Google Drive স্টোরেজ বাড়ানোর উপায়

Google Drive কি | Google Form কি | Google Form তৈরি করার নিয়ম |Google Drive ব্যবহার করার নিয়ম | স্টোরেজ বাড়ানোর উপায় | ফাইল শেয়ার করার উপায় |

  1. Google Drive ব্যবহারকরার নিয়ম ?
  2. Google Drive ফাইল শেয়ার করার নিয়ম ?
  3. Google Form তৈরি করার নিয়ম ?
  4. Google Form ফাইল আপলোড করার নিয়ম ? 

# Google Drive থেকে ফাইল ডাউনলোড করার নিয়ম ? 

Google Drive থেকে যেকোনো ফাইল/ফোল্ডার/অডিও/ভিডিও ইত্যাদি সঠিক ভাবে ডাউনলোড কিভাবে করবেন । আপনি মোবইল ও কম্পিউটার দিয়ে খুব সহজেই যেকোনো ফাইল ডাউনলোড কিভাবে করবেন বিস্তারিতি নিচে উল্লেক করা হলো : 

1. কম্পিউটার থেকে File/Folder ডাউনলোড করুন:

  • প্রথমে Google Drive লগইন করে নিন । 
  • আপনি যে ফাইল/ফোল্ডার ডাউনলোড করতে চান সেটিতে রাইট বাটান ক্লিক করে Download এর একটি অপশন পাবেন সেটি ক্লিক করুন । 
  • এখন ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড হবে । 
  • আপনি যদি কোনো ফোল্ডার ডাউনলোড করতে চান তাহলে সেটি ZIP ফাইল আকারে ডাউনলোড করুন । 

2. মোবাইল থেকে File/Folder ডাউনলোড করুন:

  • আপনা মোবাইলে Google Drive Apps টি ওপেন করুন । 
  • আপনি যে File/Folder Download করতে চান সেটি পাশে থ্রী ডট ক্লিক করুন । Download অপশনটিতে ক্লিক করুন ।
  • এখন ফাইলটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে আপনার মোবাইল Storage –এ সেভ হবে ।  

# Google Drive -এ স্টোরেজ বাড়ানো উপায় কি ? 

Google Drive হলে Google একটি ফ্রি স্টোরেজ । আপনি Google Drive ব্যবহার করে ফ্রিতে ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করতে পারবেন । আপনি এই Google Drive –এ যেকোনো Word Document, Excel File, Powerpoint, অডিও ফাইল,ভিডিও ফাইল ইত্যাদি সেভ করে রাখতে পারবেন । 

1. Google Drive Storage বাড়ানো উপায় :

  • Google Drive –এ ফ্রি স্টোরেজ যদি শেষ হয়ে যায় তাহলে আপনার দুইটি অপশন থাকবে এক হলো যে ফাইলটি প্রয়োজন নেই সেটি ডিলিট বা মুছে ফেলা দ্বিতীয়টি হলো ”Google One” –এ গিয়ে স্টোরেজ বাড়ানোর জন্য জিবি কিনতে কিনা । 

2. Google Drive ওপেন করুন :

  • প্রথমে আপনার কম্পিউটারে Google Drive অ্যাপটি ওপেন করে নিন । 
  • বাম পাশ তেকে ”Storage” –এ ক্লিক করুন । 
  • ”Get more Storage ক্লিক করুন ।
  • এখন আপনার “Google One” পেজে নিয়ে যাবে । 

নিচে এই রকম একটি পেজ ওপেন হবে আপনি এখান থেকে খুব সহজেই GB/TB কিনে নিতে পারেন ।  



3. অথবা,Google One লিংঙ্কে ক্লিক করুন :

  • আপনি চাইলে যেকোনো ব্রাউজারে গিয়ে Google One লিখে সার্চ্ করলে সেটি ওপেন হবে । অথবা নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন । 
  • Link : “Google One

4. Payment method করার নিয়ম :

  • Payment method –এ গিয়ে “Get discount”অপশনে ক্লিক করুন । 
  • আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন যেমন : (100GB/200GB/1TB) আপনি Choose করে Get discount –এ ক্লিক করুন । 
  • আন্তর্জাতিক ভাবে যদি আপনি কিনেন তাহলে (Visa/Debit Card/Credit Card) ব্যবহার করতে হবে । 
  • আবার আপনি চাইলে (bKash/Nagad/Rocket) এর মাধ্যমে Virtual Card ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে পেমেন্ট করা যায় । 

# Google Drive থেকে ডিলিট হওয়া ফাইল কিভাবে ফেরত আনব ?

অনেক সময় ভূল করে Google Drive থেকে ফাইল বা যেকোনো ডকুমেন্ট ডিলিট হয়ে যায় । সেই ফাইল বা ডকুমেন্টটি ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো “Trash(Bin)” । Google Drive –এ যেকোনো ফাইল ডিলিট হলে সেটি Trash(Bin) –এ এসে জমা হয় আপনার যদি ডিলিট করার ফাইল প্রয়োজন হয় তাহলে Trash গিয়ে রিকভার করে নিতে হবে । 

File/Folder/Audio/Document  ডিলিট হলে সেটি ফিরিয়ে আনার উপায় : 

1. Google Drive ওপেন করুন :

  • প্রথমে আপনার Google Drive টি লগইন করে নিন । 
  • বামপাশে মেনুবার থেকে “Trash” – এ ক্লিক করুন । 
  • ডিলিট হওয়া আপনার সকল ফাইল/ফোল্ডার দেখতে পারবেন । 
  • আপনি যে File/Floder টি ওপেন করতে চান সেটির উপর “Right Button” ক্লিক করুন । 
  • “Restore “ অপশনটি সিলেক্ট করুন । এখন আপনি ফাইল টি আবার Drive –এ ফিরে আসবে । 

# যেকোনো File/Folder “Trash(Bin)” থেকে মুছে যায় তাহলে কি করবেন ? 

  • ধরুন আপনি Google Drive থেকে একটি ফাইল ডিলিট করলেন । এখন সেটি “Trash” এসে জমা হয় । 
  • ডিলিট হওয়া ফাইল সাধারণত ৩০ দিন পযর্ন্ত জমা থাকে এরপর সেটি  “Trash” থেকে ডিলিট হয়ে যায় । 
  • আপনি যদি ফাইলটি ফিরিয়ে আনতে চান তাহলে Google Support ব্যবহার করুন । 
  • “Google Support” –এ গিয়ে “File Recovery Request” –এ সাবমিট করুন । 
  • Google Support যাওয়ার জন্য এই লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : “Google Support


Post a Comment

0 Comments