতে পারবেন । আপনি যেকোনো সময় বা যেকোনো ডিভাইস যেমন :(কম্পিউটার,মোবাইর,ট্যাব) থেকে খুব সহজে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে শেয়ারিং ও এডিট করতে পারবেন ।Google Drive –এ সাধারণত ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায় ।

 # Google Drive ব্যবহার করার নিয়ম ?



Google Drive -এ হোম মেনু প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ভাবে নিচে দেওয়া হলো : 

1. Google Drive ওপেন করুন :

  • আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে Google Drive ওপেন করে নিন । অথবা এই লিংঙ্কে ক্লিক করুন ।
  • আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন Google Drive App Download করে নিন ।

2. Search Bar –এ লিখুন :

  • Google Drive –এ আপনার শতশত ফাইল বা ফোল্ডার থাকতে পারে ।
  • আপনি খুব সহজে Search Bar –এ যেকোনো ফাইল বা ফোন্ডার নাম লিখে সার্চ্ করুন সাথে সাথে সেই ফাইল বা ফোল্ডারটি চলে আসবে ।

3. +(New) অপশনের কাজ :

  • নতুন কোনো ফাইল বা ফোল্ডার তৈরি করা বা আপলোড করার জন্য নিউ অপশনটি ব্যবহার করা হয় ।
  • New অপশনে যে যে অপশন গুলো থাকে সেগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো ।
  • Folder : নতুন একটি ফোল্ডার তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • File Upload: যেকোনো ফাইল বা ফোল্ডার আপলোড করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি মোবাইল,কম্পিউটার,ট্যাপ যেকোনো ডিভাইস থেকে Google Drive –এ আপলোড করতে পারবেন ।  
  • Folder Upload : পুরো একটি ফোল্ডার আপলোড করার জন্য এটি ব্যবহার করা হয় । ফোল্ডারে অনেক গুলো ফাইল বা ছবি যুক্ত থাকতে পারে ।
  • Google Docs : নতুন একটি Word Document তৈরি করার জন্য এটি ব্যবহার হয় ।
  • Google Sheets : নতুন একটি Excel Sheet তৈরি জন্য এটি ব্যবহার করা হয় ।
  • Google Form : যেকোনো অনলাইন ফর্ম্ তৈরি জন্য এটি ব্যবহার করা হয় । Online বিভিন্ন Form কিভাবে তৈরি করতে হয় জানার জন্য নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
  • Link : ”যেকোনো Online Form তৈরি করার নিয়ম”
  • Google Slides : নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • More :  More –এ ক্লিক করলে এখানে অনেক গুলো অপশন দেখতে পারবেন যেমন : Drawings, Canva,Goolge My Maps ইত্যাদি ।  
  • Home : হোম অপশন যেখানে আপনার সব গুলো ফাইল বা ফোল্ডার একসাথে শো করবে ।  
  • My Drive : এটি হোম অপশনের মতো আপনার আপলোড করা সকল ফাইল বা ফোল্ডার এখানে এসে জমা হয় ।
  • আপনি খুব সহজে এখান থেকে ফাইল খুলতে ও শেয়ার করতে পারবেন ।

4. Computer :

  • আপনি কম্পিউটার থেকে কোনো ফাইল বা ফোল্ডার Syncing বা স্কানিং করে থাকেন সেটি এখানে দেখাবে ।

5. heared With me :

  • অন্যরা যেকোনো ফাইল বা ফোল্ডার আপনাকে শেয়ার করেছে সেগুলো এখানে থাকবে ।

6. Recent :

  • আপনি সম্প্রতি যেসব ফাইল বা ফোল্ডার ব্যবহার করেছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ।

7. Starred :

  • আপনার গুরুত্বপূর্ণ্ কোনো ফাইল বা ফোল্ডার “Star” দিয়ে রাখলে আপনি সেগুলো এখানে দেখতে পারবেন ।

8. Spam :

  • কেউ যদি আপনাকে অপ্রাসঙ্কিত বা ভাইরাসযুক্ত ফাইল বা ফোল্ডার শেয়ার করে সেটি আপনার Google Drive Spam অপশনে দেখতে পারবেন ।

9. Trash :

  • আপনি যদি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করে থাকেন তখন ডিলিট করা ফাইলটি এখানে এসে জমা হয় এবং আপনি চাইলে এখান থেকে রিস্টোর করে আবার পুনরাই ফাইলটি ফিরিয়ে আনতে পারবেন ।

10. Storage :

  • Google Drive আপনাকে সর্বোচ্চ ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে ।
  • আপনার স্টোরেজ যদি শেষ হয়ে যায় তাহলে Buy Storage থেকে আপনি জিবি কিনে নিতে পারেন ।

Post a Comment

0 Comments